/indian-express-bangla/media/media_files/2025/08/30/ssc-2025-08-30-12-48-57.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News live updates: আর কিছুক্ষণের মধ্যেই 'অযোগ্যদের' তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম নির্দেশ মেনে আজ শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ দাগিদের তালিকা প্রকাশ করবে কমিশন। এদিন দুপুর তিনটে নাগাদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এসএসসি দফতরে প্রবেশ করেন। আশা করা হচ্ছে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এরপরই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসএসি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে বলা হয়েছিল একজনও অযোগ্যও যেন পুনরায় এসএসসি পরীক্ষায় না বসতে পারেন। অবিলম্বে সেই নির্দেশ মেনে আজই অযোগ্যদের তালিকা প্রকাশ হতে চলেছে।
নাটকীয় মুহূর্ত ব্যাঙ্কশাল আদালতে। ৬ দিনের ED হেফাজত শেষে আজ ফের কোর্টে তোলা হয়েছিল মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। কোর্ট লকআপে ছেলেকে দেখেই তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন জীবনকৃষ্ণ। আদালত তাকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালতে তোলার আগে এদিন বিধান নগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তৃণমূল বিধায়কের। নবম-দশম নিয়োগে দুর্নীতির মামলায় গত সোমবার বাড়ি থেকে গ্রেফতার করা হয় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে।
এবার টালিগঞ্জের ম্যুর অ্যাভিনিউতে বৃদ্ধের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। টালিগঞ্জের একটি বহুতলের ছাদ থেকে পড়ে গিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। কীভাবে ওই বৃদ্ধ ছাদ থেকে পড়ে গেলেন তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশও। এটা আত্মহত্যার ঘটনা নাকি খুন নাকি নিছকই দুর্ঘটনা? সবদিক খতিয়ে দেখেই এগোচ্ছে তদন্তের কাজ। বহুতলের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেই সঙ্গে বহুতলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- Durgangan:জগন্নাথ ধামের পর এবার রাজ্যে দুর্গাঙ্গন, প্রাথমিকভাবে চিহ্নিত জমি
অন্যদিকে, আরজি করের নির্যাতিতার বাবা-মার বিরুদ্ধে মামলা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণালের করা সেই মামলায় গুরুত্বই দিতে চান না নির্যাতিতার বাবা-মা। এমনকী কুণাল ঘোষের করা মামলায় তাঁরা হাজিরাও না দিতে পারেন বলে জানিয়েছেন। যদিও এই ব্যাপারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই যাবতীয় সিদ্ধান্ত তাঁরা নেবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন- Kolkata weather news:উইকেন্ডে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, কাল রবিবার দিনভর বৃষ্টি?
সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে আরজি করের নির্যাতিতার বাবা বলেন, "নোটিশ একটা পেয়েছি, আমরা জাস্ট পাত্তা দিচ্ছি না। যে যা করার করুক।" এর আগে সংবাদমাধ্যমকে আরজি করার নির্যাতিতার বাবা অভিযোগ করে বলেছিলেন, "কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে টাকা দিয়ে সমস্ত কিছু সেটেলমেন্ট করিয়েছেন।" সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই পাল্টা মানহানির মামলা করেছেন তৃণমূল নেতা।
- Aug 30, 2025 15:33 IST
Kolkata News Live Updates:বিজেপি নেতার বাড়িতে পুলিশ
কলকাতায় কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভাঙচুরে অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং-সহ বাকিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ। আজ সকালে রাকেশ সিংয়ের খোঁজে তার বাড়িয়ে যায় পুলিশ। যদিও তার দেখা মেলেনি।
- Aug 30, 2025 15:14 IST
Kolkata News Live Updates:উৎসবের মরশুমে স্পেশাল ট্রেনের ছড়াছড়ি!
আসন্ন শারদোৎসব, দীপাবলি এবং ছট-এর সময় যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে পূর্ব রেলওয়ে কলকাতা ও নিউ জলপাইগুড়ি এবং কলকাতা ও লালকুঁয়ার মাঝে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এই বিশেষ ট্রেনগুলি দারুণ কার্যকর ভূমিকা নেবে বলে মনে করছেন রেলকর্তারা। এই পুজো উৎসবের বিশেষ ট্রেনগুলি অতিরিক্ত ৩৬,৫৬০টি বার্থের সুবিধা দেবে।
বিস্তারিত পড়ুন- Eastern Railway:উৎসবের মরশুমে স্পেশাল ট্রেনের ছড়াছড়ি! উত্তরবঙ্গ বেড়ানোয় দারুণ সুবিধা! জানুন বিশদে!
- Aug 30, 2025 13:54 IST
Kolkata News Live Updates:'দাগি'দের তালিকা আজই?
সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে SSC। নির্ধারিত দিনেই অর্থাৎ আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বরেই ওই পরীক্ষা নিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। একজন 'অযোগ্য'ও যাতে সেই পরীক্ষায় অংশ নিতে না পারে সেই ব্যাপারে রাজ্যকেই যথোপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেইসঙ্গে 'অযোগ্য'দের নামের তালিকাও SSC-কে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম চাপে সম্ভবত আজই 'দাগি'দের নামের তালিকা প্রকাশ করে দিতে পারে স্কুল সার্ভিস কমিশন। গতকাল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন প্রায়, ১৯০০-এর মতো 'দাগি' রয়েছেন।
- Aug 30, 2025 12:54 IST
Kolkata News Live Updates:মহুয়ার বিরুদ্ধে অভিযোগ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যে তোলপাড়। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তাঁর এই বক্তব্যের পর, কৃষ্ণনগর কোতোয়ালি থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে।
বিস্তারিত পড়ুন- Mahua Moitra:বিতর্কিত মন্তব্যে রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেললেন মহুয়া, সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
- Aug 30, 2025 12:53 IST
Kolkata News Live Updates:চাপে আমেরিকা!
রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের ঘোষণা। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বোমার মাঝেই আরও কাছে ভারত-রাশিয়া। ফের এক নতুন অধ্যায়ের সূচনা? এই নিয়েই চলছে জোর জল্পনা।দীর্ঘ চার বছর পর ডিসেম্বরে নয়াদিল্লি সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে শুক্রবার এই ঘোষণা করা হয়েছে।শেষবার তিনি ২০২১ সালের ৬ ডিসেম্বর ভারতে এসেছিলেন। এবার রুশ প্রেসিডেন্টের এই সফর ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।
বিস্তারিত পড়ুন- Vladimir Putin : প্রবল চাপে আমেরিকা! ট্রাম্পের শুল্ক আরোপের মাঝেই মোদীর পাশে পুতিন, বিরাট ঘোষণায় বিশ্বজুড়ে আলোড়ণ
- Aug 30, 2025 12:10 IST
Kolkata News Live Updates:দুর্গাঙ্গন তৈরির জমি চিহ্নিত
দিঘায় জগন্নাথ ধাম গড়ে সাড়া ফেলে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্ত তথা দেশের বিভিন্ন প্রান্ত এমনকী বিদেশ থেকেও পুন্যার্থীদের ঢল নামছে রাজ্যের সৈকতনগরীতে অবস্থিত জগন্নাথ দেবের মন্দিরে। জগন্নাথ মন্দিরের পাশাপাশি এবার দুর্গাঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দুর্গাঙ্গন তৈরির স্থান তখনও নির্বাচন করা যায়নি। এবার নাকি নিউটাউনে দুর্গাঙ্গন গড়তে প্রাথমিকভাবে জমি পছন্দ করে ফেলেছে HIDCO।
বিস্তারিত পড়ুন- Durgangan:জগন্নাথ ধামের পর এবার রাজ্যে দুর্গাঙ্গন, প্রাথমিকভাবে চিহ্নিত জমি
- Aug 30, 2025 10:49 IST
Kolkata News Live Updates:'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে অভূতপূর্ব সাড়া!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত আরও এক জনমুখী প্রকল্প শুরুর পর মাত্র ২৬ দিনের মধ্যেই বিপুল সাড়া মিলেছে। রাজ্যের কোনায় কোনায় 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরে মাত্র ২৬ দিনে এক কোটিরও বেশি সংখ্যক মানুষ ভিড় জমিয়েছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজেই।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee:'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে অভূতপূর্ব সাড়া! উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী এবার কী জানালেন?
- Aug 30, 2025 10:47 IST
Kolkata News Live Updates:হাজার-হাজার শূন্যপদে নিয়োগ
রাজ্যে অবশেষে শুরু হতে চলেছে সরকার পোষিত ও সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। রাজ্যের শিক্ষামহল জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে, কারণ অবশেষে সরকার পোষিত ও সরকার অনুদানপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।
বিস্তারিত পড়ুন- SSC Group C Group D Recruitment: বড় খবর! সরকারি স্কুলে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন কবে থেকে?
- Aug 30, 2025 10:47 IST
Kolkata News Live Updates: মুষলধারে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। নিম্নচাপ সরলেও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ উইকেন্ডেও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। শুধু বৃষ্টিই নয়, এরই পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ শনিবারের পর কাল রবিবারেও ঝেঁপে বৃষ্টি জেলায় জেলায়? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।
বিস্তারিত পড়ুন- Kolkata weather news:উইকেন্ডে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, কাল রবিবার দিনভর বৃষ্টি?