Partha-Kuntal-Sujaykrishna: বেড়াতে যাওয়ার 'বায়না' কুন্তলের, কী বললেন বিচারক? পার্থ-কাকুকে নিয়েও বড় খবর!

WB SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেই জামিনে মুক্তি পেয়েছেন কুন্তল ঘোষ। তবে সেক্ষেত্রে তাঁকে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে আদালত। এবার সেই কুন্তলেরই নয়া আবেদন চর্চায়।

WB SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেই জামিনে মুক্তি পেয়েছেন কুন্তল ঘোষ। তবে সেক্ষেত্রে তাঁকে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে আদালত। এবার সেই কুন্তলেরই নয়া আবেদন চর্চায়।

author-image
IE Bangla Web Desk
New Update
recruitment scam case partha chatterjee kuntal ghosh sujay krishna bhadra kalighater kaku ssc scam,এসএসসি দুর্নীতি,কালীঘাটের কাকু,সুজয়কৃষ্ণ ভদ্র,পার্থ চট্টোপাধ্যায়,কুন্তল ঘোষ

Partha Chatterjee, Kuntal Ghosh & Sujaykrishhna Bhadra: পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ ও সুজয়কৃষ্ণ ভদ্র।

নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে মঙ্গলবার বিচার ভবনে একাধিক প্রসঙ্গ ঘিরে চর্চা তুঙ্গে উঠেছে। বিচারকের কাছে বেড়াতে যাওয়ার আবেদন জানিয়েছেন আপাতত জামিনে মুক্ত কুন্তল ঘোষ। অন্যদিকে ফের প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির আরও এক অভিযুক্ত 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রও অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

Advertisment

আবারও অসুস্থ হয়ে জেল হাসপাতালে ভর্তি হতে হয়েছে নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার খবর বিচারককে রিপোর্ট পাঠিয়ে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে না চাইলে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছিল। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বহন করতে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কেই। তবে এবার পা ফোলার সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে জেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা হচ্ছে। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: হিন্দুরা এককাট্টা হতেই ভয় মমতার? শুভেন্দুর নেতৃত্বে হুলস্থূল, উত্তাল রাজ্য বিধানসভা

অন্যদিকে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী আদালতে জানিয়েছেন তাঁর মক্কেল ফের অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণে সুজয়কৃষ্ণ ভদ্রকেও হাসপাতাল নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে বলেও তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন। এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর আপাতত জামিনে মুক্ত রয়েছেন কুন্তল ঘোষ। শর্তসাপেক্ষে এই কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করেছিলেন বিচারক। এবার সেই কুন্তল ঘোষ বেড়াতে যাওয়ার আবেদন জানিয়েছেন আদালতে। 

আরও পড়ুন- Mamata-Dilip: ফের স্বমহিমায় দিলীপ! ঘনিষ্ঠ সায়ন্তনকে পাশে নিয়েই মমতাকে তীব্র আক্রমণ

পুরী বেড়াতে যেতে চান কুন্তল ঘোষ। এদিন আদালত কুন্তলের সেই আবেদন মঞ্জুর করেছে। তবে এক্ষেত্রেও কুন্তলকে কিছু শর্ত বেঁধে দিয়েছেন বিচারক। একদিন অন্তর মামলার তদন্তকারী অফিসার ফোন করবেন কুন্তলকে। এ ব্যাপারে কুন্তলকেও সম্পূর্ণরূপে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিচারক।

partha chatterjee Bengali News Today WB SSC Scam Kuntal Ghosh Sujaykrishna Bhadra news in west bengal news of west bengal