/indian-express-bangla/media/media_files/2025/09/03/imd-forecasts-more-rains-2025-09-03-13-06-53.jpg)
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব,মৃত ৩০
Flood In Delhi and Punjab: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব। রাজ্য সরকার মঙ্গলবার জানিয়েছে, রাজ্যের সবকটি জেলা বন্যা কবলিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং ৩.৫ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। প্রায় ১,৪০০ গ্রাম প্লাবিত হয়েছে, নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ২০,০০০ মানুষকে।
আরও পড়ুন-ভারত-চিন-রাশিয়া এক হতেই ঘুম উড়ল ট্রাম্পের! সম্পর্ক নিয়ে অবশেষে বিরাট ঘোষণা
ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে গুরুদাসপুর, মানসা, অমৃতসর, কপুরথলা, ফেরোজপুর, তরণ তারণ ও হোশিয়ারপুর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। বন্যায় ১,৪৮,৫৯০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং রাজ্যপাল গুলাব চন্দ কাটারিয়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন। মান কেন্দ্রকে ৬০,০০০ কোটি টাকার বকেয়া মেটানোর দাবি জানিয়েছেন। তাঁর দাবি, “আমি পাঞ্জাবের ন্যায্য প্রাপ্য চাইছি, ভিক্ষা নয়।”
আরও পড়ুন-পুজোর আগেই দেশবাসীকে বিরাট উপহার মোদী সরকারের! দাম কমছে কোন কোন জিনিসের?
এদিকে উদ্ধারকাজে ২৩টি এনডিআরএফ দল, সেনা, বায়ুসেনা ও নৌসেনা কাজ করছে। মোতায়েন করা হয়েছে ৩৫টি হেলিকপ্টার ও ১১৪টি নৌকা। পাশাপাশি ৮১৮টি মেডিক্যাল টিম ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত।
#WATCH | Delhi | People residing in the low-lying areas have been shifted to relief camps set up near Mayur Vihar Phase-1 as the Yamuna River swells and crosses the danger level, following incessant rains. pic.twitter.com/aNMW6H44cr
— ANI (@ANI) September 3, 2025
পাঞ্জাবের পাশাপাশি দিল্লিতেও বন্যার পরিস্থিতি গুরুতর। টানা বৃষ্টিতে যমুনা নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে। নিচু এলাকা থেকে মানুষ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সপ্তাহে দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
#WATCH | Delhi | Drone visuals from Loha Pul, where the Yamuna River is flowing above the danger level following incessant rainfall.
— ANI (@ANI) September 3, 2025
Anticipating the possible flood situation, people residing in the low-lying areas have been shifted to safer locations as a preventive measure. pic.twitter.com/8mlyHx40C6