Local Train Cancel: শনি ও রবিবার বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, কোন শাখায়?

Local Train Cancel: ব্রিজ মেরামতির কাজ চলার জেরে আবারও লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। ভোগান্তি এড়াতে বিশদে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
eastern rail, rail, eastern railway, kolkata, sealdah division,howrah division,পূর্বরেল, রেল, কলকাতা, হাওড়া ডিভিশন,শিয়ালদহ ডিভিশন

Local Train Cancel: প্রতীকী ছবি।

bunch of local trains canceled on Tarkeswar route on Saturday and Sunday: আবারও বাতিল থাকবে গুচ্ছগুচ্ছ লোকাল ট্রেন। আগামিকাল অর্থাৎ শনিবার ও আগামী রবিবার তারকেশ্বর শাখায় বাতিল থাকছে বহু লোকাল ট্রেন। এই ট্রেন বাতিলের জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হতে পারে নিত্যযাত্রীদের। জানা গিয়েছে, নসিবপুর ও সিঙ্গুরের মাঝে ব্রিজ মেরামতির কাজ চলার জেরে আগামী শনি ও রবিবার লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল।

Advertisment

জানানো হয়েছে, আগামী শনিবার তারকেশ্বর শাখায় মোট তিনটি লোকাল ট্রেন বাতিল থাকবে। বাতিল থাকবে তারকেশ্বরগামী আপ ৩৭৩৪৯, ৩৭৩৫১ এবং ডাউন ৩৭৩৫৪ তারকেশ্বর লোকাল বাতিল থাকবে। শনিবার মাত্র তিনটি ট্রেন বাতিল থাকলেও রবিবার এই শাখায় বহু লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল।

রবিবার ছুটির দিন হওয়ার কারণেই একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির দিন হওয়ার কারণে অধিক পরিমাণে যাত্রীরা বাইরে বেরোবেন না। সেই কারণেই শনিবারের বদলে রবিবার তারকেশ্বর শাখায় বহু লোকাল ট্রেন একসঙ্গে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live: 'বাংলাদেশের সমস্যা মেটানোর ভার মোদীর উপরেই ছাড়লাম', সাফ বললেন ট্রাম্প

Advertisment

জানা গিয়েছে, আগামী রবিবার তারকেশ্বর-শেওড়াফুলির রুটে দুটি লোকাল ট্রেন বাতিল থাকবে। একইভাবে গোঘাট-তারকেশ্বর শাখায় চারটি লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও আরও একগুচ্ছ লোকাল ট্রেন রবিবার বাতিল রাখা হবে তারকেশ্বর শাখায়।

আরও পড়ুন- Bhangar News: মাধ্যমিকের ছাত্রীর শ্লীলতাহানি, প্রতিবাদ করলে হামলা, পুলিশের জালে তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

উল্লেখ্য, গত কয়েক মাসে পূর্ব রেলের বিভিন্ন শাখায় একাধিকবার ট্রেন বাতিলের সমস্যার জেরে ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। সিগন্যালিংয়ের কাজ থেকে শুরু করে অন্যান্য কাজের জেরেই ট্রেন বাতিলের মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। তবে শুধু বাতিল করাই নয়, বহু ট্রেন ঘুরপথে চালিয়ে বা তার গতি নিয়ন্ত্রণ করেও এগোচ্ছে কাজ।

আরও পড়ুন- Purba Bardhaman News: পেনের ঢাকনা আটকে ফুসফুসটাই অকেজো হতে বসেছিল, একরত্তি শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

Bengali News Eastern Railway Local Train Bengali News Today Tarakeshwar