Bengal-Jharkhand Border Close: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমানায় ডুবডি চেকপোস্ট সিল করে দিয়েছে পুলিশ। যার জেরে ঝাড়খণ্ড সীমানায় সারি দিয়ে আটকে গিয়েছে কলকাতামুখী কয়েকশো লরি ও ট্রাক। সেই সব গাড়ি গুলিতে ঠাসা রয়েছে ফল, সবজি, ওষুধ ও নানা সামগ্রী। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার জেরে সেই সব সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কায় ভুগছেন গাড়িচতালকরা।
পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের সংযোগ রক্ষাকারী ১৯ নম্বর জাতীয় সড়কে ডুবডি চেকপোস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ ওই চেকপোস্ট দিয়ে ঝাড়খণ্ডের দিক থেকে কোনও গাড়ি আর পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না। বৃহস্পতিবার সন্ধের পর থেকেই হঠাৎ এই ডেকপোস্ট সিলের কারণে যারপরনাই সমস্যায় পড়েছেন ট্রাকচালকরা।
শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলি। চালকদের অভিযোগ কেউ কাঁচা ফল নিয়ে এসেছেন, কেউবা ছাগল ভর্তি গাড়ি নিয়ে ঢুকছেন। কেউবা আবার ওষুধ নিয়ে কলকাতার দিকে আসছেন। হঠাৎ করে চেকপোস্ট বন্ধ করে দেওয়ায় পশ্চিমবঙ্গে ঢুকতে না পারায় সমস্যায় পড়েছেন তাঁরা।
আরও পড়ুন- TMC Councillor Arrested: CID-র জালে তৃণমূলের 'কিডন্যাপার' কাউন্সিলর, অপহরণের 'টেকনিক' দুঁদে অপরাধীদেরও ঘোল খাওয়াবে!
আরও পড়ুন- Bengal Weather: ফের ঘনাচ্ছে নিম্নচাপ, পুজোর মুখেই আবারও ঝেঁপে বৃষ্টি! আবহাওয়ায় ম্যাজিক বদল কবে?
আরও পড়ুন- Junior Doctors Protest: শুক্রে উঠছে ধরনা, শনিবার থেকে জরুরি পরিষেবায় ফিরবেন জুনিয়র ডাক্তাররা
এক ট্রাকচালক বলেন, "পঞ্জাব থেকে নাসপাতি নিয়ে কলকাতায় যাচ্ছিলাম। হঠাৎ গাড়ি আটকে দিল। ২০ কিলোমিটার লম্বা লাইন লেগে গেছে গাড়ির। এরা বলছে, ড্যাম থেকে জল ছেড়ে দিয়েছে বলে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে।" সিমলা থেকে আপেল নিয়ে কলকাতায় যাচ্ছেন আরও এক ট্রাকচালক। তাঁর কথায়, "সারি দিয়ে গাড়ি আটকে আছে। কেউ ওষুধ, কেউ ফল, কেউ আনাজ নিয়ে যাচ্ছেন। সবাই দাঁড়িয়ে আছি। আমাদের জিনিসের ক্ষতি হলে সরকার তার ক্ষতিপূরণ দেবে?"