Bratya Basu: হাইকোর্টের নির্দেশেই দুরন্ত তৎপরতা, ব্রাত্য বসুদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধরের মামলা

Jadavpur Row: গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। যা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর ক্যাম্পাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Police files molestation assault case against Bratya Basu Omprakash Mishra and others on Jadavpur Row: যাদবপুর কাণ্ডে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধরের মামলা রুজু

Jadavpur Row: যাদবপুর-কাণ্ডে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধরের মামলা রুজু।

Police files molestation assault case against Bratya Basu Omprakash Mishra and others on Jadavpur Row: এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর গাড়িচালক, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র-সহ কয়েকজনের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলার রুজু পুলিশের। কলকাতা হাইকোর্ট এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগ হিসেবে দায়ের করতে নির্দেশ দিয়েছিল পুলিশকে। সেই মতো পদক্ষেপ করে পুলিশও। তারপরেই শিক্ষামন্ত্রী, যাদবপুরের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র-সহ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়।

Advertisment

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবার ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই পড়ুয়াদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। তাঁকে ঘিরে ধরে বেনজির বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নজিরবিহীন সেই বিক্ষোভ সামলে সটান গাড়ি নিয়ে বেরিয়ে যান শিক্ষামন্ত্রী। তবে তাঁর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ রায় নামে এক ছাত্র গুরুতর জখম হন।

আহত ছাত্র ইন্দ্রানুজের অভিযোগ ছিল, পুলিশ তাঁর কোনও অভিযোগ শুনতেই চায়নি। তাঁর দাবি ছিল তিনি ইমেইল মারফত একটি অভিযোগ যাদবপুর থানায় করেছিলেন। তবে পুলিশ সে ব্যাপারে কোনও মামলা রুজু করেনি বলে দাবি করেছিলেন ইন্দ্রানুজ। বিষয়টি কলকাতা হাইকোর্টের গোচরে আসতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, পুলিশকে ইন্দ্রানুজ রায়ের অভিযোগ এফআইআর হিসেবে নিতে হবে।

আরও পড়ুন- West Bengal News Live:বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছারখার গাছপালা, বহু জীবজন্তুর ঝলসে মৃত্যুর আশঙ্কা

Advertisment

মহামান্য উচ্চ আদালতের সেই নির্দেশ পাওয়ার পরেই তড়িঘড়ি পদক্ষেপ করে যাদবপুর থানা। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগ এফআইআর-এর ভিত্তিতে নেওয়া হয়। তারপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর গাড়িচালক, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র-সহ আরও একজনের বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি ধারায় FIR রুজু করে পুলিশ। খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

আরও পড়ুন- CV Ananda Bose-Mamata Banerjee:'রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব মিটুক চায়ে পে চর্চা'য়, পরামর্শ কলকাতা হাইকোর্টের

Calcutta High Court bratya basu Jadavpur University FIR Bengali News Today Jadavpur news in west bengal news of west bengal