Nepal protests: নেপালে দাবানলের মতো ছড়াচ্ছে বিক্ষোভ, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর বিদেশমন্ত্রী স্ত্রীকে বাড়িতে ঢুকে মার

kp oli resigns: অশান্তির আগুন নেপালে। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাঁর সঙ্গে পদ ছেড়েছেন আরও ডজনখানেক মন্ত্রী।

kp oli resigns: অশান্তির আগুন নেপালে। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাঁর সঙ্গে পদ ছেড়েছেন আরও ডজনখানেক মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
nepal pm resigns, kp oli resigns, kp sharma li resigns, nepal protests, Nepal Gen Z protests, Nepal Curfew, Nepal social media ban, Nepal protests, Kathmandu parliament protest, Nepal youth protest, social media ban Nepal, Nepal parliament unrest, Nepal police barricade, Nepal journalists protests, Nepal news, indian express,নেপালে বিক্ষোভ, অশান্ত নেপাল

Nepal social media ban: যুব সমাজের হিংসাত্মক বিক্ষোভ নেপালে। উত্তাল পরিস্থিতি কাঠমাণ্ডুতে।

Nepal Gen Z protests: অশান্ত নেপালে চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতি দিকে দিকে। সোমবার দিনভর আগুনে বিক্ষোভের পর মঙ্গলের সকাল থেকেই রাজধানী কাঠমাণ্ডু-সহ দিকে দিকে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ-বিক্ষোভ। অশান্তি যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। বিক্ষোভকারীরা এদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তাঁর স্ত্রী তথা নেপালের বিদেশমন্ত্রী আরজু রানা দেউবাকে বেধড়ক মারধর করেছে।

Advertisment

বিক্ষোভকারীরা কাঠমান্ডুর বুদানিলকান্তে দেউবাদের বাড়িতে হামলা চালায়। সেখানে ঢুকেই এদিন দম্পতির উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে যে দেউবার মুখের পাশ থেকে রক্ত ঝরছে। বিক্ষোভকারীরা বাড়িটি ভাঙচুর করেছে।

আরও পড়ুন- West Bengal news live Updates: হিংসার আগুন নেপালে! পদত্যাগ প্রধানমন্ত্রীর, উপপ্রধানমন্ত্রীকে তাড়া করে মার, উদ্বিগ্ন মমতার কী বার্তা?

Advertisment

দেউবা নেপালের ক্ষমতাসীন জোটের অংশ নেপালি কংগ্রেসের সভাপতি। এদিকে, অশান্ত নেপালে এদিনই প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। সরকারবিরোধী বিক্ষোভের কারণে নেপালের রাজধানী বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার পর মঙ্গলবার এয়ার ইন্ডিয়া দিল্লি এবং কাঠমান্ডুর মধ্যে সমস্ত নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।

আরও পড়ুন- Nepal Protests: হিংসার সুনামি নেপালে! অশান্তির আঁচ ভারতেও, ফিরছেন পর্যটকরা, সীমান্তে কড়া নজরদারি

এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, “কাঠমান্ডুর বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, দিল্লি-কাঠমান্ডু-দিল্লি রুটে চলাচলকারী নিম্নলিখিত ফ্লাইটগুলি AI2231/2232, AI2219/2220, AI217/218 এবং AI211/212 আজ বাতিল করা হয়েছে।” বিমান সংস্থাটি আরও জানিয়েছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নেপালের পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে পরবর্তী পদক্ষেপ করা হবে। এব্যাপারে বিস্তারিত তথ্যও দেওয়া হবে।

আরও পড়ুন-Nepal PM Resigns:অশান্তির আগুনে জ্বলছে নেপাল! ধাওয়া করে মার মন্ত্রীদের, বাড়িতে আগুন, পদত্যাগ প্রধানমন্ত্রীর

Violence protest Nepal Unrest