Malda News: ফের সেই মালদা! এবার ভলিবল টুর্নামেন্টের সূচনায় শূন্যে পরপর গুলি

Malda-Manikchak: ফের প্রকাশ্যে পরপর গুলি মালদায়। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। পুলিশ কঠিন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে।

Malda-Manikchak: ফের প্রকাশ্যে পরপর গুলি মালদায়। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। পুলিশ কঠিন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে।

author-image
Madhumita Dey
New Update
Malda News,Volleyball tournament begins at Malda Manikchak with shootout, shootout,manikchak,malda shootout,মালদার খবর,মানিকচক,ভলিবল প্রতিযোগিতার সূচনায় শূন্যে গুলি

Malda News: ভলিবল প্রতিযোগিতার সূচনায় শূন্যে গুলি চালানোর অভিযোগ।

Volleyball tournament begins at Malda Manikchak with shootout: আবারও মালদায় চলল গুলি। এবার শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে হল ভলিবল প্রতিযোগিতার সূচনা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। মালদার মানিকচকের নূরপুর এলাকার এই ঘটনা এখন বেশ চর্চায়। পুলিশ এব্যাপারে কঠিন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে।

Advertisment

জানা গিয়েছে, মানিকচকের নূরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগে একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নূরপুর উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে। এই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। টুর্নামেন্টের সূচনায় শূন্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। আর সেই গুলি চালানোর ভিডিও সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায়। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ ফেটেছে ক্লাব কর্তৃপক্ষ। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই সেই আগ্নেয়াস্ত্র ও গুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ।

যুব সমাজের খেলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে মালদা জেলার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের টিপটপ ক্লাবের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সারারাতব্যাপী ভলিবল টুর্নামেন্টের সূচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার টিংকু, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল-সহ অন্যরা।

আরও পড়ুন- West Bengal News Live: আরজি কর কাণ্ডে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি দাবি, হাইকোর্টে মামলা CBI-এর

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনার ব্যাপারে মামলা শুরু চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। অভিযুক্তদের লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে। লাইফ থাকা বন্দুকের ক্ষেত্রেও এভাবে প্রকাশ্যে বিনা কারণে গুলি ছোরা যায় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। একমাত্র আত্মরক্ষাতেই লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি চালানো যায় বলে জানিয়েছেন তারা। কিন্তু এক্ষেত্রে তেমন কোন বিষয়ে ঘটেনি।

আরও পড়ুন- Malda News: আবারও পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, পরে অলআউটে অভিযানে গ্রেপ্তারি!

Maldah Bangla News news of west bengal news in west bengal Malda Bengali News Today Shootout