RG Kar Protest: অভয়া মঞ্চের CBI দফতর অভিযানে তুমুল হট্টগোল, 'তালা' ঝুলিয়ে, ঝাঁটা ছুড়ে প্রতিবাদ

RG Kar Protest: চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় তৈরি হওয়া অভয়া মঞ্চ মনে করে সেদিনের নায়কীয় ঘটনার নেপথ্যে জড়িত রয়েছে আরও অনেকে। তাদের প্রত্যেকের শাস্তির দাবিতে এবার ফের একবার পথে নেমে প্রতিবাদ দেখালো অভয়া মঞ্চ।

RG Kar Protest: চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় তৈরি হওয়া অভয়া মঞ্চ মনে করে সেদিনের নায়কীয় ঘটনার নেপথ্যে জড়িত রয়েছে আরও অনেকে। তাদের প্রত্যেকের শাস্তির দাবিতে এবার ফের একবার পথে নেমে প্রতিবাদ দেখালো অভয়া মঞ্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar rape and murder case  Female doctor rape RG Kar  Abhoya Mancha protest Kolkata  RG Kar medical college incident  Kolkata civic volunteer rape accused  Sealdah court life sentence verdict  Kolkata high court rape case appeal  Abhoya Mancha CGO Complex protest  CBI investigation demand RG Kar  Doctor rape protest West Bengal  symbolic protest CBI office Kolkata  Sanjay Roy rape case RG Kar  Kolkata rape case protest 2025

Rg kar case: অভয়া মঞ্চের CBI দফতর অভিযানে তুমুল হট্টগোল, 'তালা' ঝুলিয়ে, ঝাঁটা ছুড়ে প্রতিবাদ

RG Kar Protest: ফের খবরের শিরোনামে আরজি করের নারকীয় কান্ড! আরজি  কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচার চেয়ে ফের পথে অভয়া মঞ্চ। আজ ছিল তাদের সিজিও কমপ্লেক্স অভিযান। এদিন অভয়া মঞ্চের প্রতিবাদ মিছিল আটকাতে আগেভাগে তাৎপর ছিল পুলিশ। সিজিও কমপ্লেক্সের সামনে গিয়ে অভিনব কায়দায় এদি ন বিক্ষোভ দেখিয়েছেন অভয়া মঞ্চের সদস্যরা।

Advertisment

টিনের ট্রাঙ্ক খুলতেই বেরিয়ে এল 'রাজকুমার', ঘটনা প্রকাশ্যে আসতেই চর্চা সীমা ছাড়িয়েছে

 আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার পর এক বছর পার হতে চলল। ইতিমধ্যেই চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। যদিও সঞ্জয়ের দাবি তিনি নির্দোষ, ন্যায্য বিচারের দাবিতে পাল্টা সঞ্জয়ও বর্তমানে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার সেই আবেদন এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে।

Advertisment

publive-image

 তবে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় তৈরি হওয়া অভয়া মঞ্চ মনে করে সেদিনের নায়কীয় ঘটনার নেপথ্যে জড়িত রয়েছে আরও অনেকে। তাদের প্রত্যেকের শাস্তির দাবিতে এবার ফের একবার পথে নেমে প্রতিবাদ দেখালো অভয়া মঞ্চ। সিবিআই তদন্তে আস্থা হারিয়েছেন তারা। আর জি করের ঘটনার তদন্তে ফের ন্যায় বিচার চেয়ে সিবিআই দফতর অভিযান করেছিল অভয়া মঞ্চের সদস্যরা। আজ বিকেলে চারটে সল্টলেকের ইন্দিরা ভবন থেকে মিছিল শুরু হয়ে এগিয়ে চলে সিজিও কমপ্লেক্সের দিকে।

সেই মিছিল সিজিও কমপ্লেক্সের গেটে পৌঁছতেই তুমুল উত্তেজনা তৈরি হয়। হাতে ঝাঁটা নিয়ে এদিন প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন অভয়া মঞ্চে সদস্যরা। সিজিও কমপ্লেক্সের গেটে এদিন প্রতীকী তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা, সিবিআই দপ্তরের দিকে ঝাঁটা ছুঁড়ে দিয়ে চলে নজিরবিহীন প্রতিবাদ।

SIR-সম্পন্ন! বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ, জানেন কত নাম বাদ পড়ার আশঙ্কা?

RG Kar Case RG Kar Case