Advertisment

Madhyamik: মাধ্যমিকে বসা নিয়ে অনিশ্চয়তায় পঞ্চাশের বেশি পরীক্ষার্থী, গাফিলতি কার? ধন্দে অভিভাবকরা

Madhyamik 2025: এবারই প্রথমবার অনলাইনে এনরোলমেন্ট হয়েছে। মাধ্যমিক পরীক্ষার বাকি আর মাত্র কয়েকটি দিন। তার আগে এমন বেনজির পরিস্থিতিতে ঘোর অনিশ্চয়তায় ভুগছে এই পরীক্ষার্থীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Madhyamik 2025,Madhyamik,kolkata news,মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক

প্রতীকী ছবি।

protest in front of salt lake derozio bhavan due to madhyamik admit card mistake: অনলাইন পোর্টালের সমস্যার কারণে এখনও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে আসেনি অনেক পরীক্ষার্থীর। তাই তাঁদের ক্ষেত্রে এবছরের মাধ্যমিক পরীক্ষায় বসা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। একাধিক জেলার প্রায় ৭০ পড়ুয়ার অ্যাডমিটে কার্ডে ভুল অথবা অ্যাডমিট কার্ড পৌঁছোয়নি। এরই প্রতিবাদে এদিন সল্টলেকে ডিরোজিও ভবনের সামনে চলে বিক্ষোভ। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের পাশাপাশি বিক্ষোভে সামিল ছিলেন অভিভাবকরাও। সমস্যা সমাধানের দাবি নিয়ে এবার তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অভিভাবকরা। 

Advertisment

আর দিন কয়েক পরেই শুরু হয়ে যাবে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। তবে অ্যাডমিট কার্ড হাতে না আসায় পরীক্ষায় বসা নিয়ে ঘোর অনিশ্চয়তায় ভুগছে বিভিন্ন জেলার প্রায় ৭০ জন পরীক্ষার্থী। জানা গিয়েছে, অনলাইনে অ্যাডমিট কার্ডের ফর্ম ফিলাপের ক্ষেত্রে ভুল হয়ে গিয়েছিল। 

স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকারাই সেকথা জানিয়েছেন। এ বছর প্রথমবার অনলাইন এনরোলমেন্ট হওয়ার জন্যই অ্যাডমিট কার্ডে বিভিন্ন জিনিস ভুল হয়েছে। অনেকের অ্যাডমিট কার্ড পর্যন্ত আসেনি। এদিন শিক্ষক শিক্ষিকারা গিয়েছিলেন ডিরোজিও ভবনে। সেখান থেকে তাঁদের জানানো হয় এই ভুল এখনই ঠিক করা সম্ভব হবে না। এরপরেই শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আরও পড়ুন- Baruipur News: চিকিৎসকের বাড়িতেই মিলল কোটি টাকার মাদক, অতর্কিতে পুলিশি হানায় গ্রেফতার ২

Advertisment

অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এর আগে ভুল সংশোধনের জন্য বেশ কয়েকবার অনলাইনে সুযোগ দেওয়া হয়েছিল। স্কুল কর্তৃপক্ষগুলির গাফিলতির জন্যই পড়ুয়াদের সেই ভুল সংশোধন করা হয়নি বলে দাবি তাঁদের। বহু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি বলেও জানা গিয়েছে। এদিকে ক্ষুব্ধ অভিভাবকরা জানিয়েছেন, সমস্যা মেটাতে এবার তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন।

আরও পড়ুন- West Bengal News Live: সরস্বতী পুজো নিয়ে বিতর্ক যোগেশচন্দ্র কলেজে, দেবাশিসকে সরিয়ে দায়িত্বে অরূপ

madhyamik exam MADHYAMIK Bengali News Today news in west bengal news of west bengal
Advertisment