Maldah News: মন্ত্রীর হুঁশিয়ারি সপ্তাহখানেকের মধ্যেই এবার আক্রান্ত পুলিশ, তুমুল শোরগোল মালদায়

Maldah News: মন্ত্রীর হুঁশিয়ারি। সপ্তাহ না ঘুরতেই আক্রান্ত পুলিশ। রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা মোথাবাড়ি এলাকায় এবারে আক্রান্ত হতে হল পুলিশকে। তবে যদিও এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
MALDA POLICE

মন্ত্রীর হুঁশিয়ারি সপ্তাহখানেকের মধ্যেই এবার আক্রান্ত পুলিশ, তুমুল শোরগোল মালদায়

Maldah News: মন্ত্রীর হুঁশিয়ারি। সপ্তাহ না ঘুরতেই আক্রান্ত পুলিশ। রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা মোথাবাড়ি এলাকায় এবারে আক্রান্ত হতে হল পুলিশকে। তবে যদিও এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisment

পরিবহন ব্যবস্থায় সুনামি নিউটাউনে, এবার অ্যাপে বুক করলেই 'দুয়ারে অটো'

জানা গিয়েছে মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের গীতা মোড় এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় একজন সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতে শুরু করে। তখনই এক সিভিক তাকে লাইভ করতে নিষেধ করে। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার আই সি সহ বিশাল পুলিশ বাহিনী। 

ঘটনায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় মোথাবাড়ি থানার এক পুলিশ আধিকারিক রেজাউল করিম। পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এই ভিডিও করতে শুরু করে। পুলিশ যে গাড়িতে করে নাকা চেকিং করছিল সেই গাড়ির ইন্সুরেন্স সহ সমস্ত কিছু ফেল রয়েছে অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে বলে ভিডিওতে দাবি করে সেই ব্যক্তি । তাতেই কয়েকজন সিভিক পুলিশ বাধা দিলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। 

Advertisment

ট্রাম্পের মাস্টারস্ট্রোক, ভারত বিরোধী কার্যকলাপের জের,বিরাট 'অ্যাকশনে' মার্কিন প্রেসিডেন্ট

এদিকে এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ভূয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটেরিয়ামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী  সভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবিনা ইয়াসমিন তিনি বলেছিলেন পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। পুলিশ যদি কোন অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল সভাপতি নয় পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন। থানা ঘেরাও করবেন। অভিযোগ উঠতে শুরু করেছে মন্ত্রীর এই উস্কানিমূলক হুঁশিয়ারিতেই কি সাহস পাচ্ছে সাধারণ মানুষ।  হাতে তুলে নিচ্ছে আইন।

Malda