Advertisment

BDO: বিডিও-কে আইবুড়ো ভাত খাওয়ালেন তৃণমূলনেত্রী, পঞ্চায়েত অফিসেই বিরাট বন্দোবস্ত!

pre wedding festivities: বিডিও সাহেবকে তৃণমূল নেত্রীর উদ্যোগে আইবুড়ো ভাত খাওয়ানোর এই পর্ব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভিডিওটি পোস্ট করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
purba bardhaman pre wedding festivities burdwan 1 bdo with tmc leaders, পূর্ব বর্ধমানে বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ালেন তৃণমূলনেত্রী

pre wedding festivities: সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ছবি।

BDO-pre wedding festivities: বিডিওকে পাত পেলে আইবুড়ো ভাত খাওয়ালেন স্থানীয় তৃণমূলের নেত্রী। পূর্ব বর্ধমানের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 'বিডিও সাহেবের' আইবুড়ো ভাত খাওয়ানোর সেই পর্বের ভিডিও-টি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও বিষয়টি নিয়ে তেমন বিতর্কের কারণ দেখছেন না স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিংবা বিডিও নিজেও।

Advertisment

পূর্ব বর্ধমানের বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব। বিডিও সাহেবের বিয়ে পাকা হয়েছে। তাই বিয়ের আগে বিডিও-কে পাত পেড়ে আইবুড়ো ভাত খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও-য় দেখা যাচ্ছে, বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও রজনীশকুমার যাদবকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে স্থানীয় তৃণমূল নেত্রী তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তা গুপ্ত। বিডিও-কে পরে কাকলি দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে। এলাকার আরও কয়েকজন তৃণমূল নেতা সেই সময়ে সেখানে হাজির ছিলেন।

বিডিও সাহেবকে তৃণমূল নেত্রীর উদ্যোগে আইবুড়ো ভাত খাওয়ানোর এই পর্ব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভিডিওটি পোস্ট করে কটাক্ষের সুরে লিখেছেন, "কি চমৎকার! পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যে ব্লক তৃণমূল নেতৃত্বের দ্বারা আয়োজিত বর্ধমান-১ বিডিও-এর প্রাক বিবাহ উৎসব। অফিসারকে টিএমসি নেতার পা ছুঁয়ে আশীর্বাদ চাইতে দেখা যায়। পূর্ব বর্ধমান জেলার এই ঘটনাটি একটি ব্যতিক্রম নয়, এটি পশ্চিমবঙ্গব্যাপী আদর্শ একটি বিষয় হয়ে উঠেছে। আশ্চর্যের কিছু নেই যে শাসক দল এবং প্রশাসনের মধ্যে যে লাইনটি সর্বদা অস্পষ্ট ছিল তা সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে।''

আরও পড়ুন- Digha-Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে বিরাট খবর! রকেট গতিতে এগোচ্ছে কাজ, কী জানাল হাইকোর্ট?

যদিও বিডিও রাজনীশ কুমার যাদব বিষয়টির মধ্যে অন্যায়ের কিছু দেখছেন না। কাকলীদেবীর পা ছুঁয়ে প্রণাম করা ইস্যুতে তিনি জানিয়েছেন, বয়সে বড় হওয়ায় তিনি কাকলিদেবীকে প্রণাম করেছেন। অন্যদিকে যাঁর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই তৃণমূলনেত্রী কাকলি তা গুপ্ত জানিয়েছেন, সরকারি দফতরের কাজ শেষের পরেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে তিনিও বিতর্কের কিছু দেখছেন না।

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর আগে পড়ুন! অভূতপূর্ব তৎপরতায় যুগান্তকারী সাফল্যের শিখরে কলকাতা মেট্রো

আরও পড়ুন- Air Conditioner: বর্ষায় দেদার চালাচ্ছেন AC? কী বলছেন বাংলার বিশিষ্ট চিকিৎসক? কোন কাজটি আগে করবেন?

Purba Bardhaman burdwan pre wedding festivities tmc
Advertisment