PM Modi Ghana Visit: ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী, উচ্ছ্বাসে ভাসছে ১৪০ কোটি ভারতীয়

PM Narendra Modi: ঘানা সফরে অনন্য সম্মান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘানার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা।

PM Narendra Modi: ঘানা সফরে অনন্য সম্মান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘানার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi received Ghana highest honor Order of the Star of Ghana, India Ghana signed 4 major agreements, PM Modi Ghana Visit, India Ghana Relations, Bilateral Talks, Modi In Ghana, Counter Terrorism,

ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী, উচ্ছ্বাসে ভাসছে ১৪০ কোটি ভারতীয়

PM Narendra Modi: ঘানা সফরে অনন্য সম্মান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘানার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা। ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান "অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা"-তে ভূষিত প্রধানমন্ত্রী। এই সম্মানপ্রাপ্তির মধ্য দিয়ে মোদীর প্রাপ্ত আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪টি।

Advertisment

বঙ্গ BJP-র ভার নিলেন শমীক! তৃণমূলকে হুঁশিয়ারির সঙ্গেই সংখ্যালঘুদের জন্যও 'বড় বার্তা'

'বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে ভারত বিশ্বের জন্য আশার আলো'..., ঘানার সংসদে প্রধানমন্ত্রী মোদীর ঝোড়ো ভাষণ, তাকিয়ে দেখল বিশ্ববাসী।  বৃহস্পতিবার ঘানার সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় তিনি দুই দেশের বন্ধুত্বকে ঘানার বিখ্যাত আনারসের চেয়েও 'মধুর' বলে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী বলেন, ঘানা এবং ভারতের মধ্যে অংশীদারিত্ব কেবল আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্য। প্রধানমন্ত্রী মোদী ঘানার সংসদেও সন্ত্রাসবাদ ইস্যুতে ঝাঁঝালো বক্তব্য দেন। তিনি বলেন যে সন্ত্রাসবাদ সমগ্র বিশ্বের জন্য একটি বড় সমস্যা এবং সমস্যা। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনও এবং এর প্রভাব সম্পর্কেও তাঁর বক্তব্যে আলোকপাত করেন প্রধানমন্ত্রী। 

Advertisment

ঘানার প্রেসিডেন্টের কাছ থেকে ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান  “অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা”-তে ভূষিত হয়ে মোদী বলেন, “এই সম্মান আমি ১৪০ কোটি ভারতবাসীর উদ্দেশে উৎসর্গ করছি। এটি ভারতের যুবসমাজের আশার প্রতীক এবং ভারত-ঘানার ঐতিহাসিক সম্পর্কের মাইলফলক।” তিনি আরও জানান, দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে। মোদী ইতিমধ্যেই আমেরিকা, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ভুটান, ও প্যালেস্টাইনের মতো দেশ থেকেও এই সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ভারত এবং ঘানা চারটি গুরুত্বপূর্ণ চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। 

রাজ্যের স্বনামধন্য সরকারি হাসপাতালেই মহিলা চিকিৎসককে যৌন হেনস্থা, অভিযোগে তোলপাড়

modi