Retired school teacher criticizes Kunal Ghosh: দিন কয়েক আগেই চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকেই চাকরিহারাদের ভলিন্টিয়ার সার্ভিস দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথারই তুমুল বিরোধিতায় সরব হয়েছে বিরোধী বাম এবং BJP। বিরোধী দলগুলির শিক্ষক সংগঠনের নেতারাও মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন। এই প্রসঙ্গেই এবার বিরোধীদের একহাত নিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তবে কুণালকে পাল্টা জবাবও দিয়েছেন প্রাক্তন শিক্ষক নেতা।
মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সমালোচনা করায় রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের নেতাদের নিশানা করে গতকালই কুণাল ঘোষ বলেছিলেন, "CPM আর BJP প্ররোচনা দিয়ে বলছে কেন ভলিন্টিয়ারি সার্ভিস! কংগ্রেসের একটা অংশও বলছে স্কুলে গিয়ে পড়ালে বেতন পাবেন না? আমি বাম-রাম শিক্ষকদের জিজ্ঞাসা করছি করোনার সময় দিনের পর দিন স্কুল বন্ধ ছিল, ক্লাস নিতে হয়নি, অনেক রাজ্যে বেতনও বন্ধ হয়ে গিয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নির্দিষ্ট তারিখে পুরো বেতন দিয়েছে। তখন মনে হয়নি স্কুলে যাচ্ছি না বেতন নেব কেন? তখন বেতন নিলেন কেন? ফেরত দিলেন না কেন?"
কুণাল ঘোষের এই আক্রমণের পাল্টা জবাবও দিয়েছেন একদা বামপন্থী শিক্ষক সংগঠন ABTA-র নেতা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, "আমরা তো ভলিন্টিয়ার সার্ভিস চাইনি। ঘরে বসে বেতনও চাইছি না। SSC যে নামের তালিকা পাঠিয়েছিল, পর্ষদ তার থেকে বেশি নাম পেল কোথা থেকে? বারবার প্রাইমারি, আপার প্রাইমারি, নন-টিচিং, গ্রুপ-সি, গ্রুপ-ডি প্রত্যেক ক্ষেত্রে SSC যে তালিকা বোর্ডকে পাঠিয়েছে আর বোর্ড যে অ্যাপয়নমেন্ট দিয়েছে সেই সংখ্যা বেশি। এটা পেল কোথা থেকে? এর উত্তর কুণালবাবু দিতে পারবেন? মুখ্যমন্ত্রীও এর উত্তর দিতে পারবেন?"
আরও পড়ুন- West Bengal News Live: 'দুর্গাপুজোয় গেলে ইফতারে যাব না কেন?', ফের সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর
প্রাক্তন ওই শিক্ষক নেতা আরও বলেন, "জলটাকে ঘুলিয়ে দিয়ে করোনার কথা বলা হচ্ছে। করোনার সময় কুণালবাবু কোথায় ছিলেন? করোনার সময় মাস্টারমশাইরা ঘরে বসে থাকেননি। বাড়ি থেকে অনলাইনে ক্লাস নিয়েছেন। এটা কুণালবাবুর জানা নেই। ওঁর তো পড়াশোনাই নেই। কুণালবাবু পড়াশোনার বিষয় বোঝেনও না, এটা নিয়ে ওঁর কোনও আলোচনা শুনব না। উনি যেটা বোঝেন সারদা, নারদা...এটা নিয়ে আলোচনা করুন আমরা কেনাও কথা বলব না।"
আরও পড়ুন- Digha: নববর্ষের আগেই বাম্পার সুখবর! দিঘায় যাতায়াত এবার আরও সহজ, ঝটপট জানুন বিশদে