RG Kar Case-Mithun Chakraborty: মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠকের দিনই আরজি কর কাণ্ডে প্রতিবাদ কর্মসূচি পুজো পর্যন্ত চালিয়ে নিয়ে যাবে রাজ্য বিজেপি। সোমবার ধর্মতলায় ধরনা কর্মসূচির শেষদিনে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘোষণা করেন, ধরনা হয়তো শেষ হল। কিন্তু যতক্ষণ না বিচার পাচ্ছি, ততক্ষণ আমরা রাস্তাতেই থাকব। অর্থাৎ প্রতিবাদ কর্মসূচি আরও চালিয়ে যাবে পদ্মশিবির।
সুকান্ত জানিয়েছেন, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর শহরাঞ্চলের প্রতিটা ওয়ার্ডে এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতে পথসভা হবে। চলবে সই সংগ্রহ। এক কোটি সই সংগ্রহ করে বিরোধী দলনেতার নেতৃত্বে সাংসদ এবং বিধায়করা তুলে দেবেন রাজ্যপালের হাতে। আগামী ২৩ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি রেলস্টেশনে সভা করা হবে। ২৫ সেপ্টেম্বর কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছে। ওই দিন হাজরা মোড়ে সমাবেশ করবে বিজেপি।
এদিন ধরনামঞ্চে হাজির ছিলেন রাজ্য বিজেপির কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। তিনি এক কদম এদিয়ে নবান্ন অভিযানের ডাক দেন। প্রয়োজনে বুক পেতে গুলি খাওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকার কথা বলেন মহাগুরু।
কী বলেছেন মিঠুন চক্রবর্তী?
তিনি বলেছেন, 'আবার নবান্ন অভিযান হবে। আমি সেই অভিযানে থাকব। আর এই অভিযান ব্রিজের কাছে থেমে যাবে না। নবান্নের ১৪ তলায় গিয়েই থামবে! ওরা এর আগে জলকামান চালিয়েছে, কাঁদানে গ্যাস চালিয়েছে। এ বার হয়তো গুলি চালাবে। আত্মহুতি দেওয়ার জন্য প্রস্তুত থাকুন! আমরা থাকব সামনের সারিতে। দেখি কত গুলি চালাতে পারে।'
আরও পড়ুন মমতা দাবি মানলেও খুশি নন জুনিয়র ডাক্তাররা, কর্মবিরতি চালিয়ে যাবেন আন্দোলনকারীরা
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সিবিআইয়ের হাতে ধৃত টালা থানার ওসি-র বাড়িতে কলকাতা পুলিশের আধিকারিকদের যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, ধৃত ওসি-র বাড়িতে মুখ্যমন্ত্রী লোক পাঠিয়েছিলেন কেন? ২০ জনের বিরাট দল পাঠানো হয়েছে। পরিবারের মাধ্যমে বার্তা দেওয়ার জন্য, যাতে বিনীত গোয়েলের নাম না বলেন। আমরা কমিশনারের অপসারণ চাই না। গ্রেফতার চাই। আমরা চাই বিনীতের ফোনগুলো সিবিআই নিক। কতবার মুখ্যমন্ত্রীকে তিনি ফোন করেছেন, সব বেরিয়ে আসবে।
মিঠুনকে কটাক্ষ কুণালের
মিঠুনের জ্বালাময়ী ভাষণ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বলেছেন, 'নিশ্চয়ই সামনে মিঠুনদার কোনও সিনেমা আসছে। তাই বিপ্লবী কথা বলে প্রচারে থাকতে চাইছেন।'