Kolkata Metrorail: দুর্গাপুজোর (Durgapuja 2024) দিনগুলিতে যাত্রীদের স্বার্থে বাম্পার পরিষেবা দিয়েছে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। সড়কপথের যানজট এড়িয়ে নির্বিঘ্নে কাতারে-কাতের মানুষ পাতালপথে দুর্গা দর্শন সেরেছেন। দুর্গাপুজো মিটে গেছে। এবার সামনেই লক্ষ্মীপুজো (Lakshmi Puja 2024) আসছে। আগামী বুধবার ১৬ অক্টোবর লক্ষ্মীপুজো। যাত্রীদের সুবিধার্থে লক্ষ্মীপুজোর দিনেও বিশেষ পরিষেবা দিচ্ছে মেট্রোরেল (Metrorail)। বিবৃতি দিয়ে এব্যাপারে বিস্তারিতভাবে জানানো হয়েছে মেট্রোর তরফে।
মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতি:
ব্লু লাইন
মেট্রোরেলের যাত্রীদের সুবিধার্থে সকাল ৬.৫০ মনিনিট থেকে ১৯০টি ট্রেন (৯৫ আপ এবং ৯৫ ডাউন) টচ্রেন চালাবে। মেট্রো চালবে রাত ৯.৪০ মিনিট পর্যন্ত।
প্রথম পরিষেবা:
সকাল ৬.৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
সকাল ৬.৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ
সকাল ৬.৫৫ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর
সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
শেষ পরিষেবা:
রাত ৯.২৮ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
রাত ৯.৩০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রাত ৯.৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ
রাত ৯.৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম
সেই দিন যথারীতি রাত ১০.৪০ মিনিটে কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ব্লু লাইনে বিশেষ রাতের মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন- Eastern Rail: এবার পুজোয় ইতিহাস রচনা রেলের! শিয়ালদহ শাখায় অভাবনীয় কীর্তির ভূয়সী প্রশংসা
গ্রিন লাইন-১
মেট্রো সকাল ৬.৫৫ মিনিট থেকে ৯০টি পরিষেবা (৪৫টি আপ এবং ৪৫টি ডাউন) চালাবে৷ 20 মিনিটের ব্যবধানে 21:40 ঘন্টা পর্যন্ত।
আরও পড়ুন- Weekend Trip: কলকাতার নাকের ডগায় অসাধারণ এই সমুদ্রতট, গেলে ফিরতে মনই চাইবে না!
প্রথম পরিষেবা:
সকাল ৬.৫৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত
সকাল ৭.০৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত
শেষ পরিষেবা:
রাত ৯.৩৫ মিনিটে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত
রাত ৯.৪০ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত
গ্রিন লাইন ২
মেট্রোরেল সকাল ৭টা থেকে ১১৮টি ট্রেন (৫৯টি আপ এবং ৫৯টি ডাউন) চলবে। ১২ এবং ২০ মিনিটের ব্যবধানে রাত ৯.৫৪ পর্যন্ত।
প্রথম পরিষেবা:
সকাল ৭টায়। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান
সকাল ৭.১০টায়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড
শেষ পরিষেবা:
রাত ৯.৪৪ মিনিটে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান
রাত ৯.৫৪ মিনিটে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড
কলকাতা মেট্রোর গ্রিন লাইন ১ এবং গ্রিন লাইন ২-এর পরিষেবায় বদল আনা হলেও পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের পরিষেবাগুলি অপরিবর্তিত থাকবে।