Advertisment

Hilsa: টন টন মাছ উঠেছে গত কয়েকদিনেই! দারুণ সস্তায় সাধের ইলিশ আর দিন কয়েকেই?

Ilish-Hilsa: এই বছর বর্ষার মরশুমের শুরু থেকে ইলিশ মাছের দাম কখনই সাধারণ মধ্যবিত্তের নাগালে আসেনি। রান্না পুজোর সময়েও ইলিশের দাম বেশ চড়া ছিল। তবে কি পুজোর আগে ইলিশ মাছের দাম কমতে পারে?

author-image
IE Bangla Web Desk
New Update
If the weather is like this, a large quantity of hilsa will be catch and the price may decrease, ইলিশ, ইলিশ মাছের দাম

ইলিশ মাছ।

Ilish: এবছর ইলিশের দাম কমার আর কোনও সম্ভাবনা রয়েছে? রান্না পুজোর আগে থেকেই টন টন ইলিশ উঠতে শুরু করেছিল। গত কয়েকদিন ধরেই বিপুল পরিমাণে ইলিশ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার নদী ঘাট গুলি থেকে। আবহাওয়া খারাপ থাকায় মৎস্যজীবীরা গভীর সমুদ্র থেকে ঘাটে ফিরে এসেছিলেন। তবে তার আগেই বিপুল পরিমাণে ইলিশ উঠেছিল। ফের একবার পরিস্থিতি অনুকূলে থাকলে আরও ইলিশ ওঠার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। 

Advertisment

প্রতি বছর এই সময়টায় বাজারে ইলিশ মাছের জোগান ভালোই থাকে। গত কয়েক দিনে ঝিরঝিরে বৃষ্টির জেরে ইলিশ ওঠার একেবারে অনুকূল আবহাওয়া তৈরি হয়েছিল। সেই কারণেই দক্ষিণ ২৪ পরগনার উপকূলের ঘাটগুলিতে গত কয়েকদিনে টন টন ইলিশ মাছ উঠেছে। রাজ্যে ইলিশের একটা বড় অংশের জোগান আসে এই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার নদী ঘাটগুলি থেকে।

কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, সাগরের ঘাটে-ঘাটে ইলিশ নিয়ে ট্রলার ফিরেছে। গত কয়েকদিন আবহাওয়া খারাপ থাকায় সমুদ্রে নিষেধ করা হয়েছিল মৎস্যজীবীদের। তার আগেই বিপুল পরিমাণ ইলিশ ওঠে। আজ মঙ্গলবার থেকে আবহাওয়া ফের ভালো হতে শুরু করেছে। 

আরও পড়ুন- Kolkata Police commissioner: কলকাতা পুলিশের নতুন কমিশনার মনোজ ভার্মা, বিনীত গোয়েলকে কোথায় পাঠালেন মমতা?

আরও পড়ুন- Flood Situation: টানা দুর্যোগ, জল ছাড়ছে DVC, বঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

মৎস্যজীবীরা জানিয়েছেন, ফের গভীর সমুদ্রে যাওয়ার সুযোগ হলে ইলিশ উঠবে ভালোই। তবে এবছর আগাগোড়া ইলিশের দাম বেশ চড়া। মৎস্যজীবীরা জানাচ্ছেন, জোগান যদি বাড়ে তাহলেই ইলিশের দাম কমতে পারে। তবে দামটা এ বছর এমন জায়গায় রয়েছে তা কমলেও সেটা সাধারণ মানুষের নাগালে আসাটা বেশ কঠিন বলেই মনে করছেন মৎস্যজীবীরা। সুতরাং সস্তায় ইলিশ খাওয়ার বাসনা যাঁদের রয়েছে অন্তত এ বছর তাঁরা হতাশ হতে পারেন।

আরও পড়ুন- India-Bangladesh: হঠাৎ কী এমন হল? বাংলাদেশকে কয়েকশো একর জমি দিয়ে দিচ্ছে ভারত

West Bengal Durga Puja 2019 Hilsa ilish
Advertisment