Alipore Zoo: ঝুঁকির অস্ত্রোপচারে ফিট, আলিপুর চিড়িয়াখানায় ফিরেছে পুরনো অতিথি

Kolkata News: শীতে চিড়িয়াখানার পুরনো সদস্যটিকে দেইেখ উদ্বিগ্ন হয়ে পড়েন প্রাণী চিকিৎসকরা। তাঁরাই দ্রুত তাকে আলিপুরের পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Kolkata News: শীতে চিড়িয়াখানার পুরনো সদস্যটিকে দেইেখ উদ্বিগ্ন হয়ে পড়েন প্রাণী চিকিৎসকরা। তাঁরাই দ্রুত তাকে আলিপুরের পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Python returned to Alipore Zoo after surgery

Zoological Garden, Alipore, Kolkata: আলিপুর চিড়িয়াখানা।

Python returned to Alipore Zoo after surgery: সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে চিড়িয়াখানায় ফিরল মস্ত অজগর। চিড়িয়াখানায় তার নিজের আস্তানায় ফিরেছে অজগরটি। তার মাথায় ও ঘাড়ের মাঝে একটি টিউমার হয়েছিল। প্রাণী চিকিৎসকদের পরামর্শে তাকে আলিপুরের পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই উপযুক্ত চিকিৎসার পর তাকে সুস্থ করে ফেরানো হয়েছে চিড়িয়াখানায়।

Advertisment

এই শীতেই আলিপুর চিড়িয়াখানার সরীসৃপ আবাসে হঠাৎই লক্ষ্য করা যায় প্রায় ১৪ ফুটের ওই পাইথনের মাথায় খোলা ভাব রয়েছে। হঠাৎ ঠি কী কারণে অজগরটির মাথার নীচে ওই ফোলা ভাব তৈরি হয় তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন প্রাণী চিকিৎসকরা। 

তাঁদেরই পরামর্শে তাকে আলিপুরের পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রয়োজনীয় কিছু পরীক্ষার পর জানা যায় পাইথনটির মাথায় এবং ঘাড়ের মধ্যবর্তী জায়গায় টিউমার হয়েছে। সেই কারণেই ওই ফোলা ভাব।

আরও পড়ুন- West Bengal News Live:'আরজি করের ঘটনা গণধর্ষণ নাকি তথ্য-প্রমাণ লোপাট?' CBI-কে প্রশ্ন হাইকোর্টের

Advertisment

চিকিৎসকরা দ্রুত বুঝে যান জরুরি অবস্থায় ওই পাইথনটির অপারেশন না করলে তার প্রাণ সংশয় পর্যন্ত তৈরি হতে পারে। সেই কারণেই তারা ওই পাইথনটির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। জরুরিকালীন ভিত্তিতে ওই অজগরটির অস্ত্রোপচার করা হয়।

আরও পড়ুন- Fan Touches Virat’s Feet:ইডেনে বিরাটের পা ছুঁয়ে প্রণাম, বাড়িতে কী বলে কলকাতায় রওনা দিয়েছিলেন যুবক?

 ঝুঁকিপূর্ণ ওই অপারেশনের পর তার টিউমারটি কেটে বাদ দেওয়া হয়। জানা গিয়েছে, এরপরেই বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসকরা ওই পাইথনটিকে পর্যবেক্ষণে রেখেছিলেন। তারপর সুস্থ হওয়ার পর ফের তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আলিপুরের চিড়িয়াখানায়।

NEWS news of west bengal news in west bengal Bengali News Today Python