Purba Bardhaman News:টিনের ট্রাঙ্ক খুলতেই বেরিয়ে এল 'রাজকুমার', ঘটনা প্রকাশ্যে আসতেই চর্চা সীমা ছাড়িয়েছে

Purba Bardhaman News:এই ঘটনা প্রকাশ্যেই আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা এলাকায়। পুলিশও প্রথমে কার্যত হতভম্ব হয়ে পড়েছিল।

Purba Bardhaman News:এই ঘটনা প্রকাশ্যেই আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা এলাকায়। পুলিশও প্রথমে কার্যত হতভম্ব হয়ে পড়েছিল।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Kalna minor rescued, tin trunk, missing boy, police recovery, purba bardhaman incident, crime news, missing child,কালনা নাবালক উদ্ধার, টিনের ট্রাঙ্ক, নিখোঁজ নাবালক, পুলিশ উদ্ধার, পূর্ব বর্ধমান ঘটনা, অপরাধ খবর, শিশু নিখোঁজ

এই ট্রাঙ্কেই খোঁজ মেলে নাবালক ছাত্রের।

নিখোঁজ নাবালক ছাত্রকে একটি গোডাউনে থাকা টিনের বাক্সের মধ্য থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করল পুলিশ। পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লকের কুলেপারা গ্রামে ছাত্রটির বাড়ি। ছাত্রের পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত নেমে কয়েক ঘন্টার মধ্যেই কালনা থানার পুলিশ ছাত্রটিকে উদ্ধার করে।

Advertisment

ছাত্রটিকে ভর্তি করা হয় কালনা হাসপাতালে। আপাতত ছাত্রটি বিপদন্মুক্ত বলে জানা গিয়েছে। পুলিশের সহায়তায় ছেলেকে ফিরে পেয়ে স্বস্তিতে ছাত্রের বাবা ও মা।  তবে গোডাউন ঘরের ওই টিনের বাক্সে নাবালক ছাত্র কী করে পৌঁছোলো, সেটাই জানার চেষ্টায় তদন্তকারীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা ২ ব্লকের অকালপৌষ পঞ্চায়েতের অন্তর্গত গ্রাম কুলেপাড়া। এই গ্রামের যে ছাত্রটিকে পুলিশ উদ্ধার করে তাঁর বয়স ৯ বছর। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর পড়ুয়া। পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দাবি করেন, নাবালক ছাত্রটি বুধবার সন্ধ্যায় পাশের পাড়ায় টিউশন পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

Advertisment

আরও পড়ুন- Kolkata news live updates: SIR প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের ডাক, মমতার সিদ্ধান্তেই সিলমোহর ইন্ডিয়া জোটের

বৃষ্টির কারণে সেদিন আর সে সাইকেল নিয়ে যায়নি। অনেক রাত হয়ে গেলেও ছাত্রটি বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে তাঁর মা-বাবা। গৃহশিক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানান, ওই ছাত্র বুধবার তাঁর কাছে পড়তে যায়নি।এর পরেই স্থানীয় মানুষজন ও আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে ছেলের খোঁজে নেমে পড়েন বাবা- মা। ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে ওই রাতেই ছাত্রের বাবা- মা কালনা থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশ দ্রুত নাবালক ছাত্রের খোঁজে নামে। 

আরও পড়ুন- Dilip Ghosh:হঠাৎ দিলীপ ঘোষকে শুভেচ্ছার বন্যা BJP-র তাবড় নেতা-নেত্রীদের, কারণ কী জানেন?

রাত পার হয়ে বৃহস্পতিবার সকালে ছাত্রের বাড়ির অদূরে থাকা একটি গোডাউন ঘরে পৌঁছোয় পুলিশ। ছাত্রের ফল ব্যবসায়ী বাবা ওই গোডাউনটি ব্যবহার করতেন। ওই গোডাউনের কাছে পৌঁছে ছোটদের পায়ের জুতো দেখে পুলিশের সন্দেহ হয়। তন্নতন্ন করে সেখানে খুঁজতে গিয়ে  আট-দশফুট উঁচুতে থাকা একটি মাচার উপর টিনের বাক্স (ট্রাঙ্ক) দেখে পুলিশের সন্দেহ হয়।

আরও পড়ুন- Vice President Election News: কে হবেন ধনখড়ের উত্তরসূরী? দেশের নজর উপরাষ্ট্রপতি নির্বাচনে

বাক্সটি খুলতেই পুলিশ তার ভিতর অচৈতন্য অবস্থায় নাবালক ছাত্রকে পড়ে থাকতে দেখে। এরপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর জ্ঞান ফিরতেই সে তার পরিবারকে ঘটনার কথা খুলে বলে।

আরও পড়ুন- WB Govt New Scheme:শনিবারই শুরু রাজ্যের বাম্পার প্রজেক্ট! কী কী সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ?

ছাত্রের  বাবা বলেন, “আমার ছেলে জানায়, ও নিজেই বাক্সের মধ্যে ঢুকেছে। পড়তে যাওয়ার আগে একটি বাঁশবাগান রয়েছে। সেখানে কিছু একটা দেখে ছেলে ভয় পায়। তারপর সেখান থেকে ছুটে গোডাউন ঘরে ছুটে এসে বাঁশ বেয়ে উপর উঠে টিনের ওই বাক্সের ভিতর ঢুকে পড়ে বলে জানিয়েছে।" তবে এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

police Missing Child Purba Bardhaman