Reserve Bank of India cancels bank holidays for Eid al-Fitr on March 31: এক মাসের পবিত্র রমজান মাসের শেষে আসে খুশির ঈদ। এই বছর আজ ৩১ মার্চ অর্থাৎ সোমবার ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে । ঈদের দিনটি এমনিতেই ন্যাশনাল হলিডে হিসেবে বিচার্য্য। সেই কারণে ওই দিন সারা দেশেই সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অধিকাংশ অফিসেই ছুটি থাকে। তবে সব ক্ষেত্রেই জরুরিকালীন পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এমন ছুটির আওতার বাইরে থাকেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এই বছর আগে থেকে ৩১ মার্চ ঈদ-উল- ফিতর উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ সোমবার দেশ জুড়ে সমস্ত ব্যাংকেই ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই ছুটি বাতিল করা হয়েছে। ৩১ মার্চ সোমবার চলতি অর্থ বছরের শেষ দিন। ২০২৪-২৫ আর্থিক বছর শেষ হচ্ছে ৩১ তারিখ। স্বাভাবিকভাবেই এদিন ব্যাংকের কর্মীদের বিপুল চাপ থাকবে। সেই কারণে চলতি বছরের ৩১ মার্চ সব ব্যাংকের ছুটি বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ।
চলতি মাসের ১৭ মার্চ জারি করা একটি বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ, ২০২৫ তারিখে দেশের সব ব্যাংক খোলা থাকবে। এর আগে ঈদ-উল-ফিতর উদযাপনের কারণে RBI ক্যালেন্ডার অনুযায়ী দেশের কয়েকটি অংশের রাজ্যে ব্যাংকে ছুটির দিন হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
আরও পড়ুন- Strong earthquake: মায়ানমার, থাইল্যান্ডে তীব্র ভূমিকম্প, তাসের ঘরের মতো ভেঙে পড়ল গগনচুম্বী বহুতল, বহু মৃত্যুর আশঙ্কা
অর্থাৎ চলতি আর্থিক বছরের শেষ দিন অর্থাৎ ৩১ মার্চ ঈদ-উল-ফিতর হলেও ওই দিন ব্যাংকে যেতেই হবে কর্মচারীদের। আর্থিক বছরের শেষ দিনে আর্থিক লেনদেনের প্রক্রিয়া মসৃণভাবে পরিচালনা করতে রিজার্ভ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live: 'বালখিল্যপনা চলছে শিক্ষা নিয়ে', যাদবপুরের উপাচার্যকে সরানো নিয়ে বোসকে তুলোধোনা ব্রাত্যর
সারাদেশে এই বছর ৩১ মার্চ ব্যাংক খোলা থাকবে। তবে ব্যাংক খোলা থাকলেও ওই দিন অন্যান্য দিনের মতো সব ধরনের কাজ ব্যাংকে হবে না। নির্দিষ্ট কিছু কাজই ওই দিন ব্যাঙ্কগুলোতে হবে। জানা গিয়েছে, ট্যাক্স জমা, জিএসটি সম্পর্কিত টাকা পয়সার লেনদেন-সহ কিছু পরিষেবা মিলবে ব্যাংকে। তবে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ওই দিন মোবাইল ব্যাংকিং পরিষেবা-সহ অনলাইন সার্ভিস পুরোদমে চালু থাকবে।
আরও পড়ুন- JU: ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারপ্রাপ্ত উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল