ফের কলেজে থ্রেট কালাচারের অভিযোগ ঘিরে তোলপাড়। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ 'ল'তে থ্রেট কালচার চলছে বলে অভিযোগ উঠেছে। কলেজের 'দখলদারি' নিয়ে রীতিমতো মারামারি পর্যন্ত ঘটে যায়। বেধড়ক মারধৎে জখম হয়েছেন কলেজেরই দুই ছাত্রী।
জানা গিয়েছে, কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র 'ল' কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃণা মজুমদার, শুক্রবার দুপুরে কলেজে এসেছিলেন পরীক্ষার ফর্ম পূরণ করতে। অভিযোগ, সেই সময়ে তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রীরা এসে মারধর করেছেন তৃণাকে। অভিযোগ, সোমা শীল সহ তার একজন বন্ধু মিলে মারধর করেছেন। আক্রান্ত তৃণা মজুমদারের আরও অভিযোগ, কান্দির এই ল' কলেজে ব়্যাগিং করা হয়। বেশ কিছু দিন ধরেই এই ঘটনা ঘটছে বলে ছাত্রীটির অভিযোগ। প্রতিবাদ করাতেই তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন আক্রান্ত ছাত্রীটি।
যদিও সোমা শীল নামে ওই ছাত্রিটিরও পাল্টা অভিযোগ, টিফিন করতে যাওয়ার সময় তাঁকে গালিগালাজ করা হয়। সেই ঘটনার প্রতিবাদ করলেই বিনা কারণে মারধরের ঘটনা ঘটেছে। ওই ছাত্রীটি বলেন, "আমরাও কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি।"
আরও পড়ুন- offbeat destination:উত্তরবঙ্গের এপ্রান্ত যেন ফ্রেমবন্দি ছবি! পাহাড় ঢালের গাঁয়ে বেড়ানোর দুরন্ত আনন্দ নিন
অন্যদিকে ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে যান কলেজের ভারপ্রাক্ত অধ্যক্ষ সুচিস্মাতা নাগ। তিনি জানান, তাঁরও ঘটনাটি জেনেছেন। ভারপ্রাপ্ত অধ্।ক্ষ বলেন, "এই ধরনের ঘটনা কলেজে ঘটে থাকলে সেটা অবাঞ্ছানীয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা চাইব পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে।"
আরও পড়ুন- Kolkata college rape:কলকাতার অভিজাত কলেজের হোস্টেলে তরুণীকে বেহুঁশ করে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত