Newtown: নিউটাউনে টোটোচালক খুনে চাঞ্চল্যকর মোড়! নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল জানেন?

Newtown Murder Case: নিউটাউনে টোটোচালক খুনের কিনারা প্রায় করে ফেলেছে পুলিশ। তদন্তে নেমে বিশেষ করে ওই এলাকার সিসিটিভি ফুটেজ হাতে আসার পর রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন তদন্তকারীরা।

Newtown Murder Case: নিউটাউনে টোটোচালক খুনের কিনারা প্রায় করে ফেলেছে পুলিশ। তদন্তে নেমে বিশেষ করে ওই এলাকার সিসিটিভি ফুটেজ হাতে আসার পর রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন তদন্তকারীরা।

author-image
Joyprakash Das
New Update
2 arrested for assaulting and molesting female police officer at Newtown police station: নিউটাউন থানায় মহিলা পুলিশ অফিসারকে মারধর,শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ২

New Town Police Station: নিউটাউন থানা।

2 minors arrested for murdering a toto driver in Newtown: নিউটাউনে টোটোচালক খুনের ঘটনায় পরিবারের অভিযোগ ছিল, নিহতের প্রেমিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। তেমন অভিযোগ পেতেই পুলিশও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেছে। তবে গোটা তদন্তের গতিপথ পাল্টে যায় মারাত্মক এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরেই। 

Advertisment

পুলিশ সূত্রে খবর রাস্তার একটি সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। সেখানে দেখা যায় দুই নাবালক ওই টোটো করে যাচ্ছে। এর পরেই ওই নাবালকদের খোঁজ শুরু হয়। সোমবার সকালে তাদের খোঁজ পায় পুলিশ। তাদের আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদে ধৃতরা ওই টোটোচালককে খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

কীভাবে খুন?

সূত্রের খবর, প্রথমে হাতুড়ি দিয়ে পিছন থেকে মাথায় আঘাত করা হয় ও পরে একের পর এক আঘাত করা হতে থাকে। হাতুড়ির পাশাপাশি আরও কোনো ধারালো অস্ত্র ছিল বলে জানতে পেরেছে পুলিশ। 

Advertisment

আরও পড়ুন- Suvendu On Pathatpratima Fire Cracker Factory Blast: ফের বাংলার বুকে বিস্ফোরণে মৃত্যু-মিছিল, রাজ্যকেই দুষে সোচ্চার শুভেন্দু-সুকান্তরা

তবে শুধুই ওই দুই নাবালকের পক্ষে লম্বা-চওড়া ওই ব্যক্তিকে খুন করা সম্ভব? নাকি এর পিছনে আরও কেউ জড়িত আছে? আগে থেকে কেউ কি ঘটনাস্থলে ছিল? এই সমস্ত বিষয় জানতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।

2 minors arrested for murdering a toto driver in Newtown
Newtown News: খুনের ঘটনায় আটক দুই নাবালক।

 

কেন খুন ?

পুলিশ সূত্রে খবর ও পরিবারের দাবি, সুশান্ত ঘোষ নামে নিহত ওই টোটোচালকের সঙ্গে মামনি নামে ওই মহিলার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেই সূত্রেই তার বাড়িতে যাতায়াত ছিল সুশান্তর। এই মামনির এক মেয়ের সঙ্গেও সম্পর্ক তৈরি করতে চাইছিল সুশান্ত, মামনির মেয়ের প্রেমিক ছিল ধৃত নাবালক। সে গোটা বিষয়টি জানতে পারে। সুশান্তর ব্যবহারে ওই নাবালকের আক্রোশ বাড়তে থাকে। এরপরেই পরিকল্পনা মাফিক এই খুনের ছক কষা হয়েছিল। দুই নাবালক সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- Ram Navmi in West Bengal: হিন্দুত্ব ইস্যুতে চড়ছে পারদ, রামনবমীতে ২ হাজারের বেশি মিছিল, রাজ্য জুড়ে মেগা প্ল্যানিং পুলিশ-প্রশাসনের

শনিবার সুশান্তের বাড়িতে ওই প্রেমিক নাবালক টোটো ভাড়া করতে যায়। তাকে না পেয়ে তার ফোন নাম্বর নিয়ে আসে এবং রবিবার রাত সাড়ে দশটা নাগাদ তাকে ডাকে। এই খুনের পিছিনে তার এক বন্ধুকেও সঙ্গে নেয়। দু'জনে মিলে এই রোমহর্ষক কাণ্ড ঘটায় তারা।

Bengali News Today news in west bengal news of west bengal Murder Newtown