/indian-express-bangla/media/media_files/2025/10/04/liquar-2025-10-04-11-24-44.jpg)
liquor sales: পুজোর চারদিনে কোটি কোটি টাকার মদ বিক্রি।
West Bengal liquor record: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবে রাজ্যের অন্যান্য জেলার থেকে মদ বিক্রিতে প্রথম সারিতে পূর্ব মেদিনীপুর জেলা। এবছর ষষ্ঠী থেকে নবমী চার দিনে জেলায় রেকর্ড পরিমানের মদ বিক্রি হয়েছে।
এই এম এল বিক্রি হয়েছে ৩২০৫০৯.৭২ লিটার, এফ এল ২০২৬৫৫.৮৫ লিটার এবং বিয়ার ২৮৪২০৫.৩৯ লিটার। বিদেশিকে টেক্কা দিলো আই এম এল দেশিয় মদ। চারদিনে মোট মদ বিক্রি থেকে উপার্জন ৩৩৮৬৯৭১৯৭.০২ টাকা।
এবছর বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী একই দিনে পড়েছে। ফলে ঐদিন মদের দোকান বন্ধ থাকায়। বিক্রি কিছুটা কমেছে।প্রতিবছর গান্ধী জয়ন্তী উপলক্ষে ২ রা অক্টোবর ব্লাক ডে হিসাবে মদের দোকান বন্ধ থাকে। এবারেও বন্ধ ছিলো মদের দোকান।
আরও পড়ুন- Kolkata Metro: রবিবার পুজো কার্নিভালে রাতেও চলবে মেট্রো, যাত্রীদের সুবিধার্থে বাম্পার পরিষেবা!
গত কয়েক বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলা মদ বিক্রিতে এগিয়ে রয়েছে। পাঁচ দিনে কয়েক কোটি টাকার মদ বিক্রি হয়ে থাকে। জেলার অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা,তাজপুর,মন্দারমণি। পুজোয় রাজ্য,ভিন রাজ্যে এমনকি ভিন দেশের মানুষ সৈকত শহরে আসেন। সেই কারনে জেলায় বিপুল অর্থের মদ বিক্রি হয়ে থাকে।