police did not get permission to hold suvendu adhikaris rally at sandeshkhali: সন্দেশখালিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশাসনের উপর যারপরনাই ক্ষুব্ধ গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩০ ডিসেম্বর সন্দেশখালিতে সভা করবেন জানানোর পরেই দীপাঞ্চলে পাল্টা সভার ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। আজ সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল। তবে প্রশাসনের অনুমতি না মেলায় আপাতত তা আর হচ্ছে না।
দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ৩০ ডিসেম্বর তিনি সন্দেশখালিতে সভা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণার পরপরই সন্দেশখালিতে পাল্টা সভার কথা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভাকে সফল করতে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে গত কয়েকদিন ধরে নানা কর্মসূচি নেওয়া হয়েছিল।
তবে একেবারে শেষ মুহূর্তে এসে বিজেপির সভার অনুমতি বাতিল করেছে বসিরহাট জেলা পুলিশ। সাংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুলিশের তরফে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে জনসংযোগের কর্মসূচির জন্য কোনও আবেদন পত্র জমা পড়েনি তাদের কাছে।
আরও পড়ুন- West Bengal News Live: তেলেঙ্গাবাগানে ২ বাসের রেষারেষি, আহত এক, ভাঙচুর স্থানীয়দের
সভায় কত লোকজন হতে পারে এছাড়াও সভার যাবতীয় প্ল্যানিং সম্পর্কে পুলিশকে জানানো হয়নি বলে দাবি প্রশাসনের। এই সব যুক্তি দেখিয়ে আজকের সভার অনুমতি বাতিল করেছে পুলিশ। তবে বিজেপি নেতৃত্বের দাবি আজকের জনসংযোগ কর্মসূচির কথা পুলিশকে আগে থেকে জানানো হয়েছিল। এক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যেই পুলিশ সভার অনুমতি বাতিল করেছে বলে সুর চড়িয়েছে পদ্ম শিবির।
আরও পড়ুন- Sikkim: নতুন বছরের শুরুতেই বিরাট দুঃসংবাদ! পর্যটকদের জন্য বন্ধ সিকিমের অত্যন্ত জনপ্রিয় এই কেন্দ্র