Dilip Ghosh criticizes Mamata Banerjee: ফের স্বমহিমায় দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফের সেই পুরনো ঢঙেই চাঁচাছোলা ভাষায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন প্রাক্তন BJP রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ সফর নিয়ে তুলোধোনা প্রাক্তন গেরুয়া সাংসদের।
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন হুগলির ফুরফুরা শরিফে। মুসলিমদের পবিত্র এই ধর্মস্থানে দাঁড়িয়ে একাধিক প্রকল্পেরও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফুরফুরা শরিফ সফর ঘিরে 'ভোট রাজনীতির' অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারীর পর এবার দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী।
মমতাকে তুলোধনা দিলীপের :
"ফুরফুরা নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করছেন। ওখানকার কর্তাদের মধ্যেই দ্বিমত আছে। ত্বহা সিদ্দিকীর রাজনীতি অনেকেই পছন্দ করেন না। মমতা মুসলিম ভোট পাইয়ে দেওয়ার ঠিকা নিয়েছেন।" দিঘায় মসজিদ তৈরির দাবি জানিয়েছেন ত্বহা সিদ্দিকী। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বিঁধে দিলীপ ঘোষ বলেন, "সরকার যখন কোনও মন্দির-মসজিদ তৈরি করতে যাবে বাকিরাও দাবি করবে। মন্দির-মসজিদ তৈরি করা সরকারের কাজ নয়। স্বাধীনতার পর সোমনাথ মন্দির হয়েছে ভক্তদের টাকাতেই। রাম মন্দিরও ভক্তদের টাকায় তৈরি হয়েছে। মমতা ব্যানার্জিকে কে বলেছে মন্দির তৈরি করতে! দেশ তৈরি করুন, মন্দির নয়।"
আরও পড়ুন- West Bengal News Live: হিন্দুরা এককাট্টা হতেই ভয় মমতার? শুভেন্দুর নেতৃত্বে হুলস্থূল, উত্তাল রাজ্য বিধানসভা
উল্লেখ্য, মঙ্গলবার বিধাননগর এমপি-এমএলএ আদালতে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাজিরা দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। কাঁথিতে ২০১৯ সালে অমিত শাহের সভাকে কেন্দ্র করে তৃণমূলের কর্মীদের সঙ্গে গন্ডগোল হয়েছিল বিজেপি কর্মী-সমর্থকদের। সেই ঘটনাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ-সহ বিজেপির ৩১ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে হাজিরা দেন দিলীপ ঘোষ ও অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা। ৩১ জনকেই ওই মামলায় বেকসুর খালাস করেছেন বিচারক।
আরও পড়ুন- Suvendu Adhikari: দায়িত্ব পালনে ব্যর্থ সরকার, হুঙ্কার শুভেন্দুর, বীরভূম হিংসার ঘটনায় বিবৃতির দাবি, উত্তাল বিধানসভা