Nandigram Incident: গরু পাচারে বাধা, নন্দীগ্রামে পুলিশের গাড়িচালককে পিষে মারার অভিযোগ

Cow Smuggling-Nandigram News: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে শাসকদল তৃণমূলকে তুলোধনা করেছেন।

Cow Smuggling-Nandigram News: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে শাসকদল তৃণমূলকে তুলোধনা করেছেন।

author-image
Debanjana Maity
New Update
Police driver allegedly crushed to death in Nandigram,নন্দীগ্রামে গরু পাচারে বাধা দেওয়ায় পুলিশের গাড়িচালককে পিষে মারার অভিযোগ

Nandigram News: ছবির বাঁদিকে নিহত পুলিশের গাড়ির চালক সহদেব প্রধান।

Police driver allegedly crushed to death in Nandigram: প্রতিদিনের মতো বুধবার রাতেও নন্দীগ্রামের (Nandigram) রাস্তায় টহল দিচ্ছিল পুলিশের গাড়ি। তখনই দুষ্কৃতীদের গাড়ি আটকাতে গিয়ে ঘটে গেল বড় বিপদ! গাড়িতে গরু চুরি করে নিয়ে পালাচ্ছিল একদল দুষ্কৃতী। তাদের বাধা দেওয়ায় পাল্টা হামলা চলে। দুষ্কৃতী হামলায় দুই পুলিশকর্মী ও তাঁদের গাড়ির চালক গুরুতর জখম হন। পরে হাসপাতালে নিয়ে গলে মৃত ঘোষণা করা হয় পুলিশের গাড়ির চালককে। মৃত পুলিশের গাড়ির চালকের নাম সহদেব প্রধান। তাঁর বাড়ি নন্দীগ্রামের রেয়াপাড়ায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে পোস্ট করেছেন। 

Advertisment

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে নন্দীগ্রামের রেয়াপাড়া ফাঁড়ির পুলিশের টহলদারি গাড়ি নন্দীগ্রাম-চন্ডীপুর রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। সেই সময়ে রাত সাড়ে তিনটে নাগাদ একটি গাড়িতে করে ষাঁড় নিয়ে যাওয়া হচ্ছিলো। টহলরত পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটি তাঁরা আটকানোর চেষ্টা করেন। তখনই দুষ্কৃতীদের গাড়িটি পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়।

এই ঘটনায় পুলিশের গাড়ির চালক ও দুই পুলিশকর্মী গুরুতর আহত হন। ভোরের দিকে তাঁদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে গাড়িচালক সহদেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দুই পুলিশকর্মী গুরুতর আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুষ্কৃতীদের গাড়িটির খোঁজ শুরুর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- West Bengal News Live: SSC দুর্নীতি নিয়ে সরকারকে তুলোধোনা, আজ ফের কলকাতা কাঁপানো আন্দোলনে বামেরা

Advertisment

নন্দীগ্রামের এই ঘটনা নিয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, "নন্দীগ্রাম থেকে 'নন্দী মহারাজ' কে চুরি করে পালানোর সময় পুলিসের ড্রাইভার কে খুন করলো দুষ্কৃতীরা। মমতার শান্তির ছেলেরা নন্দীগ্রামের রেয়াপাড়ায় সিদ্ধনাথ শিবঠাকুর জিউ মন্দিরের সামনে থেকে 'নন্দী মহারাজ' কে চুরি করার বদ উদ্দেশ্যে জোরপূর্বক গাড়িতে তুলেতে যাওয়ার সময় সহদেব প্রধান, যিনি পুলিসের গাড়ি চালক, ওনার বাধার সম্মুখীন হয়। বাধা প্রাপ্ত হয়ে দুষ্কৃতীরা নৃশংসভাবে ভাবে খুন করে সহদেব প্রধান কে। সহদেব প্রধান আমার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বাসিন্দা। শুধু অপরাধ আটকানো নয়, চিরাচরিত সনাতনী ভাবাবেগ কে মান্যতা দিয়ে প্রতিরোধ করার জন্য, আজ প্রাণ ত্যাগ করতে হলো সহদেব প্রধানকে।"

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এই খবর আগে পড়ুন! না হলে দুর্ভোগে পড়তে হতে পারে

এদিকে, স্থানীয় BJP নেতৃত্বেরও অভিযোগ বেশ কিছুদিন ধরেই রাস্তার ষাঁড় ধরে নিয়ে যাচ্ছে একদল মানুষ। শাসকদল তৃণমূলের মদতে রাজ্যের পুলিশও তাদের পাশে দাঁড়াচ্ছে বলে অভিযোগ। সেই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নন্দীগ্রামেও অশান্তি চলছে বলে তাঁদের দাবি। পুলিশের ওই গাড়িচালককে কুপিয়ে খুনের অভিযোগ তুলেছে বিজেপি। পুলিশের গাড়িচালকের মৃত্যুর উপযুক্ত তদন্তেরও দাবি জানানো হয়েছে বিজেপির তরফে।

বৃহস্পতিবার রেয়াপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্ব। পুলিশের উপর হামলা ও মৃত্যুর ঘটনাটিকে দুঃখজনক বলেছেন এলাকার তৃণমূল নেতারা। তবে এই ঘটনায় তৃণমূলের মদতের যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন বলেই দাবি করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। 

আরও পড়ুন- Dilip Ghosh: 'বেছে বেছে হিন্দু এলাকায় আক্রমণ, উগ্রপন্থীদের রাস্তায় নামিয়েছেন মুখ্যমন্ত্রী', তুলোধনা দিলীপের

এদিকে, মৃত পুলিশের গাড়িচালক সহদেব প্রধানের আত্মীয় খোকন বেরা বলেন, "আমরা সকালে খবর পাই। শুনে বিশ্বাসই করতে পারিনি। পরে স্বাস্থকেন্দ্রে এসে দেখি সহদেবের মৃত্যু হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি তাঁর সৎকার করার জন্য যেন সুব্যবস্থা করা হয়। ওঁর পরিবারের পাশে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। ওঁর পরিবারে বৃদ্ধা মা ও এক ভাই আছেন। গোটা পরিবারের উপার্জনের একমাত্র পথ ছিলো সহদেব।"

Death Nandigram Case Cow Smuggling Suvendu Adhikari nandigram