/indian-express-bangla/media/media_files/2025/08/30/second-hooghly-2025-08-30-14-08-21.jpg)
Second Hooghly Bridge closure: বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।
Second Hooghly Bridge closure:আবারও বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। জানা গিয়েছে, মেরামতির কাজের জন্য আগামিকাল অর্থাৎ ৩১ আগস্ট রবিবার দিনভর বন্ধ থাকবে কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। প্রতিদিন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাজার-হাজার গাড়ি যাতায়াত করে। স্বাভাবিকভাবেই কাল দিনভর এই সেতু বন্ধ থাকার জেরে দুর্ভোগ বাড়বে।
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ৩১ আগস্ট ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হবে। এই সময়ের মধ্যে সেতুর মেরামতির কাজ চলবে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে বিকল্প পথে গাড়ি যাতায়াত করবে।
বিকল্প কোন কোন পথ দিয়ে গাড়ি যাতায়াত করবে?
কোলাঘাটের দিকে যাওয়া গাড়িগুলি কাজিপাড়া, জিটি রোড, আন্দুল রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরবে। ডানকুনির দিকে যেসব গাড়িগুলি যাবে সেগুলিকেও কাজিপাড়া থেকে বালি হয়ে যেতে হবে।
আরও পড়ুন-Durgangan:জগন্নাথ ধামের পর এবার রাজ্যে দুর্গাঙ্গন, প্রাথমিকভাবে চিহ্নিত জমি
সাঁতরাগাছি স্টেশনে পৌঁছানোর ক্ষেত্রেও বিকল্প পথ ধরেই যাতায়াত করতে হবে। নিবরার দিক থেকে আসা গাড়িগুলিকে জগাছা মহিয়াড়ি রোড ধরে এগিয়ে যেতে হবে।
অন্যদিকে জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি হেস্টিংস ক্রসিংয়ে এসে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে।
অন্যদিকে, জে এন্ড এন আইল্যান্ড থেকে খিদিরপুর রোড হয়ে যেসব গাড়িগুলি আসবে সেগুলিকে ১১ ফার্লং গেট থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে নিয়ে যাওয়া হবে।
খিদিরপুরের দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে আসা সব গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্রান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে।