West Bengal News Highlights: শুভেন্দুর আবেদনকে মান্যতা, অশান্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

West Bengal News Update 12 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Update 12 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Abhishek Banerjee On Protest Aganist Waqf (Amendment) Act:

শুভেন্দুর আবেদনকে মান্যতা, অশান্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

Latest West Bengal News Update: অশান্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনা নামানোর দাবি জানান তিনি। শুভেন্দুর সেই আবেদনে মান্যতা দিল দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি আদালত এদিন বলেন, মুর্শিদাবাদে শান্তি-সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন প্রথম অগ্রাধিকার। 

Advertisment

 'বিএসএফকে ডাকা হলেও কাজ করতে দেয়নি জেলাশাসক' এমনই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবীর তরফে। এরপরই কোন কোন জেলা স্পর্শকাতর জানতে চান বিচারপতি। রাজ্যের তরফে এদিনের সওয়াল-জবাবে জানানো হয়েছে গোটা ঘটনায় ১৩৮ জন গ্রেফতার, এডিজি পদমর্যাদার আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকারের কাছে অবস্থান জানতে চান হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। 'গ্রন্থাগার মন্ত্রী বলেছেন অশান্তি ছড়িয়ে দেবে হবে', বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। এপ্রসঙ্গে গতকাল আমতলা থানার উল্লেখ। সরকারের তরফে যে বক্তব্য পেশ করা হচ্ছে তা ঠিক নয়, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর আইনজীবীর। সওয়াল জবাব শেষে বিরোধী দলনেতার আবেদনকে মান্যতা দিয়ে অশান্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। শান্তি ফেরাতে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানানো হয়েছে আদালতের তরফে।  

ওয়াকফ-প্রত্যাহারে অশান্তির স্রোত, 'হিংসার বলি ২', দাবি বিজেপির, মমতার পদত্যাগের দাবিতে হুঙ্কার শুভেন্দুর। সামশেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের ডিজিপি। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল মুর্শিদাবাদ। বিক্ষোভের জেরে মৃত্যু হয়েছে দুজনের। এমনই অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্যর। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, গত রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারা সামশেরগঞ্জের ধুলিয়ানে বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করেছে। জঘন্য এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে"।  পাশাপাশি গোটা ঘটনায় মমতাকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি শনিবার হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) পালিত হচ্ছে এরাজ্যেও। শনিবার সকালে নিউটাউনের বাড়িতে হনুমান জয়ন্তী উপলক্ষে গেরুয়া পতাকা লাগিয়েছেন BJP রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এরপর বেলা বাড়তেই সোদপুরে পথে যানবাহন দাঁড় করিয়ে গেরুয়া পতাকা লাগাতে দেখা যায় তাঁকে। এই একই ছবি ধরা পড়েছে সল্টলেকের করুণাময়ীতেও। সেখানেও বাস থামিয়ে গেরুয়া পতাকা লাগিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। উঠেছে 'জয় শ্রীরাম' স্লোগান।

Advertisment

শিক্ষামন্ত্রীর আশ্বাসেও আন্দোলন থেকে সরছেন না চাকরিহারারা। বরং এবার শুধু কলকাতাতেই নয়, দিল্লিতেও অবস্থান-আন্দোলন চালানোর কথা জানালেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার সন্ধেয় বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী দুই সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে ব্রাত্য বসুর এই আশ্বাসের পর আগুনে প্রতিবাদ খানিকটা কমলেও শনিবার থেকে কলকাতার গান্ধী-মূর্তির পাদদেশে অবস্থান আন্দোলন চাকরিহারাদের। আগামী ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তর-মন্তরেও চলবে অবস্থান-বিক্ষোভ। তাতেও অংশ নেবেন এই রাজ্যের চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় লাগাতার বিক্ষোভ-অবরোধ চলছে। গতকালও আন্দোলনকারীরা সুতির সাজুর মোড় ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয়। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি চলে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ ও শুরু হয় লাঠি-চার্জ। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। একাধিক গাড়ি-বাইকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে জাতীয় সড়কে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। ওয়াকফ আন্দোলনের নামে জলঙ্গির বিডিও অফিসেও চলে ব্যাপক ভাঙচুর। সামশেরগঞ্জের ধূলিয়ান গঙ্গা স্টেশনে ঢোকার মুখে রেললাইনে জমায়েত করে আন্দোলনকারীরা। আটকে যায় কামাখ্যা-পুরী এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন। এলাকার পরিস্থিতি সামাল দিতে BSF নামে।

  • Apr 12, 2025 18:34 IST

    West Bengal News Live: অশান্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

    কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। মুর্শিদাবাদের অশান্তি ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনা নামানোর দাবি জানান তিনি। শুভেন্দুর সেই আবেদনে মান্যতা দিল দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি আদালত এদিন বলেন, মুর্শিদাবাদে শান্তি-সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন প্রথম অগ্রাধিকার। 



  • Apr 12, 2025 18:18 IST

    West Bengal News Live: সামশেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার

    ওয়াকফ-প্রত্যাহারে অশান্তির স্রোত, 'হিংসার বলি ২', দাবি বিজেপির, মমতার পদত্যাগের দাবিতে হুঙ্কার শুভেন্দুর। সামশেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। 

    ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল মুর্শিদাবাদ। বিক্ষোভের জেরে মৃত্যু হয়েছে দুজনের। এমনই অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্যর। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর উসকানিমূলক বক্তব্যকেই দায়ি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। 



  • Apr 12, 2025 16:12 IST

    West Bengal News Live:শিক্ষকদের 'লাথি' SI-এর, কী বলছেন পুলিশকর্মীর বাবা-মা?

    ২০১০ সালের সাব ইন্সপেক্টরের ব‍্যাচ রিটন দাস। এই মুহূর্তে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। কসবায় চাকরিহারা শিক্ষকদের DI অফিস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার-কাণ্ড বেধে যায়। শিক্ষকদের লাথি মারে পুলিশ। সেই ঘটনায় অভিযুক্ত কলকাতা পুলিশের (Kolkata Police) সাব ইন্সপেক্টর রিটন দাস। তাঁর লাথি মারার ছবিই সংবাদমাধ্যমের পর্দায় ছড়িয়ে পড়ে। নানাভাবে ভাইরাল হয়েছে সেই ছবি। শিক্ষকদের লাথি মারার সেই ছবি ঘিরে কটাক্ষের স্রোত বয়ে গিয়েছে সামাজিক মাধ্যমগুলিতে। যদিও এব্যাপারে 'পুলিশ' ছেলের পাশেই দাঁড়াচ্ছেন তাঁর বাবা জ্যোতিন্দ্র কুমার দাস ও  মা দিপালী দাস। গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ঝাউখালির বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা জানান, আইন রক্ষা করতে গিয়েই এই ঘটনা ঘটেছে। নিজের প্রাণ বাঁচাতেই লাথি মারতে বাধ্য হয়েছেন রিটন। কারণ আগে তার জামাকাপড় ধরে টানাটানি, উর্দি খুলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে দাবি তাঁর পরিবারের।

    বিস্তারিত পড়ুন- Kasba cop Kick: কসবায় শিক্ষকদের 'লাথি' SI রিটন দাসের, 'পুলিশ' ছেলের 'কীর্তি'তে কী বলছেন বাবা-মা?



  • Apr 12, 2025 15:47 IST

    West Bengal News Live:অভিষেককে নিশানা দিলীপের

    ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act) প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদের দিকে-দিকে। জঙ্গিপুর থেকে শুরু হওয়া অশান্তির স্রোত ছড়িয়ে পড়ে সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান-সহ একাধিক এলাকায়। বেপরোয়াভাবে ভেঙে তছনছ করে দেওয়া হয় সরকারি-বেসরকারি সম্পত্তি। শুক্রবারের পর শনিবারেও অশান্তি ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে BSF। মুর্শিদাবাদের এই অশান্তি নিয়ে এবার BJP নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আগুন জ্বালাচ্ছে, কোথায় পুলিশ?', মমতাকে ছেড়ে অভিষেককেই কেন নিশানা দিলীপের?



  • Apr 12, 2025 15:02 IST

    West Bengal News Live: শান্তির আবেদন মুখ্যমন্ত্রীর

    ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act) প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরেই রাজ্যের জেলায়-জেলায় প্রবল প্রতিবাদর স্রোত আছড়ে পড়েছে। শহর কলকাতাতেও বিক্ষোভের আঁচ পড়েছে। তবে গোটা রাজ্যের মধ্যে ওয়াকফ আইন নিয়ে সবচেয়ে বেশি অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদে। জেলার জঙ্গিপুর দিয়ে শুরু হওয়া হিংসা, ক্রমেই ছড়িয়েছে সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ানে। বেপরোয়াভাবে সরকারি-বেসরকারি সম্পত্তি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে মুর্শিদাবাদের অশান্তি বিধ্বস্ত জায়গাগুলিতে টহল দিচ্ছে BSF। শনিবারই গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। একই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। 


    বিস্তারিত পড়ুন- Waqf Act: 'এই আইন রাজ্যে লাগু হবে না, দাঙ্গা কিসের?', উসকানিতে রেয়াত নয়, শান্তির আবেদন মুখ্যমন্ত্রীর



  • Apr 12, 2025 14:35 IST

    West Bengal News Live: তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ

    তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টার অভিযোগ তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করেছে রাজারহাট নিউটাউনের সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন। গত ৪ এপ্রিলের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়েছে। তাপস চট্টোপাধ্যায়ের একটি মন্তব্যে মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ তুলেছেন কেউ কেউ। 



  • Apr 12, 2025 14:05 IST

    West Bengal News Live:প্রতিবাদী চাকরিহারা শিক্ষকদের হুঁশিয়ারি

    সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় ২৬ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। তার মধ্যে যোগ্য, অযোগ্য পৃথক করা হয়নি। যোগ্য শিক্ষকরা অবস্থান, বিক্ষোভ, অনশন, মিছিল করে প্রতিবাদ জানাচ্ছে। অযোগ্যদের তালিকা প্রকাশ করে তাঁদের চাকরিতে বহাল রাখার দাবি জানাচ্ছে। এই পরিস্থিতিতে বাঁকুড়ায় এক জনসভায় হুঙ্কার ছাড়লেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। "ডিআই অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্তি পাকানোর চেষ্টা করছেন।", একথা বলে তাদের বাংলাছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই সাংসদ CPM ও BJP-র উসকানি দেখতে পাচ্ছেন শিক্ষকদের আন্দোলনে।

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case: DI অফিসে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের, 'বাংলাছাড়া' করার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের



  • Apr 12, 2025 14:04 IST

    West Bengal News Live:ওয়াকফ-অশান্তিতে কড়া বার্তা DG-র

    ওয়াকফ আইন (Waqf Act) নিয়ে অশান্তিতে দফায়-দফায় তপ্ত মুর্শিদাবাদ। দিকে-দিকে ভাঙচুর-আগুন। জঙ্গিপুরের পর সুতি, সামশেরগঞ্জে প্রতিবাদের সুনামিতে তছনছ সরকারি সম্পত্তি। দোকান-বাড়িতে বেপরোয়া ভাঙচুর। পরিস্থিতি সামলাতে মুর্শিদাবাদে পুলিশের সঙ্গে সহযোগিতা করছে BSF। অশান্তি রুখতে চূড়ান্ত তৎপরতা নিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১১৮ জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন রজ্য পুলিশের DG রাজীব কুমার। 

    বিস্তারিত পড়ুন- Protest against Waqf law: 'গুণ্ডামি রুখতে অত্যন্ত কড়া হবে পুলিশ', মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তিতে কঠিন বার্তা DG-র



  • Apr 12, 2025 10:35 IST

    West Bengal News Live: TMC পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে ক্ষোভ

    তৃণমূলের জনপ্রতিনিধিদের হতে হবে নম্র, মানবিক এবং সহানুভূতিশীল। খোদ দলের প্রধান 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এই বার্তা। তারপরেও তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এবার পূর্ব বর্ধমানের রায়নার নাড়ুগ্রাম পঞ্চায়েতের বহরমপুর গ্রামের তৃণমূল সদস্যের বিরুদ্ধে গর্জে উঠলেন এলাকার বাসিন্দারা। তাঁরা ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বেলাগাম তোলাবাজি চালানো সহ নানা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ এনে মুখ্যমন্ত্রী সহ জেলার পুলিশ কর্তাদের কাছে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে রায়নায়। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন।

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: 'টাকা ছাড়া কাজ করেন না', তিতিবিরক্ত ঠিকাদাররাও, TMC পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়



  • Apr 12, 2025 09:27 IST

    West Bengal News Live:দিল্লিতে ভয়াবহ ধুলোঝড়ে বিপর্যস্ত জনজীবন-মৃত্যু

    শুক্রবার সন্ধেয় রাজধানী দিল্লিতে তীব্র ধুলো-ঝড়ে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়। ধুলো ঝড়টি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে বয়ে যায়, যার জেরে গোটা রাজধানীর শহরাঞ্চল ধুলোয় ঢেকে যায়। পূর্ব দিল্লিতে ব্যাপক ঝেড়র জেরে একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ের পাঁচিল ভেঙে একজনের মৃত্যু এবং দু'জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে এই ধরণের ধুলো ঝড় দিল্লিতে নতুন নয়, এর আগেও এমন ঝড়ের সাক্ষী থেকেছে রাজধানী। তবে গতকাল সন্ধের ধুলো ঝড়ের তীব্রতা ও বিস্তার ছিল তুলনামূলকভাবে অনেক বেশি।

    বিস্তারিত পড়ুন- Delhi dust storm: দিল্লিতে ভয়াবহ ধুলোঝড়, বিপর্যস্ত জনজীবন, মৃত্যু



  • Apr 12, 2025 08:54 IST

    West Bengal News Live:জেলায়-জেলায় ঝড়-জলের পূর্বাভাস

    একটানা বেশ কয়েকদিন রাজ্যের জেলায়-জেলায় দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের উত্তর ও দক্ষিণ — উভয় অংশেই আংশিকভাবে মেঘলা আকাশ এবং কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: তুমুল বৃষ্টির দোসর দমকা হাওয়া! জেলায়-জেলায় ঝড়-জলের পূর্বাভাস



Violence WB SSC Scam protest West Bengal News Waqf bill