/indian-express-bangla/media/media_files/2025/09/09/police-2025-09-09-17-33-43.jpg)
illegal arms factory: দুষ্কৃকীদের গ্রেফতার করার পর সাংবাদিক বৈঠকে পুলিশকর্তারা।
দক্ষিণ ২৪ পরগনায় ফের অস্ত্র কারখানার হদিশ। জয়নগর মজিলপুরে গোপনে অস্ত্র কারখানার হদিশ পায় পুলিশ। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, জয়নগর মজিলপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসানপুর এলাকায় একটি নির্মীয়মাণ বাড়িতে মিলেছে বেআইনি ওই অস্ত্র কারখানার হদিশ। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে তথ্য পেয়ে এসডিপিও অভিষেক রঞ্জনের নেতৃত্বে রাতেই প্রায় ১৫ জনের একটি দল ওই এলাকায় হানা দেয়। সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির ভেতরে বসেই তৈরি করা হচ্ছে আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়েলডিং মেশিন, প্রায় ২ কেজি গানপাউডার, এক নলা বন্দুক সহ একাধিক যন্ত্রাংশ।
পুলিশ জানিয়েছে, তিন মাস আগে ওই নির্মীয়মাণ বাড়িটি ভাড়া নেওয়া হয় বসবাসের নাম করে। কিন্তু গোপনে সেখানে চলছিল অস্ত্র কারবার। এই ঘটনায় গ্রেফতার হয়েছে দুই ব্যক্তি।
ধৃতদের মধ্যে একজন ফিরোজ গাজী, যিনি পুরনো একটি খুনের মামলার আসামী বলেও জানা গেছে। অপর অভিযুক্তের নাম ভবেন পাল। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতমূলক কাজে ব্যবহার করার জন্যই তৈরি হচ্ছিল এইসব অস্ত্র। তবে এর পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-Nepal Protests: হিংসার সুনামি নেপালে! অশান্তির আঁচ ভারতেও, ফিরছেন পর্যটকরা, সীমান্তে কড়া নজরদারি
এসডিপিও অভিষেক রঞ্জন বলেন, “যে সরঞ্জাম উদ্ধার হয়েছে, তা থেকে স্পষ্ট—এখানে দীর্ঘদিন ধরেই অস্ত্র তৈরির কাজ চলছিল। কারা এর সঙ্গে জড়িত এবং কোন উদ্দেশ্যে এই অস্ত্র তৈরি হচ্ছিল, তা বিস্তারিতভাবে তদন্ত করা হবে।”
এদিকে, এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। বসবাসের জন্য নেওয়া একটি ভাড়া বাড়ি কীভাবে রাতারাতি অবৈধ অস্ত্র কারখানায় পরিণত হল? তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়ছেন সকলে।