Advertisment

RG Kar Case: শুধুই সঞ্জয়? নাকি নৃশংস খুনের 'নায়ক' আরও কেউ? CBI-এর রুদ্ধশ্বাস জেরা ধৃতকে

RG Kar Incident: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে উত্তাল রাজ্য। দিল্লি থেকে কলকাতায় CBI-এর দুঁদে অফিসার। সব দিক খতিয়ে দেখেই এগোচ্ছে তদন্তের কাজ। ইতিমধ্যেই তদন্ত সংক্রান্ত যাবতীয় তথ্য-প্রমাণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে আজ সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে ওপিডি পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে সামিল জুনিয়র ডাক্তাররা।

author-image
Joyprakash Das
New Update
RG Kar case, arrested Sanjay Roy handed over to CBI by Kolkata Police, আরজি কর কাণ্ড, সিবিআই, সঞ্জয় রায়

RG Kar Case: আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে জেরা সিবিআইয়ের।

RG Kar Case-CBI: আরজি কর কাণ্ডে কোমর বেঁধে ময়দানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। সল্টলেক সিজিও কমপ্লেক্সে আনা হয়েছে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। আজ সকালেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছেন CBI-এর আরও এক অফিসার, এসেছে ফরেনসিক দল। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দুঁদে অফিসারদের জেরার জালে সঞ্জয়।

Advertisment

সূত্রের খবর, একাধিক দলে ভাগ হয়ে আরজি কর কাণ্ডের তদন্তে নেমে পড়েছে কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই ধর্ষণ খুন-সহ চারটি ধারায় রুজু করেছে CBI। কলকাতা পুলিশ SSKM হাসপাতালে সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা করেছে। তারপরেই তাকে তুলে দেওয়া হয়েছে CBI-এর হাতে। সাক্ষীদের বয়ান সংক্রান্ত যাবতীয় তথ্য CBI-কে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ।

এদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে নারী স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতে রাত দখলের ডাক দিয়েছে নানা সংগঠন। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও অভিনব এই কর্মসূচির আহ্বান জানানো হয়েছে। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো এলাকাতেও একই কর্মসূচির ডাক দিয়েছে নানা সংগঠন। দিল্লির চিত্তরঞ্জন পার্কে রাত দখলের ডাক দেওয়া হয়েছে রাত সাড়ে এগারোটায়। একইভাবে মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমেও রাত সাড়ে ১১টায় জমায়েত করবেন মহিলারা।

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, হাসপাতালগুলিতে OPD বন্ধ, চূড়ান্ত হয়রানি রোগীদের

অন্যদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে রাজ্যজুড়ে সরকারি-বেসরকারি হাসপাতালে OPD পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সেই প্রতিবাদের ভয়ঙ্কর প্রভাব পড়েছে গোটা বাংলায়। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও হাসপাতালে-হাসপাতালে OPD বন্ধের জেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার রোগীরা।

আরও পড়ুন- RG Kar Case: দিল্লি থেকে দুঁদে অফিসাররা কলকাতায়, আরজি কর কাণ্ডের তদন্ত কোন পথে?

আরও পড়ুন- RG Kar Case: ‘আমিও মেয়ের বাবা, নাতনির দাদু’, আজ রাতের প্রতিবাদে থাকছেন তৃণমূলের এই দাপুটে সাংসদ

cbi RG Kar Medical College Doctors Death
Advertisment