/indian-express-bangla/media/media_files/mXs5WghQRoPVkUSSdvF9.jpg)
শোকে ভেঙে পড়েছে পরিবার
Maldah Migrant Worker Killed: রাজস্থানে কাজ করতে গিয়ে নৃশংসভাবে খুন হলেন মালদার এক পরিযায়ী শ্রমিক। আর এই ঘটনার পর বিজেপি শাসিত ওই রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকেরা। পাশাপাশি শনিবার মালদার চাচোল মহকুমার হরিশ্চন্দ্রপুরে মৃত পরিযায়ী পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজ্যের বস্ত্র ও সংখ্যালঘু দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন। তিনিও রাজস্থানে বিজেপির সরকারের বিরুদ্ধেও চরম অসহযোগিতার অভিযোগ তুলেছেন।
কীভাবে খুনের ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃত শ্রমিকের নাম মতি আলী (৪২)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর এলাকায়। ওই শ্রমিককে তারই সহকর্মীরা খুন করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে রাজস্থানে একটি সোনার দোকানে কাজ করতেন মালদার দিনমজুর মতি আলি। গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাওয়ার সময় বিহার ও উড়িষ্যার সহকর্মীদের সঙ্গে ঝগড়া হয়।এরপর কয়েকজন শ্রমিক ঘরের মধ্যে তাকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।দুই কিলোমিটার দুরে কাজ করতো তার আরেক ভাই। বিষয়টি জানতে পেরে তার ভাই মতি কে জখম অবস্থায় উদ্ধা করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মতি আলির।
সন্ত্রাসবাদ-উন্নয়ন-বিশেষ রাজ্যের মর্যাদা! শাহি প্রতিশ্রুতিতে ভোট বৈতরণী পারে মরিয়া বিজেপি
এদিকে পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী ও তার নাবালক দিয়ে সন্তান। মৃতের স্ত্রী রৌশনা খাতুন জানিয়েছেন, মতি কে পিটিয়ে খুন করা হয়েছে, এই ঘটনার পর স্বামীর এক ভাই ওই এলাকায় পুলিশের সাহায্য চেয়েছিল কিন্তু কোন রকম ভাবে তাকে সাহায্য করা হয়নি। এমনকি মৃতদেহটি পাঠাতেও গড়িমসি করছে ওই রাজ্যে প্রশাসন।
এদিনহরিশ্চন্দ্রপুরে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন । মন্ত্রী বলেন, বিজেপির শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষদের সহ্য করতে পারছে না। এভাবেই খুন করা হচ্ছে। এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন মন্ত্রী। যদিও উত্তর মালদার বিজেপি সাংসদ তৃণমূল দলের মন্ত্রীর এই অভিযোগকে ভিত্তিহীন বলে পাল্টা কটাক্ষ করেছেন।
RG Kar Protest: আরজি কর কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি, রাজভবন অভিযানে প্রবীণ-নবীন চিকিৎসক-নার্সরা