অশান্ত হাওড়া। বৃহস্পতিবারের পর শুক্রবারও হাওড়াজুড়ে হিংসার ঘটনা ঘটেছে। ঝুঁকি নিতে নারাজ প্রশান। পরিস্থিতি মোকাবিলায় ৩ দিন ১৪৪ ধারা জারি রয়েছে। জেলাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। সেই সঙ্গেই হাওড়ার আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারে পুলিশস্তরে কড়া পদক্ষেপও করল নবান্ন। হাওড়া কমিশনারেট ও হাওড়া গ্রামীণ অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় বেশ কয়েকজন আইপিএস-কে নিয়োগ করা হল। শুক্রবার রাতেই রাজ্য পুলিশের ডিজি এই নির্দেশিকা জারি করেছেন।
নির্দেশিকায় উল্লেখ, হাওড়া পুলিশ কমিশনারেট অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষার তদারকি করবেন এডিজি-আইজিপি (অ্যাডমিন-১) আইপিএস নীরজ কুমার সিং। তাঁকে সহায়তা করবেন,
- নিশাত পারভেজ- আইপিএস, আইজিপি, ট্রাফিক হেডকোয়ার্টার, কালিম্পং
- মিরাজ খালিদ- আইপিএস, ডিআইজি, সিআইডি (অপরেশন) পশ্চিমবঙ্গ
- সুমনজিৎ রায়- আইপিএস, ডিআইজি (বর্ডার) আইবি, পশ্চিমবঙ্গ
- আঞ্জলি সিং- আইপিএস, সিও, স্যাপ সেকেন্ড বিএন
- হোসেন মেহেদি রহমান- আইপিএস, এসপি, সিআইএফ পশ্চিমবঙ্গ
- অজিত সিং যাদব- আইপিএস, এসপি ফরেস্ট প্রোটেকশন পশ্চিমবঙ্গ
হাওড়া গ্রামীণ অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় তদারকি করবেন আইপিএস, এডিজি, ইবি পশ্চিমবঙ্গ অজয় কুমার। তাঁকে সহায়তা করবেন,
- কল্যাণ মুখোপাধ্যায়- আইপিএস, ডিআইজি সিআইডি (স্পেশাল) পশ্চিমবঙ্গ
- ফারহাৎ আব্বাস- আইপিএস, ডিআইজি (এপি) দুর্গাপুর
- চন্দ্রশেখর বর্ধন- আইপিএস, সিও, স্যাপ সিক্সথ বিএন
- অনমিত্র দাস- আইপিএস, সিও, ইএফআর থার্ড বিএন
নূপুর শর্মা, নবীর জিন্দালদের পয়গম্বর বিরোধী মন্তব্যের জেরে বৃহস্পতিবার প্রায় ১১ ঘন্টা ডোমজুড়ে জাতীয় সড়ক ১১৬ অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। সামান্য হিংসার ঘটনাও ঘটে। মুখ্যমন্ত্রী অবরোধ তোলার অনুরোধ করেন। তারও প্রায় সাড়ে চার ঘন্টা পর অবরোধমুক্ত হয় জাতীয় সড়ক। কিন্তু, শুক্রবার সকাল থেকেই হাওড়ার ধুলাগড়, উলুবেড়িয়া সব বেশ কয়েকটি জায়গায়া বিক্ষোভ মাথাচাড়া দেয়। ধুলাগড়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ হয়। পুলিশকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি, পাথর ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। একই অবস্থা উলুবেড়িয়া, পাঁচলা, বজবজ, মেটিব্রেুজেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার রাজ্যের এইসব এলাকায় সেনা নামানোর দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এরপরই পরিস্থিতি মোকাবিলায় হাওড়াজুড়ে সোমবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জারি ১৪৪ ধারা।
আরও পড়ুন- পয়গম্বর বিরোধী মন্তব্য: বিক্ষোভে উত্তাল দেশ, নিহত ১, জায়গায় জায়গায় বন্ধ ইন্টারনেট