West Bengal News Highlights: জঙ্গিপুরে প্রাণভয়ে লুকিয়ে, কসবায় শিক্ষকদের লাথি, পুলিশি অতিসক্রিয়তায় উঠল বিরাট প্রশ্ন

West Bengal News Update 9 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Update 9 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
kasba police teacher clashes

জঙ্গিপুরে প্রাণভয়ে লুকিয়ে, কসবায় শিক্ষকদের লাথি, পুলিশি অতিসক্রিয়তায় উঠল বিরাট প্রশ্ন

Latest West Bengal News Update: যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মারলে কেন, পুলিশ তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে...গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে বলেন, "যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর মমতা পুলিশের নির্মমভাবে লাঠিচার্জের প্রতিবাদে আজ বিজেপির বিধায়করা লালবাজারের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে মমতা পুলিশ প্রায় টেনে হিঁচড়ে গায়ের জোরে বিধায়কদের গ্রেফতার করল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই এভাবে আপনি প্রতিবাদের কন্ঠ রূদ্ধ করতে পারবেন না। আগামী দিনে আপনার সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সাথে নিয়ে বিজেপির প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হবে"। একই সঙ্গে বিরোধী দলনেতা বলেন, "পুলিশ মন্ত্রী একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। শিক্ষকদের এভাবে লাঠিপেটা, আর জঙ্গিপুরে শাটার নামিয়ে প্রাণভিক্ষা, লাঠিধারী পুলিশ আর নেই দরকার"। 

Advertisment

যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মারলে কেন, পুলিশ তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে... যোগ্য চাকরিহারা শিক্ষক...

Posted by Suvendu Adhikari on Wednesday, April 9, 2025

কসবা-কাণ্ড নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরি ফেরানোর দাবিতে কসবায় DI অফিসে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের লাঠির ঘায়ে জখম হয়েছেন চাকরিহাররা। সেই ঘটনা প্রসঙ্গে এদিন শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, "ওঁরাই (চাকরিহারা) আমাদের সঙ্গে আলোচনা চেয়েছেন, আমরাও ওদের পাশে আছি। এমন ধ্বংসাত্মক আন্দোলন কেন? ডিআই অফিসে কেন গিয়েছিলেন চাকরিহারারা? আন্দোলনের জন্য অনেক সময় পড়ে আছে। যোগ্য বঞ্চিতদের পাশে আছে রাজ্য সরকারও। ধৈর্য্য রাখা উচিত চাকরিহারাদের। রাজ্য সরকার পাশে থাকার পরেও কেন আন্দোলন? কোনও রাজনৈতিক দলের প্ররোচনায় আন্দোলন? কেন ডিআই অফিসে তালা লাগাতে গিয়েছিলেন চাকরিহারারা? ওঁরা আন্দোলন করলেও আমরা আইনি পথেই থাকব। আমরা সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখ্যা চেয়েছি। আমরা রিভিউ পিটিশনও দেব। আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে। একটা প্ররোচনা থাকবেই। ওঁদেরই বুঝতে হবে কারা ওদের সঙ্গে আছে। তুমি ওঝা-রূপী সাপকে বিশ্বাস করবে নাকি সরকারকে বিশ্বাস করবে... সেটা তোমার ব্যাপার।" 

কসবায় চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে BJP বিধায়কদের 'লালবাজার অভিযান' ঘিরেও এদিন তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল। BJP বিধায়কদের প্রবল বিক্ষোভ ঘিরে তুলকালাম অশান্তি হয় লালবাজার চত্বরে। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালরা। তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। শঙ্কর ঘোষ একসময় রাস্তাতেও শুয়ে পড়েছিলেন। তাঁকে চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে গিয়েছে। বিজেপি বিধায়কদের সঙ্গে এদিন তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশকর্মীদের। চাকরির দাবিতে এদিন কলকাতার কসবায় DI অফিসের সামনে বিক্ষোভ শুরু করেছিলেন চাকরিহারারা। সেই বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। লাঠির আঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী জখম হয়েছেন। এদিন সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আটক হলেন বিজেপি বিধায়করা।

Advertisment

আবারও সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা সব ধর্মের অনুষ্ঠান মেনে চলি। এক বিশ্ব এক মন্ত্র সকলের জন্য এক শান্তি। আমাকে গুলি করলেও ঐক্যের পর থেকে সরব না। সব ধর্মের অনুষ্ঠানে সামিল হই। সব ধর্ম সব জাতি মানুষের জন্য। বাংলায় সবাই এক, এটাই আমাদের ঐক্য। দক্ষিণেশ্বরের মতো কালীঘাটেও স্কাইওয়াক। আগে কী ছিল এখন কী হয়েছে দেখুন। নতুন রূপে তৈরি হয়েছে কালীঘাট মন্দির। কেউ কেউ বাংলার বদনাম করছে। বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। দুর্গাপুজোয় গেলে ইফতারে যাব না কেন? আমরা সব ধর্মকে সম্মান জানাই।"

  • Apr 09, 2025 17:39 IST

    West Bengal News Live: RG Kar কাণ্ডের আটমাস পার, ন্যায় বিচারে পথে চিকিৎসক থেকে সাধারণ মানুষ

    আজ আরজি কর কাণ্ডের আটমাস। আটমাস পার হলেও মেলেনি ন্যায়বিচার। আটমাস পেরিয়ে গেলেও কেন সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়নি, তার প্রতিবাদে আজ সিজিও অভিযানে  তার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর'সের। সল্টলেকে করুণাময়ী থেকে শুরু হয় এদিনের মিছিল। পাশাপাশি শিক্ষা দুর্নীতি ইস্যুতে গর্জে উঠেছেন মিছিলে অংশ নেওয়া হাজার হাজার মানুষ। 



  • Apr 09, 2025 17:24 IST

    West Bengal News Live: চাকরিহারাদের পাশে শুভেন্দু, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

    যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মারলে কেন, পুলিশ তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে...গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে বলেন, "যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর মমতা পুলিশের নির্মমভাবে লাঠিচার্জের প্রতিবাদে আজ বিজেপির বিধায়করা লালবাজারের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে মমতা পুলিশ প্রায় টেনে হিঁচড়ে গায়ের জোরে বিধায়কদের গ্রেফতার করল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই এভাবে আপনি প্রতিবাদের কন্ঠ রূদ্ধ করতে পারবেন না। আগামী দিনে আপনার সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সাথে নিয়ে বিজেপির প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হবে"।



  • Apr 09, 2025 17:17 IST

    West Bengal News Live: পুলিশের আচরণ মোটেই সমর্থনযোগ্য নয়, গর্জে উঠলেন মমতার একনিষ্ঠ সহযোগী

    চাকরি চেয়ে মার খেতে হল শিক্ষকদের। চলল লাঠি, লাথি। যা নিয়ে রণক্ষেত্র কলকাতা থেকে জেলা। এনিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "শিক্ষকদের বলব মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। আপনাদের যাতে চাকরি থাকে সেটা দেখার দায়িত্ব আমাদের। ভরসা রাখতে হবে আমাদের উপর"। অপরদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, "পুলিশ নিজেও আজ আতঙ্কগ্রস্ত। শিক্ষকরা আইন ভাংতে যায়নি। পুলিশের আচরণ মোটেই সমর্থনযোগ্য নয়। প্রশাসনকে সংযত থাকার আবেদন করছি" । 



  • Apr 09, 2025 16:54 IST

    West Bengal News Live: শুভেন্দুর দুরন্ত আশ্বাস চর্চায়

    সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী। শীর্ষ আদালতের এই রায় নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধোনা করে ময়দানে বিরোধীরা। এবার চাকরিহারাদের প্রতি বড়সড় আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case 'BJP ক্ষমতায় এলে ১ মাসেই চাকরিহারাদের জন্য 'সোনার বন্দোবস্ত'! শুভেন্দুর দুরন্ত আশ্বাস চর্চায়



  • Apr 09, 2025 15:22 IST

    West Bengal News Live: চাকরিহারাদের উপর্যুপরি বিক্ষোভে উত্তাল বাংলা!

    চাকরিহারাদের উপর্যুপরি বিক্ষোভে উত্তাল বাংলা। শহর থেকে জেলা, সর্বত্র চাকরিহারাদের প্রবল বিক্ষোভ দিকে-দিকে। মঙ্গলবারের পর বুধবারেও জেলায়-জেলায় চলল প্রতিবাদ-বিক্ষোভ। একাধিক জায়গায় বিক্ষোভ সামাল দিতে রীতিমতো নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল পুলিশেরও।

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case: চাকরিহারাদের উপর্যুপরি বিক্ষোভে উত্তাল বাংলা! শহর থেকে জেলা, অশান্তি সর্বত্র



  • Apr 09, 2025 14:36 IST

    West Bengal News Live: SSC দফতরে অভিজিৎ গাঙ্গুলি

    মঙ্গলবারও চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর SSC দফতরে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা ব্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবারও দুপুরে সল্টলেকে এসএসসি দফতরে গিয়েছেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। এদিন দফতরে ঢোকার আগে তিনি জানিয়েছেন, এসএসসি-এর চেয়ারম্যানের সঙ্গে দেখা তিনি দেখা করবেন।



  • Apr 09, 2025 14:34 IST

    West Bengal News Live: মুর্শিদাবাদে DI অফিসে বিক্ষোভ

    যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিযান ও ডি আই কে ডেপুটেশন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের। বুধবার বেলা ১২ টা নাগাদ মুর্শিদাবাদ ডিআই অফিসের সামনে জড়ো হয় জেলার চাকরিহারা বঞ্চিত শিক্ষকরা। এদিন শিক্ষক শিক্ষিকারা ডিআই অফিসে এসেই অফিসের মূল গেটে চেন ও তালা ঝুলিয়ে দেয়। তারা বিক্ষোভ অভিযান শুরু করে। এরপরে তারা ডিআই অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলন করে।



  • Apr 09, 2025 14:32 IST

    West Bengal News Live: পথে তৃণমূলও

    সুপ্রিম কোর্টের রায়ে এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। হাজার-হাজার ছেলেমেয়ের চাকরি-বাতিল নিয়ে বিরোধী বিজেপি এবং বামেদেরই দুষছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের বিরুদ্ধে রীতিমতো বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ জোড়াফুলের। বিরোধীদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে আজ পথে নামছে তৃণমূলের ছাত্র যুব শাখা। দুপুর তিনটে থেকে কলকাতার কলেজ স্কোয়্যার টু ধর্মতলা প্রতিবাদ মিছিল তৃণমূলের যুবদের।



  • Apr 09, 2025 13:34 IST

    West Bengal News Live: কসবায় DI অফিসে ধুন্ধুমার

    জেলায় জেলায় চাকরিহারাদের প্রবল বিক্ষোভ জারি রয়েছে। মঙ্গলবারের পর বুধবারেও শহর কলকাতায় চাকরিহারাদের আগুনে বিক্ষোভ। কসবায় DI অফিসের সামনে বুধবার সকাল থেকে জমায়েত শুরু করেন চাকরিহারারা। কোনওভাবেই যাতে তাঁরা DI অফিসের ভিতরে ঢুকতে না পারেন সেব্যাপারে ব্যাপক পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছিল। তবে চাকরিহারাদের একাংশ এদিন পাঁচিল টপকে DI অফিসের ভিতরে ঢোকেন। কয়েকজন গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন। নাছোড় চাকরিহারাদের সামলাতে রীতিমতো নাজেহাল দশা হয় পুলিশের। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় চাকরিহারাদের। টেনে-হিঁচড়ে চাকরিহারাদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা পুলিশের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েকজন চাকরিহারা।

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case:চাকরিহারাদের আগুনে বিক্ষোভ! কসবায় DI অফিসে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ



  • Apr 09, 2025 12:52 IST

    West Bengal News Live:নাতনিকে রাজকীয় সংবর্ধনায় বাড়ি নিয়ে গেলেন দাদু

    পুত্রবধূ যেন কন্যাসন্তানের জন্ম দেয়। এমনটাই চেয়েছিলেন শ্বশুরমশাই-সহ শ্বশুরবাড়ির লোকজন। শেষমেশ নাতনি হওয়ায় বেজায় খুশি দাদু শেখ জাহাঙ্গির। তাই একেবারে রাজরাণীর মতো করে নাতনিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেন। সেই মতো ফুল দিয়ে সাজানো গাড়ি। মঙ্গলবার বিকালে সেই গাড়িই পৌঁছে গিয়েছিল পূর্ব বর্ধমানের মেমারি গ্রামীণ হাসপাতালে। হাসি মুখে সদ্য ভূমিষ্ট কন্যাকে নিয়ে সেই গাড়িতে চেপে শ্বশুরবাড়িতে ফেরেন বৌমা মেহনাজ খাতুন। নাতনি পেয়ে দাদু শেখ জাহাঙ্গিরের এমন আনন্দে আত্মহারা হওয়ার ঘটনা নেটিজেন মহলেও প্রশংসা কুড়িয়েছে। 



  • Apr 09, 2025 12:50 IST

    West Bengal News Live:দিঘায় যাতায়াত এবার আরও সহজ

    দিঘা যাবেন? পর্যটকদের জন্য বাম্পার সুখবর! পাঁশকুড়া-দিঘা লাইনে এক জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা রেল কর্তৃপক্ষের। আজ থেকে শুরু পরিষেবা।  সামনেই বাংলার নববর্ষ। তার উপর সামনেই রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় গড়ে ওঠা জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন রয়েছে। সব মিলিয়ে এপ্রিল থেকেই দিঘায় পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে।

    বিস্তারিত পড়ুন- Digha: নববর্ষের আগেই বাম্পার সুখবর! দিঘায় যাতায়াত এবার আরও সহজ, ঝটপট জানুন বিশদে



  • Apr 09, 2025 12:49 IST

    West Bengal News Live:শিক্ষকদের একাংশকে আক্রমণ কুণালের

    দিন কয়েক আগেই চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকেই চাকরিহারাদের ভলিন্টিয়ার সার্ভিস দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথারই তুমুল বিরোধিতায় সরব হয়েছে বিরোধী বাম এবং BJP। বিরোধী দলগুলির শিক্ষক সংগঠনের নেতারাও মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন। এই প্রসঙ্গেই এবার বিরোধীদের একহাত নিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তবে কুণালকে পাল্টা জবাবও দিয়েছেন প্রাক্তন শিক্ষক নেতা।

    বিস্তারিত পড়ুন- Kunal Ghosh: 'করোনার সময় কেন মাইনে নিয়েছেন?', জবাবে কুণালকে ধুয়ে দিলেন প্রাক্তন শিক্ষক নেতা



  • Apr 09, 2025 10:34 IST

    West Bengal News Live:অনবদ্য কীর্তি দুই বঙ্গসন্তানের

    ছোট বয়সেই তৈরি হয়েছিল মহাকাশ নিয়ে জানার আগ্রহ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো' (ISRO) সবুজ সংকেত দেওয়ায় পূর্ব বর্ধমানের দুই স্কুল পড়ুয়া কুশারী চক্রবর্তী ও সপ্তক ঘোষের সেই আকাঙ্খা এবার পূরণ হতে চলেছে। তাঁরা 'ইসরো'-র বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। স্বভাবতই এই খবরে খুশি দুই পড়ুয়ার পরিবার
     ও তাদের স্কুল কর্তৃপক্ষ। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: এ যেন স্বপ্ন ছোঁয়ার সফলতা! অনবদ্য কীর্তি দুই বঙ্গসন্তানের, গর্বে বুক চওড়া অভিভাবকদের



  • Apr 09, 2025 09:33 IST

    West Bengal News Live:ফের সোচ্চার বিকাশ ভট্টাচার্য

    সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। বাংলার হাজার-হাজার ছেলেমেয়ের চাকরি চলে যাওয়ায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে (Bikashranjan Bhattacharyya) কাঠগড়ায় তুলেছেন। মুখ্যমন্ত্রীর সেই আক্রমণের জবাবও দিয়েছেন বর্ষীয়ান আইনজীবী তথা বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

    বিস্তারিত পড়ুন- Bikash Bhattacharya: 'আমি চাকরি খাইনি, মুখ্যমন্ত্রীর নাটক বরদাস্ত নয়', SSC-তথ্য তুলে সোচ্চার বিকাশ ভট্টাচার্য



  • Apr 09, 2025 08:43 IST

    West Bengal News Live: ঝড়-জলের পূর্বাভাস

    চৈত্র মাসের শেষ পর্বে বেলা বাড়লেই ফি দিন রোদের তেজ অস্বস্তি চরমে তুলছে। ভ্যাপসা গরমেও জেরবার হচ্ছেন সাধারণ মানুষ। তবে এবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও। আগামী দিন চার-পাঁচেক কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: চৈত্রের শেষবেলায় ঝড়-জলের পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?



WB SSC Scam SSC Recruitment Case Verdict Bengali News Today news in west bengal