/indian-express-bangla/media/media_files/2025/08/21/kolkata-weather-2025-08-21-10-16-45.jpg)
জানুন আজকের লেটেস্ট ওয়েদার আপডেট।
KOLKATA TODAYS WEATHER: ভারী বৃষ্টির দোসর ঝোড়ো হাওয়া। দুপুরের পরই জেলায় জেলায় তুমুল দুর্যোগের বিরাট সম্ভাবনা। কাঁপানো ঝড়-জল কোন জেলাগুলিতে? জানুন আজকের লেটেস্ট ওয়েদার আপডেট।
বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জেলায় জেলায় আকাশের মুখ ভার। শুধু আজই নয় আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগ পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন- ১৩ লক্ষ টাকার ’হার্ট সার্জারি’ সম্পূর্ণ বিনামূল্যে! বাংলার মুকুটে জুড়ল নয়া পালক, সৃষ্টি হল নয়া ইতিহাসের
কলকাতা ও গোটা রাজ্যের আবহাওয়ায় আসছে বড় পরিবর্তন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে বাড়বে বৃষ্টিপাত। বঙ্গোপসাগর থেকে আর্দ্র বাতাস প্রবাহিত হওয়া এবং মৌসুমি অক্ষরেখা পশ্চিমে সরে যাওয়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হবে বৃষ্টি।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ ২১ আগস্ট পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। এছাড়া ২২ থেকে ২৪ আগস্ট মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৫ ও ২৬ আগস্ট পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৩ ও ২৪ আগস্ট উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গের উপকূলে ৩৫-৫৫ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সমুদ্র উত্তাল থাকবে। তাই জেলেদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে।
ওড়িশা উপকূলে গোপালপুরের কাছে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ে অবস্থান করছে। ফলে বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের উঁচু জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন-ফের রাজ্যের নামি সরকারি মেডিকেল কলেজে ধর্ষণ, তোলপাড় ফেলা অভিযোগে উত্তাল বাংলা
কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের উপকূল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২৫ আগস্ট পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বিভিন্ন এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ যাচ্ছে না। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ২৩ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদায় ২৪ ও ২৫ আগস্ট পর্যন্ত সতর্কতা বলবৎ থাকবে। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২৬ ও ২৭ আগস্টের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী! সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বিরাট লড়াইয়ের ডাক মমতার
কলকাতা শহরে শনিবার পর্যন্ত মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে অস্বস্তিকর গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।