Odisha News: পথ আটকে নাবালিকার গায়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা, বিজেপিকে তুমুল নিশানা করে আক্রমণে TMC

Odisha News: বছর ১৫-এর এক কিশোরীর গায়ে পেট্রোল ঢেলে আগুন রিয়ে দিল দুষ্কৃতীরা। শনিবার ওড়িশার পুরী জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

Odisha News: বছর ১৫-এর এক কিশোরীর গায়ে পেট্রোল ঢেলে আগুন রিয়ে দিল দুষ্কৃতীরা। শনিবার ওড়িশার পুরী জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
letter to modi on rape

নাবালিকার গায়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা, বিজেপি শাসিত ওড়িশায় তোলপাড়, আক্রমণ TMC-এর

Odisha News: বছর ১৫-এর এক কিশোরীর গায়ে পেট্রোল ঢেলে আগুন রিয়ে দিল দুষ্কৃতীরা। শনিবার ওড়িশার পুরী জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তার অবস্থা আশঙ্কাজনক।

Advertisment

বিহারে খুন করে বাংলায় আশ্রয়, নিউটাউনে গ্রেফতার পাঁচ দাগি দুষ্কৃতী

ঘটনা প্রসঙ্গে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী এবং নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী প্রভাতী পারিদা এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, "পুরী জেলার বালঙ্গায় কিছু দুষ্কৃতী ১৫ বছর বয়সী এক কিশোরীর উপর পেট্রোল ঢেলে রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে এই খবর শুনে আমি দুঃখিত এবং মর্মাহত।"

Advertisment

উপ-মুখ্যমন্ত্রী বলেন, "মেয়েটিকে তাৎক্ষণিকভাবে ভুবনেশ্বরের এইমস-এ পাঠানো হয়েছে এবং তার চিকিৎসার জন্য সকল ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে। পুলিশ প্রশাসনকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাইয়াবার গ্রামে, তিনজন দুষ্কৃতী বন্ধুর বাড়ি যাওয়ার স্ময় ওই নাবালিকার পথ আটকায়। এরপর তার গায়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর তারা পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিভিয়ে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়।ঘটনার খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে তদন্ত শুরু করেছে।

'ভাইকে মেরে আমাদের কুকুরের বাচ্চাটাকেও আছড়ে মেরেছিল', অভিজিৎ খুনে পরেশদের গ্রেফতারির দাবি

এনিয়ে বিজেপিকে কটাক্ষ ছুঁড়েছে তৃণমূল। এক হ্যান্ডেলে এক পোস্টে দলের তরফে লেখা হয়েছে বিজেপির ডবল-ইঞ্জিন রাজ্য ওড়িশায় ১৫ বছরের এক কিশোরীকে প্রকাশ্য রাস্তায় পেট্রোল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। মেয়েটা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এটা বিজেপি-শাসিত রাজ্যের বাস্তব চিত্র—যেখানে একটা মেয়েও নিরাপদ নয়। 'বেটি বাঁচাও' বলে যারা বুক ফুলিয়ে ভোট চায়, তারা নিজেদের শাসিত রাজ্যেই মেয়েদের সুরক্ষা নেই। দুষ্কৃতীরা এখনও অধরা, জাতীয় মহিলা কমিশন পুরোপুরি চুপ। এই দ্বিচারিতার জবাব মানুষই দেবে! তৃণমূলের তরফে আরও বলা হয়, “এটা প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং অপরাধমূলক অবহেলা। প্রধানমন্ত্রী মোদীর হাতে রক্ত লেগে আছে।”

উল্লেখ্য মাত্র সপ্তাহখানেক আগে ১২ জুলাই বালেশ্বরে ফকির মোহন কলেজের এক ছাত্রী অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েও প্রশাসনিক সাহায্য না পেয়ে নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। ভুবনেশ্বর AIIMS-এ চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুলাই তার মৃত্যু হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেডি নেতা নৱীন পট্টনায়ক বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি এক্স (প্রাক্তন টুইটার)-এ লেখেন,
“ওড়িশায় নারী নিরাপত্তা একেবারে নেই। প্রতিদিনই কোথাও না কোথাও নারীদের উপর হামলা হচ্ছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সরকারের চরম ব্যর্থতার ফল। অপরাধীরা নিশ্চিত, তারা শাস্তি পাবে না।”তিনি আরও বলেন, “সরকার কি আর কবে জাগবে? কবে দোষীদের শাস্তি নিশ্চিত করে আগামীতে এমন ঘটনা আটকাবে?”

পহেলগাঁও হামলার নিন্দা, সন্ত্রাস ইস্যুতে কড়া অবস্থান, প্রাণের বন্ধু চিনের ভোলবদলে 'থতমত' পাকিস্তান

Puri