CV Ananda Bose-Mamata Banerjee:'রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব মিটুক চায়ে পে চর্চা'য়, পরামর্শ কলকাতা হাইকোর্টের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর দ্বন্দ্ব মিটুক 'চায়ে পে চর্চা'য়, অন্তত এমনটাই চায় কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের দুই প্রধানের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের পরামর্শ, "আদালতে না লড়াই করে দু'পক্ষ চায়ে পে চর্চায় বিষয়টি মিটিয়ে নিক।" আদালতের এমন প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর আইনজীবীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ জটিলতার জেরেই এই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, "রাজ্য প্রশাসনের দুই প্রধান রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী আদালতে লড়াই করছেন, এমনটা কারও জন্যই সুখকর নয়।"
এরপরই বিচারপতির মৌখিক পরামর্শ, "আদালতে লড়াই না করে দু'পক্ষ চায়ে পে চর্চায় বিষয়টি মিটিয়ে নিক।" বিচারপতির এই পরামর্শের পরেই মুখ্যমন্ত্রীর আইনজীবীরা তাতে সম্মতি জানিয়েছেন। সেই সঙ্গে বিচারপতি এদিন আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে মৌখিক পরামর্শ দেওয়া হলেও প্রয়োজনে পরবর্তী সময়ে এব্যাপারে নির্দেশ দেওয়া হতে পারে।
আরও পড়ুন- West Bengal News Live:যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজের অভিযোগ FIR হিসেবে নিল পুলিশ, বিশ্ববিদ্যালয়ে ধরনায় পড়ুয়ারা
কলকাতা হাইকোর্ট রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে নিতে দু'সপ্তাহ সময় দিয়েছে। আগামী ৯ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, কলকাতার বরাহনগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে উপ নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার।
আরও পড়ুন- Barasat News: ফাঁকা বাড়ির সুযোগে নাতনিকে 'যৌন নির্যাতন' দাদুর, বাবার কঠোর শাস্তি চান ছেলেও
জেতার পর তাঁদের শপথ গ্রহণ নিয়ে চূড়ান্ত জটিলতা তৈরি হয়। এ ব্যাপারে রাজ্যপালকে দায়ী করেছিল সরকার। রাজ্যপালও পাল্টা নবান্নের বিরুদ্ধেই তোপ দেখেছিলেন। পরবর্তী সময়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার-সহ মোট চার জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।
আরও পড়ুন- Kolkata Triple Murder: মেয়ের বিছানার সামনে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেলেন প্রসূন, ট্যাংরার নৃশংস-কাণ্ডের পুনর্নির্মাণ