Maldah Crime News: দাপুটে তৃণমূল নেতাকে বেলাগাম হুমকি, দুরন্ত অ্যাকশনে পুলিশি হেফাজতে মূল অভিযুক্ত

Malda news: শনিবার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা যায় নি । তিনি ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছেন বলে একটি সূত্রে জানা গিয়েছে।

author-image
Madhumita Dey
New Update
malda Tmc leader threat case

জালে অভিযুক্ত

Malda Crime Threat News Update: ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শাহাদাত শেখ। আটক করা হয়েছে আরও চারজনকে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক ফেরি করতে বিহারের পূর্ণিয়া ও কাটিহারে যেত। বাড়ির সাথে সেভাবে যোগাযোগ ছিল না। 

Advertisment

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে,বিগত কয়েক বছর ধরে ধৃত শাহাদাত শেখের বেশ কিছু পরিবর্তন দেখা দিয়েছিল। তবে কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীকে যে এভাবে সে ফোনে হুমকি দিতে পারে সেটা কেউ ভাবতে পারে নি। বিহারের কোনো গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে পড়েছিল সাহাদাত শেখ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেয়ারম্যান কৃষ্ণেন্দুবাবুকে খুনের হুমকি দেওয়ার ঘটনার পর শুক্রবারই প্রথমে তিনজনকে কালিয়াচক থানার ডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয় । এরপর আরও একজনকে ওই এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং মোবাইল সূত্র ধরেই মূল কান্ডারী শাহাদাত শেখের নাম জানতে পারে পুলিশ। এদিন গভীর রাতে শাহাদাত শেখ কলকাতা থেকে মালদায় ফিরেছিল। তারপরই গোপনে অভিযান চালিয়েই ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

বিধানসভায় বন্ধ শুক্রবারের 'নামাজ বিরতি' ! সিদ্ধান্তে তুমুল হট্টোগোল, মুসলিম বিধায়কদের মধ্যে চরম অসন্তোষ

Advertisment

পুলিশ জানিয়েছে, কলকাতার কোনও একটি সিম থেকেই এই খুনের হুমকি দেওয়া ফোন টি করা হয়েছিল । শুক্রবার সকালে যখন ফোন করা হয়, তখন শাহাদাত শেখের অবস্থান ছিল কলকাতাতে। কি জন্য সে কলকাতা থেকেই মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকে খুনের হুমকি দিল সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। 

উল্লেখ্য গত বুধবার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীকে কুড়ি লক্ষ টাকার দাবি করে খুনের হুমকি দিয়ে প্রথমে একটি তার মোবাইলে মেসেজ পাঠানো হয়। এরপর শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ চেয়ারম্যানকে পরিবারসহ খুনের হুমকি এবং কুড়ি লক্ষ টাকার দাবি করা হয়। সেই মোবাইলের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। নানা জায়গা থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেই এই ঘটনার মূল্য অভিযুক্ত শাহাদাত শেখকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, শাহাদাত শেখ বিগত দিনে জমি জায়গার দালালি করতো। সেই ব্যবসায় প্রচুর লোকসান হয়। এরপর এলাকার কিছু মানুষের কাছে সুদে মোটা টাকা ধার নেই। সেই টাকা না দিতে পেরে এই বাড়ির লোকেদের সাথে অশান্তি করে গত এক বছর আগে এলাকা থেকে চলে যায় সে। মাঝেমধ্যে বিহারে ফেরি করতে যেত সে। আর এরপরই শর্টকাটে টাকা তোলার ফাঁদ পাততেই চেয়ারম্যানকে হুমকি দেওয়ার ঘটনাটি ঘটায়। তবে বিহারে যাতায়াতের সুবাদে সেখানকার দুষ্কৃতীদের সঙ্গেও যোগাযোগ তৈরি করে ধৃত শাহাদাত শেখ।

চালকের তৎপরতায় বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা, ফের রেলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন

এদিকে শনিবার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা যায় নি। তিনি ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছেন বলে একটি সূত্রে জানা গিয়েছে। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, একজনকে গ্রেফতারের পাশাপাশি আরও চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Malda