West Bengal News Live:যাদবপুর-কাণ্ডে ফের গ্রেফতারি, থানার সামনে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

West Bengal News Highlights Today 18 March: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Highlights Today 18 March: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
jadavpur university

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Live:যাদবপুর কাণ্ডে আরও এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ মার্চ রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মী সংগঠন 'শিক্ষা বন্ধু'র অফিসে আগুন লাগানোর অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে যাদবপুর থানাতেও অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে এবার যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সৌপ্তিক চন্দ্র নামে ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল থানায়। জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisment

আগামী বছরের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী হবেন শুভেন্দু অধিকারী? বেশ কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে জল্পনা বেড়েই চলেছে। তবে এবার আগামী বছরের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর প্রার্থী হওয়া নিয়ে নিজের অবস্থান অনেকটাই যেন স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা নিজেই। শুভেন্দু অধিকারী মঙ্গলবার বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছেন ১ হাজার ৯৫৬ ভোটে। আবার ভবানীপুরেও '২৬ সালে বিজেপির প্রার্থীকে দিয়ে ওনাকে হারাব। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসেবে রয়েছেন।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ তৃণমূলের। মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "মহাকুম্ভ থেকে একতার অমৃত পেয়েছি আমরা। দেশের সব প্রান্ত থেকে মানুষজন গিয়ে এক হয়েছেন প্রয়াগরাজের তীর্থক্ষেত্রে। গোটা বিশ্বে আমরা ভাঙন দেখছি, সেখানে বৈচিত্রের মাঝে ঐক্যের উজ্জ্বল ছবি তুলে ধরেছে মহাকুম্ভ।" মোদীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, "একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বৈচিত্রের মাঝে ঐক্যের বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই যোদ্ধা শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, সুকান্ত মজুমদাররা বাংলায় সাম্প্রদায়িক হিংসার আগুনে ঘি ঢালছেন।" 

  • Mar 18, 2025 20:12 IST

    West Bengal News Live:অধ্যক্ষকে আক্রমণ বিরোধী দলনেতার

    আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে এদিন শুভেন্দু লিখেছেন, "বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় (একটি আলোচিত বিষয়) স্পিকার একটি মুলতুবি প্রস্তাব থেকে 'হিন্দুত্ব' শব্দটি মুছে ফেললেন। কেন? 'হিন্দুত্ব' শব্দটি কি অসাংবিধানিক বা অসাংবিধানিক? তিনি কীভাবে 'হিন্দুত্ব' শব্দটি সম্পাদনা এবং মুছে ফেলতে পারেন? তিনি হিন্দুবিরোধী। তাঁর দল হিন্দুবিরোধী। তিনি আমাদের কণ্ঠস্বর দমন করে হিন্দুত্ববাদী বিধায়কদের কোণঠাসা করার জন্য তাঁর পদের অপব্যবহার করছেন। আমরা পিছপা হব না। আমরা আমাদের আওয়াজ তুলব এবং তাঁকে 'হিন্দুত্ব' শব্দটি শোনাতে বাধ্য করব, যা তিনি খুব ঘৃণা করেন। এছাড়াও, আমরা তাঁর বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে বিষয়টি উত্থাপন করব এবং তাদের জানাব যে কীভাবে তারা একজন হিন্দুবিরোধী প্রচারককে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রবেশ করতে দিয়েছেন।"



  • Mar 18, 2025 19:58 IST

    West Bengal News Live:মেট্রোর দুরন্ত তৎপরতার ভূয়সী প্রশংসা

    যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, মেট্রো রেলওয়ে প্রায়শই নানা সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করে। অগ্নিকাণ্ডের মতো যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেও নিয়মিতভাবে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং পর্যালোচনা করা হয়। টানেলের ভিতরে অগ্নিকাণ্ড বা অন্য কোনও জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য তাদের প্রস্তুতি পরীক্ষা এবং দক্ষতা উন্নত করার জন্য বিভিন্ন করিডোরে বিভিন্ন বিভাগের মেট্রো কর্মীদের নিয়মিত প্রশিক্ষণও দেওয়া হয়।



  • Advertisment
  • Mar 18, 2025 19:18 IST

    West Bengal News Live:তারাপীঠ মন্দিরে অশান্তি

    তারাপীঠ মন্দিরের জটিলতা মেটাতে অফিসে ডেকে সেবায়েতকে হুমকির অভিযোগ উঠল রামপুরহাটের মহকুমা শাসকের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারাপীঠ মন্দিরের সেবায়েতদের একাংশ। তাঁদের দাবি শাসক দলের নির্দেশে চলছেন মহকুমা শাসক। বিষয়টি নিয়ে পাল্টা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেবায়েতদের একাংশ। 



  • Mar 18, 2025 18:49 IST

    West Bengal News Live:ঘনিষ্ঠকে লক্ষ-লক্ষ টাকার সরকারি কাজ

    টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে BJP পরিচালিত মালদহের হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির তৃণমূলের জনপ্রতিনিধিদের অভিযোগ, অনলাইন পদ্ধতি বাদ দিয়ে অবৈধভাবে অফলাইনে ২৫ লক্ষ টাকার সোলার লাইটের টেন্ডার ছাড়া হয়। এমনকী বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির ঘনিষ্ঠ এক ঠিকাদারকেই এই কাজ পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই টেন্ডারের পদ্ধতি নিয়ে জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সম্পূর্ণ বিষয়টি নিয়ে ব্লক এবং জেলা প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন হবিবপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের নির্বাচিত সদস্যরা। 



  • Mar 18, 2025 17:48 IST

    West Bengal News Live: দীর্ঘদিন পর এক ফ্রেমে শুভেন্দু-দিলীপ

    দীর্ঘদিন পর ফের বিধানসভায় দেখা গেল দিলীপ ঘোষকে। শুভেন্দু অধিকারী নিজে ফোন করে দিলীপ ঘোষকে বিধানসভায় যেতে অনুরোধ করেছিলেন। মঙ্গলবার বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দলের বাকি বিধায়কদের সঙ্গেও বেশ কিছুক্ষণ আড্ডা দিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে দলের বিধায়কদের মূল্যবান কিছু টিপসও দিয়েছেন দাপুটে এই রাজনীতিবিদ। এদিকে বহু দিন পর ফের শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে এক ফ্রেমে দেখে BJP-র অন্য বিধায়করাও এদিন রীতিমতো 'চার্জড' ছিলেন। দুই নেতাকে একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে পাশে চান তাঁরা। 

    বিস্তারিত পড়ুন- Suvendu-Dilip: দীর্ঘদিন পর এক ফ্রেমে শুভেন্দু-দিলীপ, চনমনে BJP বিধায়করা, মিলছে 'বড় ইঙ্গিত'!



  • Mar 18, 2025 16:39 IST

    West Bengal News Live: মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃমূল সুপ্রিমোকে ফের চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা। সেই সঙ্গে তাঁর সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হলেও বিধানসভার চলতি অধিবেশনে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু। আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেছেন, "বিরোধী দলনেতাকে ৯ মাস বাইরে রেখেছেন। আর তো দুটো সেশন আছে। একটা বাদল অধিবেশন ও আর একটা শীতকালীন অধিবেশন। তারপরে তো দু'দিনের ভোট অন অ্যাকাউন্ট। তারপরে নির্বাচন। তারপর আপনারা প্রাক্তন। কেজরিওয়াল যেখানে.. মমতাও যাবেন সেখানে। আমরা কোনও সম্প্রদায়ের বিরোধী নই। আমরা তৃণমূলের নীতির বিরোধী।"

    বিস্তারিত পড়ুন- Mamata-Suvendu: 'কেজরিওয়াল যেখানে মমতাও যাবেন সেখানে', তৃণমূলনেত্রীকে বেনজির কটাক্ষ বিরোধী দলনেতার



  • Mar 18, 2025 14:15 IST

    West Bengal News Live: বন আধিকারিকের উপর হামলা

    ট্র্যাক্টর দিয়ে ধাক্কা মেরে গাছের ক্ষতি করার  প্রতিবাদ করায় রক্তাত হলেন বন আধিকারিক। স্ক্রু-ড্রাইভার দিয়ে আক্রমণ চালিয়ে পূর্ব বর্ধমানের 
    আউশগ্রামের অদুরিয়া জঙ্গলের বিট অফিসার পিনাকী ভট্টাচার্যকে রক্তাত করার অভিযোগে পুলিশ ট্র্যাক্টর চালক শেখ খোকন মল্লিককে গ্রেপ্তার করেছে।সোমবারের এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে আউশগ্রামের বাসিন্দা মহলে। 



  • Mar 18, 2025 14:04 IST

    West Bengal News Live:হাসপাতালে নেই অ্যান্টি র‍্যাবিশ ভ্যাক্সিন

    দীর্ঘ এক সপ্তাহের বেশী সময় ধরে বারুইপুর মহকুমা হাসপাতালে নেই অ্যান্টি র‍্যাবিশ ভ্যাক্সিন। ফলে সমস্যায় পড়েছেন বহু রোগী। এই হাসপাতালের উপর নির্ভরশীল বারুইপুর থানা এলাকার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা। গুরুতর এই সমস্যার সুরাহা না হওয়ায় আন্দোলনে নেমেছে বিজেপির যুব মোর্চা। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বারুইপুর হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। সেই সঙ্গে হাসপাতাল সুপারের পদত্যাগও দাবি করেছেন বিক্ষোভকারীরা। এদিন বারুইপুর হাসপাতালের সুপারের কাছে স্মারকলিপিও জমা দেন বিজেপি যুব মোর্চার কর্মীরা। 



  • Mar 18, 2025 14:02 IST

    West Bengal News Live:পাথর চাপা পড়ে মৃত্যু আদিবাসী বালকের

    পাথরবোঝাই লরি উল্টে পাথর চাপা পড়ে মৃত্যু হলো এক আদিবাসী বালকের। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। ভাঙচুর করা হয় লরি। আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো রাজস্ব আদায়ের অফিস। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার সন্তোষপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মুরারই থানার পুলিশ। জানা গিয়েছে আজ দুই আদিবাসী বালককে মোটরসাইকেলে চাপিয়ে স্কুলে যাচ্ছিলেন নাইকি হাঁসদা নামে এক যুবক। মুরারই থানার সন্তোষপুর গ্রামের কাছে রাস্তার পাশে একটি পাথরবোঝাই লরি বিকল হয়ে দাঁড়িয়েছিল। লরির পাশ দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় লরিটি তাদের উপরে উল্টে যায়। পাথর চাপা পড়ে যায় দুই বালক সহ তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাজেশ হাঁসদা নামে সাত বছরের এক বালকের। 



  • Mar 18, 2025 14:02 IST

    West Bengal News Live: ইউনূসের পর্দা ফাঁস করে বোমা ফাটালেন মার্কিন গোয়েন্দা প্রধান

     মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডের নিশানায় এবার ইউনূস। মার্কিন গোয়েন্দা প্রধান এমন কী বললেন যাতে চরম বিপাকে ইউনূস সরকার? তুলসী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে সঠিক আচরণ করা হচ্ছে না এবং তাদের টার্গেট করা হচ্ছে। এখন মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তুলসী গ্যাবার্ডের মন্তব্য খণ্ডন করে অসন্তোষ প্রকাশ করেছে।

    বাংলাদেশে হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ চালানো হচ্ছে। এমনকি তাদের বাড়িঘর এবং হিন্দু মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অনেক ঘটনাও প্রকাশ্যে এসেছে। এখন এই সত্যটি মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সমগ্র বিশ্বের সামনে তুলে ধরেছেন, যার পর ইউনূস সরকার ক্ষুব্ধ। বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্পও এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন।



  • Mar 18, 2025 14:01 IST

    West Bengal News Live:মমতাকে তীব্র আক্রমণ দিলীপের

    ফের স্বমহিমায় দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফের সেই পুরনো ঢঙেই চাঁচাছোলা ভাষায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন প্রাক্তন BJP রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ সফর নিয়ে তুলোধোনা প্রাক্তন গেরুয়া সাংসদের।গতকালই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন হুগলির ফুরফুরা শরিফে। মুসলিমদের পবিত্র এই ধর্মস্থানে দাঁড়িয়ে একাধিক প্রকল্পেরও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফুরফুরা শরিফ সফরে 'ভোট রাজনীতির' অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারীর পর এবার দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন- Mamata-Dilip: ফের স্বমহিমায় দিলীপ! ঘনিষ্ঠ সায়ন্তনকে পাশে নিয়েই মমতাকে তীব্র আক্রমণ



  • Mar 18, 2025 13:54 IST

    West Bengal News Live: বিধানসভায় শুভেন্দু-দিলীপের সাক্ষাৎ

    বিধানসভায় মুখোমুখি শুভেন্দু-দিলীপ। দিলীপ ঘোষকে এদিন অভ্যর্থনা জানালেন বিরোধী দলনেতা। বিজেপির দুই হেভিওয়েটকে এসিন বেশ খোশ মেজাজে বিধানসভা চত্ত্বরে দেখা গিয়েছে। সেই সঙ্গে হাজির ছিলেন বিজেপির অন্যান্য বিধায়করাও। বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচনের সঙ্গে আজকের এই সৌজন্যের কোন সম্পর্ক আছে কিনা তা ভবিষ্যতেই জানা যাবে। 



  • Mar 18, 2025 13:43 IST

    West Bengal News Live: পার্থর জামাইয়ের বয়ান রেকর্ড

    রাজসাক্ষী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বয়ান রেকর্ড। শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয় কল্যাণময় ভট্টাচার্যের বয়ান। রাজসাক্ষী হিসেবে তার বয়ান রেকর্ড করা হয়। সূত্রের খবর সেই বয়ানে কোটি কোটি টাকার হিসাবের উল্লেখ। 



  • Mar 18, 2025 13:40 IST

    West Bengal News Live: ওবিসি মামলায় নতুন করে সমীক্ষা, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য

    নতুন করে অন্তর্ভুক্তির জন্য ওবিসি সমীক্ষা করবে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। অন্তর্ভুক্তির জন্য তিন মাস সময় লাগবে জানালো রাজ্য। ওবিসি সার্টিফিকেট মামলায় এদিন শুনানি হয় সুপ্রিম। সমীক্ষার জন্য তিন মাস সময়। এর আগে ২২ মে ২০২৪ হাইকোর্টে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। জুলাইয়ে এই মামলার পরবর্তী শুনানি। কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য, তা যাচাই করা হচ্ছে বলে সুপ্রিম কোর্টে জানালো রাজ্য



  • Mar 18, 2025 13:22 IST

    West Bengal News Live: শুভেন্দুর 'চ্যাংদোলা' মন্তব্যের পাল্টা 'ঠুসে' দেওয়ার দাওয়াইয়ে চরম বিপাকে হুমায়ূন

    তৃণমূলের পরষদীয় শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা তৃণমূলের বিধায়ক হুমুয়ন কবীরের। ১ পাতার জবাবে ২ পাতার উত্তর। দলীয় সূত্রে খবর, ভরতপুরের বিধায়কের বক্তব্যতে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি। বক্তব্যের আরও ব্যাখ্যা দিতে কমিটিতে ডাক। 



  • Mar 18, 2025 12:24 IST

    West Bengal News Live: 'একতার শক্তি মহাকুম্ভ',

    লোকসভায় ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রামমন্দিরের পর মহাকুম্ভের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভাষণে স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের উল্লেখ। যারা আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল মহাকুম্ভ তাদেরও যথাযথ জবাব দিয়েছে, উল্লেখ মোদীর। প্রধানমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন, 'আমাদের দেশে র ইতিহাসে এমন অনেক মুহূর্ত আছে যা দেশকে নতুন দিশা দেখিয়েছে'।  কুম্ভ নিয়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। ভারতের যুব সমাজ ভারতের পরম্পরাকে সাদরে গ্রহণ করেছে। দেড় মাস মহাকুম্ভ নিয়ে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। একতার শক্তি মহাকুম্ভ'।  বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও ভারতের একাত্মই সবচেয়ে বড় শক্তি উল্লেখ মোদীর। 



  • Mar 18, 2025 12:22 IST

    West Bengal News Live: বিজেপির পোস্টারের পাল্টা তৃণমূল

    বিধান নগরে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের আইটি ও সোশ্যাল মিডিয়ার শাখার পক্ষ থেকে একাধিক পোস্টার। মূলত হিন্দুত্ব নিয়ে এই পোস্টগুলি। বিধান নগরের বিকাশ ভবনের উল্টোদিকে এবং করুণাময়ী মোড়ে  একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের আইটি ও সোশ্যাল মিডিয়ার শাখার পক্ষ একাধিক পোস্টার। পোস্টগুলোতে লেখা রয়েছে,  "হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই ", "হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিংকে ফাইন খাই", "হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণ মন্ত্রী নাই ",  "হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই "। মঙ্গলবার সকালে বিকাশ ভবনের মেন গেটের উল্টোদিকে এবং করুনাময় মোড়ে এইরকম পোস্টার দেখা যায়।  পোস্টারের তলায় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা লেখা রয়েছে। প্রশ্নগুলি কখন লাগানো হয়েছে সে বিষয়ে জানা যায়নি এখনো।



  • Mar 18, 2025 11:58 IST

    West Bengal News Live: তুলসিকে মহাকুম্ভের জল, পাল্টা রুদ্রাক্ষের মালা উপহার পেলেন মোদী

    সোমবার দিল্লিতে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়, প্রধানমন্ত্রী মোদী বলেন যে তিনি এবং ভারতের ১৪০ কোটি মানুষ চলতি বছরের শেষের দিকে ট্রাম্পে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

    এই বৈঠকের পর, প্রধানমন্ত্রী মোদী বলেন যে উভয় দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সামুদ্রিক ও সাইবার নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী মোদী মহাকুম্ভ থেকে আনা গঙ্গা জল তুলসী গ্যাবার্ডে উপহারও দিয়েছিলেন। তুলসী গ্যাবার্ড প্রধানমন্ত্রীকে একটি রুদ্রাক্ষের মালা উপহার দেন।


    প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী গত মাসে তাঁর ওয়াশিংটন সফর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাঁর ফলপ্রসূ আলোচনার কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী মোদী তার মার্কিন সফরের সময় তুলসী গ্যাবার্ডের সাথে তার কথোপকথনের কথাও স্মরণ করেন এবং প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ প্রযুক্তি, সন্ত্রাসবাদ দমন এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।



  • Mar 18, 2025 11:34 IST

    West Bengal News Live: শাহরুখকে ডাহা গোল, ১০০ কোটির বেশি কর দিয়ে সেলিব্রিটি কর দাতাদের তালিকায় বিগ বি!

    সেলিব্রিটি করদাতাদের তালিকায় উঠে এলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।  ৮২ বছর বয়সেও চলচ্চিত্র জগতে তিনি নিজের দৃঢ় অবস্থান ধরে রেখেছেন। রিপোর্ট  অনুসারে, ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ৩৫০ কোটি টাকা, যার উপর তিনি ১২০ কোটি টাকার বড় অঙ্কের আয়কর দিয়েছেন। গত বছর, শাহরুখ খান ৯২ কোটি টাকা কর দিয়ে শিরোনামে আসেন। আর এবার বিগ বি তাকে পেছনে ফেলে ১২০ কোটি টাকা কর দিয়েছেন।



  • Mar 18, 2025 11:29 IST

    West Bengal News Live: বিজেপি করার অপরাধে মেলেনি জলের কানেকশন, বিক্ষোভ

    বিজেপি করার অপরাধে 'নির্জলা' রাজডাঙ্গার ৬০টি পরিবার। এনিয়ে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর। বারে বারে গিয়ে অনুরোধ জানিয়েও জলের লাইন মেলেনি, কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। আমরা বৈষম্যমূলক আচরণ করি, দাবি বিমান বন্দোপাধ্যায়ের। 



  • Mar 18, 2025 11:25 IST

    West Bengal News Live: বিএসএফের কথা অমান্য করে ওয়াচ টাওয়ার তৈরির চেষ্টা , সীমান্তে চরম উত্তেজনা

    মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। গতকাল সকালে সীমান্তের দেড়শো গজের মধ্যে ওয়াচ টাওয়ার তৈরির চেষ্টা বিজিবির। তাতেই বাধা দেয়বিএসএফ। বিএসএফের কথা অমান্য করে ওয়াচ টাওয়ার তৈরির চেষ্টা করা হয় বিজিবির তরফে।  এনিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। 



  • Mar 18, 2025 11:20 IST

    West Bengal News Live: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতার বক্তব্য, লোককে বোনা বানানোর কৌশল, গর্জে উঠলেন শুভেন্দু

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নয়, কেলগ কলেজে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। এই কেলগ কলেজে হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩৫টি কলেজের মধ্যে একটি। ২০২৩-এর বিশ্ব বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান কলেজের প্রেসিডেন্ট। এনিয়ে এবার খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এপ্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, 'কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিটি কলেজের অনুষ্ঠানে কেউ যদি অংশ নেন তাহলে সেটা কী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান', প্রশ্ন তুলেছেন শুভেন্দু। সবই লোককে বোনা বানানোর কৌশল, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে খোঁচা। 



  • Mar 18, 2025 11:14 IST

    West Bengal News Live: সপ্তাহের প্রথমেই ব্যাঙ্ক ধর্মঘট, ৪৮ ঘন্টা ব্যাহত পরিষেবা, প্রভাব ATM-এও?

    দীর্ঘদিন নিয়োগ  'বন্ধ', তারই প্রতিবাদে ২দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্সের। আগামী সোম-মঙ্গলবার,ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। প্রভাব পড়তে পারে রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি ব্যাঙ্কে। পাশাপাশি প্রভাব পড়তে পারে ATM-এও!



  • Mar 18, 2025 10:45 IST

    West Bengal News Live: আগামী ১০ দিন ঝড় বৃষ্টি, কোন কোন রাজ্যে জারি সতর্কতা?

    আগামী ১০ দিন দেশের অনেক রাজ্যে ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের পূর্বাভাস। ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস (ECMWF) এর তথ্য অনুসারে, ২২ থেকে ২৮ মার্চের মধ্যে ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্র প্রদেশ, কেরল, অরুণাচল প্রদেশ, সিকিম, মেঘালয় এবং অসমে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই রাজ্যগুলিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়াও, ছত্তিশগড়, বিহার, মধ্যপ্রদেশের পূর্ব অংশ, তামিলনাড়ু এবং কর্ণাটকের দক্ষিণে হালকা থেকে মাঝারি এবং কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার কারণে তাপমাত্রাও কিছুটা কমতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 



  • Mar 18, 2025 10:34 IST

    West Bengal News Live: কিছুক্ষণের মধ্যে আইএসএস থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে সুনিতা

    কিছুক্ষণের মধ্যে আইএসএস থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে সুনিতারা। প্রস্তুতি একেবারে শেষের পর্যায়ের। আনডকিং প্রক্রিয়া শুরুর পথে। স্পেস-এক্স-এর ক্রু ৯ আর কিছুসময়ের মধ্যেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে। আবহাওয়ার কথা মাথায় রেখেই এগিয়ে আনা হল মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আসার দিন। 



  • Mar 18, 2025 10:04 IST

    West Bengal News Live: 'টাকা গাড়ি মোবাইল দিন, বিজেপির পদ নিন', পোস্টার ঘিরে ধুন্ধুমার


    ফের বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। সাত সকালেই দক্ষিণ কলকাতায় বিজেপির পোস্টার।  'টাকা গাড়ি মোবাইল দিন, বিজেপির পদ নিন। যোগাযোগ করুন দখিণ কলকাতার জেলা সভাপতি ও জেলা সধারণ সম্পাদকের সঙ্গে'। পোস্টার ঘিরে তুঙ্গে চর্চা। দলের নেতাদের বিরুধে কর্মীদের পোস্টার যাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।  



  • Mar 18, 2025 08:46 IST

    West Bengal News Live: ন্যায় বিচার পাবই, আশাবাদী আরজি করে নির্যাতিতার পরিবার

    আরজি কর মামলার (RG Kar Case) শুনানি হবে কলকাতা হাইকোর্টে, নিহত চিকিৎসকের বাবা-মায়ের আবেদনকেই শেষমেশ মান্যতা দিল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। সেই শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, নিহত চিকিৎসকের বাবা-মায়ের করা নতুন করে আবেদনের ভিত্তিতে মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হবে। এরপরই ন্যায় বিচারের আশায় বুক বাঁধছেন নির্যাতিতার পরিবার। নির্যাতিতার মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "এবার আমরা ন্যায় বিচার পাবই। শুধুমাত্র আন্দোলনকে আরও জোরদার করতে হবে"



  • Mar 18, 2025 08:45 IST

    West Bengal News Live: মার্চের শেষেই চিন সফরে ইউনূস, ভারতকে চাপে ফেলার নয়া কৌশল?

    মার্চের শেষেই চিন সফরে মোহাম্মদ ইউনূস, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা হতে পারে, ভারতের উদ্বেগ কি বাড়বে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস চলতি মাসের শেষ চিন সফর করবেন। এই সময় তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। ইউনূস ২৬ মার্চ চিনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ২৯ মার্চ পর্যন্ত বেজিংয়ে থাকবেন। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে এই সফরের উদ্দেশ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করা। 



news of west bengal news in west bengal modi Trump