/indian-express-bangla/media/media_files/2025/09/18/cats-2025-09-18-13-42-06.jpg)
"মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ...", ভোট চুরির ইস্যুতে রাহুল গান্ধীকে 'স্পষ্ট জবাব' নির্বাচন কমিশনের
"মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ...", ভোট চুরির ইস্যুতে রাহুল গান্ধীকে 'স্পষ্ট জবাব' নির্বাচন কমিশনের।
লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের পরেই কমিশন পাল্টা প্রতিক্রিয়া জানাল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মদতেই ভোট চোররা সুরক্ষিত রয়েছে। এর কয়েক মিনিটের মধ্যেই নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, কোনও সাধারণ নাগরিক অনলাইনে ভোট মুছে ফেলতে পারেন না। ভোট মুছে ফেলার প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অবশ্যই শুনানির সুযোগ দেওয়া হয়। পাশাপাশি কমিশন জানিয়েছে, ২০২৩ সালে কর্ণাটকের আলান্দ বিধানসভায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছিল, যার বিরুদ্ধে কমিশন নিজেই এফআইআর দায়ের করেছিল। কমিশন আরও স্পষ্ট করে দেয়, ২০১৮ সালে এই আসন থেকে বিজেপির শুভাধ গুট্টেদার জয়ী হলেও, ২০২৩ সালে কংগ্রেসের বি.আর. পাতিল জয়লাভ করেন।
রাহুল গান্ধী সংবাদ সম্মেলনে দাবি করেন, কর্ণাটকের অলান্দে ভোট চুরির ঘটনা ধরা পড়েছে। এক বুথ লেভেল কর্মী লক্ষ্য করেন তাঁর আত্মীয়ের ভোট মুছে ফেলা হয়েছে। তদন্তে দেখা যায়, প্রতিবেশীর নামে ভোট মুছে ফেলার অভিযোগ উঠেছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি তা অস্বীকার করেন। রাহুলের বক্তব্য, এই ঘটনার মাধ্যমে স্পষ্ট যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
ছাত্রী খুনে উত্তাল রামপুরহাট, পুলিশের সামনেই প্রধান শিক্ষককে বেধড়ক মারধরে প্রশ্ন
কংগ্রেস সাংসদের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার যেন গণতন্ত্র ধ্বংসকারীদের রক্ষা না করেন এবং এক সপ্তাহের মধ্যে কর্ণাটক সিআইডির কাছে সমস্ত তথ্য জমা দেন। রাহুল স্পষ্ট জানিয়ে দেন, ‘‘আমাদের লড়াই সংবিধান রক্ষার জন্য, আর মুখ্য নির্বাচন কমিশনার সংবিধান দুর্বলকারীদের আড়াল করছেন।’’