Kolkata News: 'রাহুল গান্ধীর মুখে কালি দেওয়ায় খুনের ধারা?', প্রশ্ন দাপুটে BJP নেতার

vandalizing Congress office: ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

vandalizing Congress office: ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Haryana and J & K Election Result Live Updates

প্রতীকী ছবি।

বিহারের দ্বারভাঙায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের উদ্দেশ্যে কিছু কটু কথা বলেছিলেন কংগ্রেসের এক নেতা। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল বাংলাতেও। কলকাতায় কংগ্রেসের সদর দপ্তরে ঢুকে BJP নেতা রাকেশ সিং তার অনুগামীদের নিয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ। রাকেশ সিং-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। রাকেশের বাড়িতে গিয়েও তার খোঁজ মেলেনি। যদিও অজ্ঞাত কোনও জায়গা থেকে রাকেশের বার্তা, "ছোট্ট একটা অপরাধ ছিল।"

Advertisment

উল্লেখ্য, গত সোমবার কলকাতায় কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে ঢুকে BJP নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে ভাঙচুর চালায় কয়েকজন। এন্টালি থানা অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা-রুজু করেছে। তদন্ত নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতায় বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতেও হানা দেয় পুলিশ। তবে তার খোঁজ মেলেনি।

আরও পড়ুন- West Bengal News live updates:ছেলেকে জড়িয়ে কান্না কোর্ট-লকআপে, নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবনকৃষ্ণ সাহার ৬ দিনের জেল হেফাজত

Advertisment

এবার অজ্ঞাত কোনও জায়গা থেকে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হলেন রাকেশ সিং। সেই সঙ্গে তৃণমূল নেতৃত্বাধীন সরকারের প্রবল সমালোচনার সরব দাপুটে বিজেপি নেতা। তিনি বলেছেন, "আমার একটা ছোট অপরাধ ছিল। প্রধানমন্ত্রীর মাকে যেভাবে কংগ্রেসের লোকজন দ্বারভাঙায় যা করেছিল...তাই নিয়েই কলকাতায় ছোট আন্দোলন করেছিলাম। বাংলায় সেটাই আমরা মস্ত অপরাধ হয়ে গেল। মমতা, অভিষেক ব্যনার্জির পুলিশ...সেই পুলিশ আমার বাড়িতেও এসেছিল। এমনভাবে আমার বাডজ়িতে এসেছিল যেন আমি কোনও বড় সন্ত্রাসবাদী।"

আরও পড়ুন-Second Hooghly Bridge closure:দিনভর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কবে? বিকল্প কোন পথে যাবে গাড়ি?

তিনি আরও বলেন, "যদিও আমাকে গ্রেফতার করতে পারেনি। তবে আমার কয়েকজন সঙ্গীকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিবারের সদস্যরা চিন্তিত হবেন না। আমি আছি। আইনি লড়াই হবে। আমার বিরুদ্ধে খুনে চেষ্টার ধারা দেওয়া হল। রাহুল গান্ধীর মুখে কালি দেওয়ায় আমার বিরুদ্ধে খুনের ধারা দেওয়া হল। ধারা ৩০৭ দেওয়া হল।"

Bengali News Today CONGRESS bjp