Partha Chatterjee: 'পার্থই নাটের গুরু', তোপ CBI-এর, জামিন চেয়ে কেজরিওয়ালের তুলনা প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর

Recruitment Scam-CBI: নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই জামিনে মুক্ত। এখনও জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Recruitment Scam-CBI: নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই জামিনে মুক্ত। এখনও জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
SSC Recruitment Case Partha Chatterjee : এসএসসি নিয়োগ মামলা পার্থ চট্টোপাধ্যায়

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়।

Partha Chatterjee is desperate to get bail: বান্ধবী অর্পিতা জামিন পেয়ে বাড়িতে। একে একে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই জামিন পেয়েছেন। তবে বারবার আবেদন করেও সাড়া পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। কিছুতেই মিলছে না জামিন। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সব জায়গায় জামিন চেয়ে কার্যত মুখ পুড়ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তবুও জামিনের আবেদনে কার্যত মরিয়া হয়ে উঠেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আজ পার্থর জামিন আবেদনে উঠেছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) প্রসঙ্গ।

Advertisment

কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে CBI আইনজীবীর দাবি, "নিয়োগ দুর্নীতি মামলার কিং মেকার পার্থ চট্টোপাধ্যায়।" পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। ওঠে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে তাঁর সওয়ালে বলেন, "অরবিন্দ কেজরিওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও অনেক বেশি শক্তিশালী, প্রভাবশালী। তাও তাঁকে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তো এখন কোনও পার্টির সদস্য নন। তাঁকে জামিন দেওয়া হোক।"

তবে উচ্চ আদালত আজও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনে সাড়া দেয়নি। তৃণমূলের প্রাক্তন মহাসচিবের জামিন মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ ডিসেম্বর। এর আগেও সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

Advertisment

আরও পড়ুন- Kolkata Metro: পাতালপথে নয়া ইতিহাস কলকাতা মেট্রোর, যাত্রী-স্বার্থে মারকাটারি তৎপরতা 'সুপারহিট'

আরও পড়ুন-West Bengal News Live: ভার্চুয়াল শুনানিতেও গরহাজির, 'কালীঘাটের কাকু'র 'অসুস্থ'তার কারণ জানতে ডাক্তারদের বোর্ড চায় CBI

শীর্ষ আদালতে জামিনের আবেদন করে অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন প্রসঙ্গ তুলেছিলেন পার্থের আইনজীবী। এবার ফের একবার কলকাতা হাইকোর্টে জামিন চেয়ে সাড়া পেলেন না পার্থ।

আরও পড়ুন- Eastern Rail: যুগান্তকারী তৎপরতায় বাম্পার কাজ রেলের, ট্রেনের কামরায় যাত্রা এবার জমে ক্ষীর!

partha chatterjee Recruitment Scam Bangla News Bengali News Today West Bengal News Arpita Mukherjee news in west bengal news of west bengal