New 50 Rupees Note: বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট, তবে কি পুরনো নোট বাতিল হচ্ছে?

Reserve Bank of India: এবার বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একথা জানানো হয়েছে।

author-image
IE Bangla Lifestyle Desk
আপডেট করা হয়েছে
New Update
New 50 Rupees Note, RBI, Reserve Bank of India, New Note, Indian Rupees, 50 Rupees Note,বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট

প্রতীকী ছবি।

Reserve Bank of India will soon introduce new Rs 50 notes: বাজারে ৫০ টাকার নতুন নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, শীঘ্রই বাজারে আনা হবে ৫০ টাকার নতুন নোট।

Advertisment

 শীঘ্রই বাজারে আসছে ৫০ টাকার এই নতুন নোট। তবে নতুন নোটে বিশেষ কোনও বদল হবে না বলেই জানা গিয়েছে। নতুন ৫০ টাকার নোট বাজারে আনা হলেও পুরনো ৫০ টাকার নোটগুলো কিন্তু বাতিল হচ্ছে না। নতুনের পাশাপাশি পুরনো নোটগুলোও সমানভাবে চলবে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পর থেকে অবসর গ্রহণ করেছেন শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাসের পর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদের দায়িত্ব এসেছেন সঞ্জয় মালহোত্রা। জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের নতুন নোটে মহাত্মা গান্ধীর ছবি থাকবে। পুরনো ৫০ টাকার নোটের সঙ্গে নতুন নোটের বিশেষ ফারাক হবে না। নতুন ৫০ টাকার নোটটি উচ্চতায় ৬৬ মিলিমিটার এবং দৈর্ঘ্যে ১৩৫ মিলিমিটার হবে। এই নতুন ৫০ টাকার নোটটি নীল রঙের হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live: 'বাংলাদেশের সমস্যা মেটানোর ভার মোদীর উপরেই ছাড়লাম', সাফ বললেন ট্রাম্প

Advertisment

২০০০ টাকার নোট বাতিলের পর দেড় বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের তরপে জানানো হয়েছে, এর মধ্যে গত ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত ৯৮.১৫ শতাংশ নোট বাজারে ফিরে এসেছে। তবে এখনো ৬ হাজার ৫৭৭ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোটের কোনও হদিশ নেই।

আরও পড়ুন- Local Train Cancel: শনি ও রবিবার বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, কোন শাখায়?

Reserve Bank of India NEWS New 50 Rupees Note