Samik Bhattacharya: বঙ্গ BJP-র ভার নিলেন শমীক! তৃণমূলকে হুঁশিয়ারির সঙ্গেই সংখ্যালঘুদের জন্যও 'বড় বার্তা'

Samik Bhattacharya-West Bengal BJP president: বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সায়েন্স সিটির বর্ণাঢ্য অনুষ্ঠান মঞ্চে বঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্যকে বরণ করে নিল রাজ্য বিজেপি।

Samik Bhattacharya-West Bengal BJP president: বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সায়েন্স সিটির বর্ণাঢ্য অনুষ্ঠান মঞ্চে বঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্যকে বরণ করে নিল রাজ্য বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Samik Bhattacharya West Bengal BJP president  ,Shamik Bhattacharya appointed BJP state chief,  Samik Bhattacharya nomination West Bengal BJP  ,Samik Bhattacharya unopposed BJP president  ,BJP West Bengal leadership change , Samik Bhattacharya replaces Sukanta Majumdar,  West Bengal assembly 2026 BJP strategy  ,Samik Bhattacharya RSS background  ,Samik Bhattacharya political profile,  Bengal BJP factional unity under Bhattacharya,পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য,  শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি বিজেপি,  শমীক ভট্টাচার্য মনোনয়ন  ,শমীক ভট্টাচার্য দায়িত্বভার গ্রহণ,  সুকান্ত মজুমদার স্থলাভিষিক্ত শমীক,  রাজ্য সভাপতি নির্বাচনে মনোনয়ন শমীক,  বিজেপি রাজ্য নেতৃত্বের পরিবর্তন,  শমীক ভট্টাচার্য একমাত্র মনোনয়নকারি  ,ভবিষ্যৎ চ্যালেঞ্জ ২০২৬ বিধানসভা  ,বিজেপি ও আরএসএস সম্পর্ক শমীক

Samik Bhattacharya West Bengal BJP president: সায়েন্স সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে সংবর্ধনা জ্ঞাপন।

Samik Bhattacharya-West Bengal BJP president: বঙ্গ BJP পেল নতুন সভাপতি। আনুষ্ঠানিকভাবে শমীক ভট্টাচার্যকে রাজ্য BJP সভাপতি হিসেবে ঘোষণা করা হল। সুকান্ত মজুমদারের থেকে বঙ্গে গেরুয়া দলের ব্যাটন হাতে তুলে নিলেন শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে দলের নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যকে বরণ করে নিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। এই অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রবিশংকর প্রসাদ।

Advertisment

আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে দলের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শমীক ভট্টাচার্য দিলেন নয়া বার্তা। দায়িত্ব নিয়েই সংখ্যালঘু মন পেতে শুরুতেই 'মাস্টারস্ট্রোক' শমীকের। তাঁর কথায়, "বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, আমরা লড়ছি আপনাদেরই জন্য। আমরা চাই যাতে আপনাদের বাড়ির ছেলেদের হাত থেকে পাথর কেড়ে বই দিতে। যারা হাতে তলোয়ার নিয়েছে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এটাই বিজেপির লড়াই।"

এদিন সায়েন্স সিটির এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা থাকলেও দিলীপ ঘোষকে কিন্তু ডাকা হয়নি বলেই সূত্রের খবর। এদিন জমকালো এই অনুষ্ঠানে দিলীপ ঘোষের অনুপস্থিতি চোখে পড়েছে। তবে সেসব বিতর্কে না ঢুকে সংবর্ধনার মঞ্চে উঠে শমীক ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে এনেছিলেন।

আরও পড়ুন- Samik Bhattacharya: বঙ্গ BJP-তে শুরু শমীক-যুগ! মিলল দীর্ঘদিনের নাছোড় লড়াইয়ের 'পুরস্কার'

Advertisment

তিনি বলেন, "একটা সময় রাজ্যে বিজেপির ভোট ১ শতাংশেরও নীচে ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে দলের বিধানসভায় প্রতিনিধিত্ব নেই, তাদের আমরা সর্বদল বৈঠকে ডাকি না। সেই সীমিত শক্তি নিয়েই আমরা বাংলার রাজনীতিতে এসেছি। এই পথ মসৃণ ছিল না। বাংলার মানুষই বিজেপিকে জায়গা করে দিয়েছে। তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি।"

আরও পড়ুন- Dilip-Samik:দৌড়ে নাম ছিল তাঁরও, বঙ্গ BJP সভাপতি পদে শমীকের অভিষেকের দিন কী বললেন দিলীপ?

এদিন সায়েন্স সিটির এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আগাগোড়া শমীক ভট্টাচার্যের সঙ্গেই হাজির ছিলেন তাঁর পূর্বসূরী সুকান্ত মজুমদার। মঞ্চে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সুকান্ত মজুমদারকে এদিন বলতে শোনা যায়,  "চার বছর আগে এমনই একটি দিনে দিলীপদা সকলকে দিয়ে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলিয়েছিলেন। আমি আজ আপনাদের সকলকে শমীক ভট্টাচার্য জিন্দাবাদ বলতে বলছি। ২০২৬ সালের লড়াই শমীকদার নেতৃত্বেই হবে।"

আরও পড়ুন- West Bengal News Live Updates:কালীগঞ্জে ছোট্ট তামান্না খুনে CBI তদন্তের দাবি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পরিবার

শমীক ভট্টাচার্যকে শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "দলকে শক্তিশালী করে তুলতে শমীক ভট্টাচার্যের জন্য আমার দুটো হাত থাকল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে মমতার সরকার আমাদের পার্টির বুথ স্তর,ওয়ার্ড স্তরের কর্মীদের উপর নারকীয় অত্যাচার করেছিল। ২০২৬-এ এই সরকারকে আমরা উপড়ে ফেলব।" আগামী দিনে শমীক ভট্টাচার্যের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকে লড়াইয়ের বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

Suvendu Adhikari Bengal BJP Samik Bhattacharya Sukanta Majumder