/indian-express-bangla/media/media_files/2025/07/25/rajasthan-school-collapse-jhalawar-children-killed-2025-07-25-10-37-40.jpg)
উদ্ধার একের পর এক প্রাণহীন শিশুদের দেহ
school building collaps : মর্মান্তিক দুর্ঘটনা! প্রার্থনা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সরকারি স্কুলভবন। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায় ৪০-৫০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা।
ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, নয়া মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন নমো!
আজ সকালে রাজস্থানের ঝালাওয়ারে হঠাৎই একটি সরকারি স্কুল ভবন ধসে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায় ৪০-৫০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সরকারি স্কুলে এই ঘটনাটি ঘটে। ভবনটি ধসে পড়ার সাথে সাথেই চারদিকে চিৎকার ও আর্তনাদ, বুক ফাটা কান্নার রোলে চরম বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। চলেছে উদ্ধার অভিযান।
राजस्थान -
— Sachin Gupta (@SachinGuptaUP) July 25, 2025
झालावाड़ में सरकारी स्कूल की बिल्डिंग गिरी। अब तक 5 बच्चों की मौत हुई, 30 से ज्यादा घायल हैं। 11 बच्चों की हालत गंभीर है। बचाव-राहत कार्य चल रहा है। pic.twitter.com/37ndPEQnZj
বঙ্গোপসাগরে শক্তি বেড়েছে নিম্নচাপের, আজও প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপে আটকে পড়া শিশুদের উদ্ধারে বড় পরিসরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। স্থানীয় মানুষও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। আহত শিশুদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে। পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।