Jangipur Incident: থমথমে জঙ্গিপুর, মোড়ে-মোড়ে পুলিশ পিকেট, সাময়িক বন্ধ ইন্টারনেট, শান্তি ফেরাতে মরিয়া প্রশাসন

Protests over Waqf Act in Murshidabad: ওয়াকফ আইনের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে তুমুল বিক্ষোভ শুরু হয় মুর্শিদাবাদের জঙ্গিপুরে। পুলিশের একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।

Protests over Waqf Act in Murshidabad: ওয়াকফ আইনের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে তুমুল বিক্ষোভ শুরু হয় মুর্শিদাবাদের জঙ্গিপুরে। পুলিশের একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Protests over Waqf Act in Murshidabad Jangipur Update,ওয়াকফ আইন,জঙ্গিপুরে অশান্তি

Jangipur Incident: জঙ্গিপুরে গতকাল জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। এক্সপ্রেস ফটো।

Protests over Waqf Act in Murshidabad turn violent: সংশোধিত ওয়াকফ আইন (Waqf Law 2025) প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার চূড়ান্ত অশান্তি ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে (Jangipur)। রাস্তায় নেমে কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন। আগুনে বিক্ষোভে পরপর জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল পরিস্থিতি তৈরি হয় পুলিশের। তবে জঙ্গিপুরে শান্তি ফেরাতে তৎপর প্রসাশন। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এলাকা পরিদর্শনে আজ মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি।

Advertisment

জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আওতাধীন রঘুনাথগঞ্জ, সুতিতে ১৬৩ ধারা জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই ধারা জারি রাখা হবে। এলাকায় মিটিং-মিছিল-সমাবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জঙ্গিপুর মহাকুমার রঘুনাথগঞ্জ, সুতি এলাকায় মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী, রয়েছে কমব্যাট ফোর্স ও RAF। জঙ্গিপুরের রাস্তায়-রাস্তায় পুলিশ পিকেট রয়েছে। গতকালের হিংসার ঘটনায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওয়াকফ আইনের প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকেই তুমুল অশান্তি ছড়িয়ে পড়ে জঙ্গিপুরে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পুলিশের বেশ কয়েকটি গাড়ি আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। গতকাল রাতে প্রায় দু'ঘণ্টারও বেশি সময় ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল।

আরও পড়ুন- West Bengal News Live: চাকরিহারাদের আন্দোলনের নেতৃত্বে এবার অভিজিৎ গাঙ্গুলি? আজ থেকেই 'কাঁপানো লড়াই'!

Advertisment

এদিকে, উন্মত্ত জনতাকে শান্ত করতে রীতিমতো তৎপর পুলিশ প্রশাসন। পুলিশের তরফে মাইকিং করে এলাকায় শান্তি-শৃঙ্খলার পরিবেশ বজায় রাখার অনুরোধ জানানো হচ্ছে। কোনওরকম উসকানি বা গুজবে কান না দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছে পুলিশ। এরই পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বারবার শান্তির বার্তা দিচ্ছে পুলিশ প্রশাসন। যে কোনও গুজবে এবং প্ররোচনায় পা না দেওয়ার কথা বলা হচ্ছে পুলিশের তরফে। এককথায় জঙ্গিপুরে শান্ত পরিবেশ ফিরিয়ে আনার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন- Purba Bardhaman News: এ যেন স্বপ্ন ছোঁয়ার সফলতা! অনবদ্য কীর্তি দুই বঙ্গসন্তানের, গর্বে বুক চওড়া অভিভাবকদের

এদিকে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। দিল্লিতে থাকলেও তাঁর সংসদীয় এলাকার এই অশান্তির খবর পেয়েছেন তিনিও। একটি ভিডিও-য় তিনি জঙ্গিপুরবাসীকে শান্ত থাকার বার্তা দিয়েছেন। ওই ভিডিওতে খলিলুর রহমান বলেছেন,"আমি দিল্লিতে রয়েছি। জঙ্গিপুরে কিছু অপ্রিয় ঘটনা ঘটেছে। জঙ্গিপুর, সামশেরগঞ্জ, ফরাক্কাবাসীকে আমার অনুরোধ, শান্তি বজায় রাখুন। কেন্দ্র যে ওয়াকফ বিল এনেছে তার বিপক্ষে সংসদে আমরা ভোট দিয়েছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের ওপর আমাদের আস্থা আছে। জঙ্গিপুরবাসীর কাছে আমার আবেদন, আপনারা শান্তি বজায় রাখুন। কোনও প্ররোচনায় পা দেবেন না। অভিভাবকদেরও বলেছি সন্তানরা আবেগের বশে ভুল করছে। সন্তানদের দিকে খেয়াল রাখুন। তাঁরা যেন কোনও আবেগের ফাঁদে পা না দেয়। সম্প্রীতির পরিবেশ বজায় রাখাই হবে আমাদের অঙ্গীকার।"

Bengali News Today news in west bengal Waqf bill Murshidabad