West Bengal News Highlights: 'ক্ষমতা হারানোর ভয় যাদের, উত্তেজনা তাদেরই, রামনবমীতে উত্তেজনার নামে বিভেদের চেষ্টা', বললেন দিলীপ

West Bengal News Update 5 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Update 5 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Dilip ghosh, clashes at mothabari, PM Modi, RSS, Ram nabami,

'ক্ষমতা হারানোর ভয় যাদের, উত্তেজনা তাদেরই, রামনবমীতে উত্তেজনার নামে বিভেদের চেষ্টা',

Latest West Bengal News Highlights: রাম নবমীর আগে পশ্চিম মেদিনীপুরের বেলদায় মিছিলে হাঁটলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি এদিনের মিছিল থেকে বলেন, "উত্তেজনা কোথাও নেই, আনন্দে সবাই মিছিলে পা মিলিয়েছেন। যাদের ক্ষমতা হারানোর ভয় আছে তাদের মধ্যে উত্তেজনা রয়েছে"। মমতা সরকারকে নিশানা করে বর্ষীয়াণ বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "রামনবমীতে উত্তেজনার নামে বিভেদ তৈরির চেষ্টা চলছে বাংলায়। পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত করা হচ্ছে। চিন্ময় প্রভু ওখানে এখানে হিরন্ময় প্রভু আক্রান্ত হচ্ছেন। আগামীকাল হাজার হাজার শোভাযাত্রা বেরোবে। পুলিশের আশঙ্কা রয়েছে,তারা হিন্দুদের ভয় দেখানো চেষ্টা করছেন। হিন্দুদের উৎসবে পুলিশ সুরক্ষা দিতে না। রামের ইচ্ছায় ভারতে পরিবর্তন আসছে মানুষের উচিত তাকে স্বাগত জানানো"।

Advertisment

সল্টলেকের সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। জানা গিয়েছে, এদিন সকালে সেক্টর ফাইভের ওয়েবেল মোড় চত্বরে এক মহিলা রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময়েই একটি বাস বারাসাতের দিকে দ্রুত বেগে যাচ্ছিল। ওই বাসটিই সজোরে ধাক্কা মারে মহিলাকে। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি ওই মহিলাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই মহিলাকে। এদিকে, এই ঘটনার জেরে এদিন সকালে সেক্টর ফাইভের ওয়েবেল মোড় চত্বরে খানিকক্ষণ যানজট তৈরি হয়েছিল। 

আগামীকাল অর্থাৎ রবিবার 'রামনবমী' (Ram Navami)। কাল শুধুমাত্র শহর কলকাতাতেই সাড়ে তিন থেকে চার হাজার পুলিশকর্মীকে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে। কাল রাজ্যের বিভিন্ন প্রান্তে বেরোবে রামনবমীর মিছিল। গোটা রাজ্যে ২৯ জন আইপিএস পদমর্যাদার অফিসারকে বিশেষ দায়িত্বে রাখা হচ্ছে। টহলদারি, পুলিশ পিকেটিং, সিসিটিভি, ড্রোনের সাহায্যে বিভিন্ন সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। শহর কলকাতার বিভিন্ন দিকে পুলিশের বিশেষ দল নিরাপত্তার দায়িত্ব সামলাবে। সেই সঙ্গে জেলায়-জেলায় রামনবমীর দিন চূড়ান্ত নজরদারির বন্দোবস্ত থাকছে। কাল BJP ছাড়াও হিন্দুত্ববাদী সংগঠনগুলি রামনবমীর মিছিল করবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কাল রামনবমীর মিছিলের আয়োজন করেছে শাসকদল তৃণমূলও। কলকাতায় রামনবমীর মিছিল ঘিরে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর পুলিশ। শনিবারই লালবাজারে গুরুত্বপূর্ণ বৈঠকে পুলিশের শীর্ষর্কতারা।

আবারও দেশের তাবড় রাজ্যকে টেক্কা দিয়ে বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্রীয় সরকারের সমীক্ষা অনুযায়ী বাংলার দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম রয়েছে। পুরুলিয়ার সাঁওতালডিহি এবং বীরভূমের বক্রেশ্বর যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান পেয়েছে। এছাড়াও বিদ্যুতের উৎপাদন ক্ষমতার বিচার সাগরদিঘি এবং ব্যান্ডেল গোটা দেশের মধ্যে চতুর্থ এবং নবম স্থান অর্জন করেছে। গোটা দেশের মোট ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রথম দশেই বাংলার চারটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম রয়েছে। গর্বের এই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

  • Apr 05, 2025 17:08 IST

    West Bengal News Live: "আমরা এই রায়ে ন্যায় বিচার দেখছি না", বিস্ফোরক কুণাল

    সুপ্রিম নির্দেশে চাকরি হারা ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার। আজ চাকরি প্রার্থীদের একাংশ দেখা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে। এরপর এক সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ  বলেন, " আমরা এই রায়ে ন্যায় বিচার দেখছি না। এই রায় সমর্থন করা যাচ্ছে না, কীসের এত তাড়া ছিল সুপ্রিম কোর্টের? এটা কোন ধরণের বিচার? মমতা সরকার চায় জাস্টিস ফর অল, সিপিএম, বিজেপি কুৎসা প্রচার করে চলেছে"। 



  • Apr 05, 2025 16:19 IST

    West Bengal News Live:চাকরিহারাদের পাশে অভিজিৎ গাঙ্গুলি

    সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল হয়েছে কত বৃহস্পতিবার। শহর থেকে শুরু করে জেলা, চাকরি হারানোর যন্ত্রণা কুড়ে-কুড়ে খাচ্ছে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের। অন্যের দুর্নীতির চরম মাশুল গুণতে হল তাঁদের, বারবার এ কথা বলেই যেন কপাল চাপড়াচ্ছেন 'যোগ্য' চাকরিপ্রাপকরা। এবার 'যোগ্য' অথচ চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন প্রাক্তন বিচারপতি তথা BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। যোগ্যদের মুখে হাসি ফোটাতে কী করণীয় সেব্যাপারে রাজ্য সরকারকে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি পরামর্শও দিয়েছেন।

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case Verdict: কী করলে চাকরিহারাদের মুখে হাসি ফুটবে? 'উপায়' বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি



  • Advertisment
  • Apr 05, 2025 15:19 IST

    West Bengal News Live:চাকরির সুযোগ

    সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রাথমিক শিক্ষক পদে প্রায় ২,২৩২ জনের চাকরির সুযোগ তৈরি হল। ২০২২ সালের এই চাকরির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরুর সময়ে যে চাকরিপ্রার্থীদের ডিএলএড কোর্স সম্পূর্ণ হয়নি তাঁরাও এই চাকরির জন্য সুযোগ পাবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। ২০২২ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে তার আগে ডিএলএড পাশ করা চাকরি-প্রার্থীরা সুযোগ পাবেন নাকি যারা পরের ডিএলএড কোর্স শেষ করেছিলেন তাঁদের সুযোগ মিলবে, এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়াতেই মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে।



  • Apr 05, 2025 13:13 IST

    West Bengal News Live:অর্জুন সিংকে ফের নোটিশ

    জগদ্দলের ভাটপাড়ায় বোমা-গুলি কাণ্ডে (Bhatpara Shootout) এর আগেই BJP নেতা অর্জুন সিং (Arjun Singh)-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। গ্রেফতারি এড়াতে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ। এরই মধ্যে আবারও অর্জুন সিংকে নোটিশ পাঠাল জগদ্দল থানার পুলিশ। জানা গিয়েছে, অর্জুন সিং-কে নথি-সহ তাঁর লাইসেন্স প্রাপ্ত রিভলবারটি জগদ্দল থানায় গিয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দুপুরের মধ্যেই অর্জুনকে উপযুক্ত নথি-সহ তাঁর লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি থানায় জমা করার নোটিশ পাঠানো হয়েছে।

    বিস্তারিত পড়ুন-Arjun Singh: আবারও চরম অস্বস্তিতে অর্জুন সিং, নোটিশ পাঠিয়ে এবার কী জানাল পুলিশ?



  • Apr 05, 2025 12:43 IST

    West Bengal News Live:জেলিংহামে নয়া প্রকল্প

    পূর্ব মেদিনীপুরের জেলিংহাম, নন্দীগ্রামে ২০০০ কোটি টাকা বিনিয়োগে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর সম্প্রসারণে ৫৬৫৮৪৮ স্কোয়্যার কিলোমিটার জমির উপর জাহাজ নির্মাণ ও মেরামত কেন্দ্র নির্মাণ হবে। প্রথম পর্যায়ে ছোট সামগ্রী মেরামত নির্মাণ ও তৈরিতে কাজ হবে। দ্বিতীয় পর্যায়ে জাহাজের কোনও বৃহৎ সরঞ্জামের নির্মাণ কাজ শুরু হবে। প্রকল্পটি পুরোপুরি তৈরি হয়ে গেলে এখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।



  • Apr 05, 2025 12:39 IST

    West Bengal News Live:মহিলার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

    ক্যানিংয়ে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে।শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ দেহটি উদ্ধার হয়েছে ক্যানিং থানার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গাসখালি গ্রামে। রাতের অন্ধকারে খালে মৃতদেহ ফেলে পালিয়েছিল কেউ বা কারা। শনিবার সকালে এলাকায় পচা গন্ধ পেয়ে বস্তা খোলেন গ্রামবাসীরা। মহিলার মৃতদেহ দেখেই তাঁরা ক্যানিং থানার পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। মহিলার বয়স আনুমানিক ২৪ বছর বলে দাবি পুলিশের। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।



  • Apr 05, 2025 12:24 IST

    West Bengal News Live:চাকরি হারিয়েও স্কুলে আসছেন 'মাস্টারমশাই'

    এই মুহূর্তে স্কুলে পরীক্ষা চলছে। তাই চাকরি হারিয়েও স্কুলে আসছেন অভিজিৎ পালুই। হুগলির খানাকুলের গুজরাট জুনিয়র হাইস্কুলের একমাত্র স্থায়ী শিক্ষক তিনিই। ফলে তাঁর চাকরি চলে যাওয়ায় দিশেহারা স্কুল কর্তৃপক্ষ, ঘোর চিন্তায় শিক্ষার্থীরাও। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও ছিল তাঁরই কাঁধে। এখন স্কুল চালাবেন কে?

    বিস্তারিত পড়ুন-  SSC Recruitment Case Verdict: স্কুলে পরীক্ষা চলছে, চাকরি হারিয়ে একরাশ কান্না বুকে চেপেই স্কুলে আসছেন 'মাস্টারমশাই'



  • Apr 05, 2025 12:23 IST

    West Bengal News Live:পথে তৃণমূল

    ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবারের পর শনিবারেও জেলায় জেলায় কর্মসূচি পালন করবে শাসক দল তৃণমূল কংগ্রেস। গত ১ এপ্রিল থেকে দেশজুড়ে ৭৪৮ টি ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার দাবিতে সুর চড়িয়েছে তৃণমূল। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের পর আজ শনিবারেও বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং ওয়ার্ডে তৃণমূল প্রতিবাদ মিছিল ও সভা করবে।



  • Apr 05, 2025 11:25 IST

    West Bengal News Live:হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি

    হাওড়ায় রামনবমীর মিছিলে অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রামনবমীর মিছিলে ধাতব কোনও অস্ত্র নিয়ে বেরোনো যাবে না, তবে পিভিসি দিয়ে তৈরি ধর্মীয় প্রতীক সঙ্গে রাখা যাবে। বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এবং অঞ্জনি পুত্র সেনা সর্বাধিক ৫০০ লোক নিয়ে মিছিল করতে পারবে। গতকাল কলকাতা হাইকোর্ট দুটি ধর্মীয় সংগঠনকে হাওড়ায় রামনবমীর মিছিল করার অনুমতি দিয়েছে। একটি হল বিশ্ব হিন্দু পরিষদ এবং অপরটি হল অঞ্জনি পুত্র সেনা।

    বিস্তারিত পড়ুন- Ramnavami: 'দুর্গাপুজোয় গোলমাল হলে কি পুজো বন্ধ হবে?', শর্ত বেঁধে হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি হাইকোর্টের



  • Apr 05, 2025 10:49 IST

    West Bengal News Live:অকল্পনীয় সাফল্য BSNL-এর!

    শুরুটা হয়েছিল বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক ধাক্কায় তাদের বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বেশ খানিকটা বাড়িয়ে দেওয়ায়। ধীরে ধীরে একেবারে সাধারণ মানুষজন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর প্রতি নতুন করে আগ্রহ দেখাচ্ছিলেন। গত এক বছরে পশ্চিমবঙ্গের শহর থেকে শুরু করে মফস্বল এমনকী জেলাগুলিতেও বহুগুণে বেড়েছে বিএসএনএলের গ্রাহক।

    বিস্তারিত পড়ুন- BSNL: অভাবনীয় সাফল্য BSNL-এর! কলকাতায় নয়া রেকর্ড, নজরকাড়া প্ল্যানে লাফিয়ে বাড়ছে গ্রাহক



  • Apr 05, 2025 10:14 IST

    West Bengal News Live:অমৃত ভারত স্টেশন প্রকল্প

    জানা গিয়েছে, অমৃত ভারত স্টেশন প্রকল্পে পশ্চিমবঙ্গের ১০১ স্টেশনের উন্নয়ন হবে। ৯৪ স্টেশনে ইতিমধ্যে নবীনিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। হাওড়া জংশন-এ মাস্টার প্ল্যানিং হচ্ছে।এছাড়াও আসানসোল, নিউ জলপাইগুড়িতে নতুন প্লাটফর্ম নির্মাণ, শীততাপ-নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং নতুন স্টেশন বিল্ডিংয়ের কাজও শেষ। পালা করে নতুন স্টেশন বিল্ডিং, বিশ্রামগৃহ, শৌচাগার এবং পার্কিং করার জায়গা নির্মাণ হয়ে গিয়েছে। মালদা শহরে নতুন কমান্ড বিল্ডিং এবং আধুনিক বিশ্রামগৃহ ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে।।



  • Apr 05, 2025 10:06 IST

    West Bengal News Live:চাকরিহারাদের দলে তৃণমূল কাউন্সিলর

    সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এরাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। জেলায়-জেলায় কোথাও ৫০০ কোথাও ৭০০ কোথাওবা হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন। বিপুল সংখ্যক এই শিক্ষকের চাকরি চলে যাওয়ায় স্বভাবতই অতান্তরে পড়ে গিয়েছে একাধিক স্কুল কর্তৃপক্ষ। স্কুল পরিচালনা নিয়েই ঘোরতর আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের হাজার-হাজার চাকরিহারাদের তালিকায় নাম রয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষেরও। এভাবে চাকরি চলে যাওয়ায় স্বভাবতই হতাশ তিনি। তবে তিনি তাঁর পুরনো চাকরিতেই ফিরে যাচ্ছেন।

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case Verdict:সুপ্রিম নির্দেশে চাকরিহারাদের দলে তৃণমূল কাউন্সিলর কুহেলি, পরবর্তী ভাবনাও স্পষ্ট করলেন



  • Apr 05, 2025 08:53 IST

    West Bengal News Live: ঝড়-জলের পূর্বাভাস জেলায় জেলায়

    এবার টানা কয়েক দিন ধরে ঝড়-জলের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? 

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:টানা কয়েকদিন ঝড়-জলের পূর্বাভাস জেলায় জেলায়, আবহাওয়ায় জমাটি বদল কবে থেকে?



tmc bjp CM Mamata banerjee Ramnavami SSC SSC recruitment SSC Recruitment Case Verdict WB SSC Scam NEWS Bengali News Today news in west bengal news of west bengal