/indian-express-bangla/media/media_files/2025/07/18/modi-durgapur-2025-07-18-18-01-13.jpg)
'আমাদের সবচেয়ে বড় শত্রু'.....! কাকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর
একদিনের সফরে শনিবার গুজরাট সফরে প্রধানমন্ত্রী মোদী। এদিন ভাবনগরে পৌঁছেই তিনি বিমানবন্দর থেকে গান্ধী ময়দান পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ রোড শো করেন। এদিনের এই রোড শো'তে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মোদীও হাত নেড়ে মানুষের অভিবাদন গ্রহণ করেন। রোড শো চলাকালীন জিএসটি সংস্কারের জন্য কৃতজ্ঞতা জানিয়ে পোস্টার এবং ‘অপারেশন সিন্দুর’-এর বিজয় ব্যানার প্রদর্শিত হয়।
মহালয়ার দিনই বছরের শেষ সূর্যগ্রহণ, সূতককালে ভুলেও করবেন না এই কাজ
গান্ধী ময়দান থেকে প্রধানমন্ত্রী গুজরাটবাসীর জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উপহার ঘোষণা করেন। প্রায় ৩৪,২০০ টাকা কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত আজ ‘বিশ্ববন্ধু’র চেতনা নিয়ে এগোচ্ছে। দেশের সর্ববৃহৎ শত্রু বিদেশ নির্ভরশীলতা বলে মন্তব্য করেন তিনি। মোদীর কথায়, “যত বেশি নির্ভরশীলতা, তত বেশি ব্যর্থতা। আত্মনির্ভরশীল হওয়াই আমাদের একমাত্র পথ।” তিনি সতর্ক করেন, বিদেশের উপর ভরসা করলে আত্মসম্মান ক্ষুণ্ণ হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। তিনি আরও বলেন, পৃথিবীতে আমাদের কোনও শত্রু নেই। বাস্তবে, যদি আমাদের কোনও শত্রু থাকে, তবে তা হল অন্যান্য দেশের উপর আমাদের নির্ভরতা। এই শত্রুকে পরাজিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন যে, চিপস হোক বা জাহাজ, ভারত উভয়ই তৈরি করে। তিনি বলেন যে শত সমস্যার নিরাময় হল 'আত্মনির্ভর ভারত'।
Mahalaya 2025: শুভ-অশুভর জাঁতাকলে নয়, মহালয়ায় এইসব বার্তা শেয়ারে থাকবেন ত্রুটিমুক্ত!
প্রধানমন্ত্রী গুজরাটি প্রবাদ উদ্ধৃত করে বলেন, শত সমস্যার একমাত্র সমাধান হল ভারতকে আত্মনির্ভরশীল করে তোলা। পাশাপাশি, তিনি বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভারতের আত্মনির্ভরশীল হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এদিনই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন মুম্বই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালের। ইন্দিরা ডকে নির্মিত এই আধুনিক টার্মিনাল সমুদ্র ভ্রমণকারীদের উন্নত সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে তৈরি হয়েছে।
নিজের জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশ থেকে পাওয়া শুভেচ্ছা নিয়ে আবেগ প্রকাশ করেন মোদী। তিনি বলেন, “দেশ-বিদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা ও আশীর্বাদই আমার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় শক্তি।” তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
Jr NTR: হায়দরাবাদে শুটিং দুর্ঘটনা, আহত জুনিয়র এনটিআর
কংগ্রেসের উপর আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী বলেন, ভারতের সম্ভাবনার কোনও অভাব নেই, কিন্তু স্বাধীনতার পর, কংগ্রেস দল ভারতের প্রতিটি শক্তিকে উপেক্ষা করেছে। অতএব, স্বাধীনতার ছয় থেকে সাত দশক পরেও, ভারত তার প্রাপ্য সাফল্য অর্জন করতে পারেনি। এর দুটি প্রধান কারণ ছিল: দীর্ঘ সময় ধরে, কংগ্রেস সরকার দেশকে লাইসেন্স-কোটা রাজের মধ্যে আটকে রেখেছিল এবং বিশ্ব বাজার থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। কংগ্রেস সরকারের নীতিগুলি দেশের যুবসমাজের মারাত্মক ক্ষতি করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us