Digha: নববর্ষের আগেই বাম্পার সুখবর! দিঘায় যাতায়াত এবার আরও সহজ, ঝটপট জানুন বিশদে

Digha: এপ্রিল মাসের শুরু থেকেই দিঘায় পর্যটকদের আনাগোনা ফের বাড়ছে। পর্যটক তথা সাধারণ যাত্রীদের সুবিধার্থে রেল মন্ত্রককে এই আবেদন জানিয়েছে পূর্ব মেদিনীপুরের দুই সাংসদ। সেই আবেদনেই সাড়া দিয়েছে রেল।

Digha: এপ্রিল মাসের শুরু থেকেই দিঘায় পর্যটকদের আনাগোনা ফের বাড়ছে। পর্যটক তথা সাধারণ যাত্রীদের সুবিধার্থে রেল মন্ত্রককে এই আবেদন জানিয়েছে পূর্ব মেদিনীপুরের দুই সাংসদ। সেই আবেদনেই সাড়া দিয়েছে রেল।

author-image
Debanjana Maity
New Update
Satyajit Roy Park is being built in Digha : দিঘা সত্যজিৎ রায় পার্ক

Digha: দিঘার অপরূপ সমুদ্র পাড়।

special trains launched on Panshkura Digha line: দিঘা যাবেন? পর্যটকদের জন্য বাম্পার সুখবর! পাঁশকুড়া-দিঘা লাইনে এক জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা রেল কর্তৃপক্ষের। আজ থেকে শুরু পরিষেবা।  সামনেই বাংলার নববর্ষ। তার উপর সামনেই রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় গড়ে ওঠা সুবিশাল জগন্নাথ দেবের মন্দিরের (Jagannath Temple) শুভ উদ্বোধন রয়েছে। সব মিলিয়ে এপ্রিল থেকেই দিঘায় পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে।

Advertisment

পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেলমন্ত্রকের কাছে এক জোড়া অতিরিক্ত বিশেষ লোকাল ট্রেন চালুর আবেদন জানিয়েছিলেন। রেল কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দিয়ে এক জোড়া অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। আজ অর্থাৎ বুধবার থেকেই বিশেষ এই পরিষেবা শুরু। বিশেষ একজোড়া স্পেশাল ট্রেন চলবে আগামী ৮ জুন ২০২৫ তারিখ পর্যন্ত। 

একনজরে দেখে নেওয়া যায় স্পেশাল ট্রেনের সময় সূচি:

পাঁশকুড়া স্টেশন থেকে প্রতিদিন সকাল ১১ টায় ট্রেন ছাড়বে। দুপুর ১:৫০ মিনিটে দিঘায় পৌঁছাবে। 

Advertisment

দিঘা থেকে দুপুর ২:৫০টায় ট্রেন ছাড়বে। পাঁশকুড়ায় পৌঁছাবে বিকেল ৫:৩৫ মিনিটে।

আরও পড়ুন- Jangipur Incident: থমথমে জঙ্গিপুর, মোড়ে-মোড়ে পুলিশ পিকেট, সাময়িক বন্ধ ইন্টারনেট, শান্তি ফেরাতে মরিয়া প্রশাসন

পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজ ঘড়া বলেন, "দীর্ঘদিন ধরে দেখছি দিঘা-পাঁশকুড়া রুটে যাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে। পর্যাপ্ত ট্রেন না থাকা সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। সামনে বাংলার নববর্ষ। এছাড়াও দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনও রয়েছে। ফলে যাত্রী সংখ্যা আরও বাড়বে। ফলে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে তার জন্য রেলমন্ত্রক, পূর্ব মেদিনীপুর জেলার দুই সাংসদ কাঁথির সৌমেন্দু অধিকারী ও তমলুকের অভিজিৎ গাঙ্গুলির কাছে আবেদন জানিয়েছিলাম। রেল কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দিয়ে এক জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন।  আমরা ভীষণ খুশি। যেভাবে দিনে দিনে এই লাইনে যাত্রীর সংখ্যা বাড়ছে তাতে করে যাতে এই ট্রেন গুলি আগামীদিনেও পরিষেবা দেয় তার আবেদন রাখব।"

আরও পড়ুন- West Bengal News Live: চাকরিহারাদের আন্দোলনের নেতৃত্বে এবার অভিজিৎ গাঙ্গুলি? আজ থেকেই 'কাঁপানো লড়াই'!

অন্যদিকে নিত্যযাত্রী সুবল দাস বলেন, "কম টাকায় কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনই আমদের একমাত্র ভরসা। এতদিন দিঘা-পাঁশকুড়া লাইনে লোকাল ট্রেনের সংখ্যা কম থাকায় আমাদের ভীষণ সমস্যা হতো। বাড়তি এক জোড়া স্পেশাল ট্রেন পরিষেবা চালু করায় আমাদের খুব সুবিধে হবে।"

Tourists in Digha Digha Special Train Digha Purba Medinipur