Private hospitals cannot charge more than one registration fee from the patient: রাজ্যজুড়ে বেসরকারি হাসপাতালের রমরমা। শহর থেকে শুরু করে মফস্বল এমনকী গ্রামাঞ্চলেও গত কয়েক দশকে বেসরকারি হাসপাতালের সংখ্যা বেড়েছে বহুগুণে। তবে অনেক ক্ষেত্রেই বেশ কিছু বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে চিকিৎসকের ফি ছাড়াও বাড়তি টাকা গুণতে হয় রোগীকে। তবে এবার এই বাড়তি টাকা নিয়ে রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন তাঁদের অবস্থান স্পষ্ট করেছে।
চিকিৎসকের ফি ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল বারবার রোগীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ কখনও আড়াইশো আবার কখনও ৩০০ টাকা নেয় বলে অভিযোগ। তবে এবার স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বারবার রেজিস্ট্রেশন ফি-এর নামে রোগীর কাছ থেকে টাকা নেওয়া যাবে না। প্রথমবার রোগী যখন ডাক্তার দেখাতে আসবেন সেই একবারই নেওয়া যাবে রেজিস্ট্রেশন ফি।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, তাঁকে রেজিস্ট্রেশন ফি বাবদ অতিরিক্ত টাকা দিতে হয়। ওই ব্যক্তি পরবর্তী সময়ে রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে চিঠি দিয়ে এ ব্যাপারে বিস্তারিতভাবে অভিযোগ জানিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে এই ধরনের অভিযোগ পাওয়ার পরই স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের কর্তারা বৈঠকে বসেন। যে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওই ব্যক্তি অভিযোগটি উঠেছিল তাঁদের কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়।
আরও পড়ুন- Singur Incident: মাঝরাস্তায় যেন রক্তস্রোত! রাতের সিঙ্গুরে বীভৎস কাণ্ডে তোলপাড়
চিকিৎসকের ফি ছাড়াও কেন বাড়তি রেজিস্ট্রেশন ফিজ নেওয়া হয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসা করা হয় সেই হাসপাতাল কর্তৃপক্ষকে। জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের উত্তরে সন্তুষ্ট হননি স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের কর্তারা। তাঁরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, রেজিস্ট্রেশন ফি-এর টাকা রোগীর কাছ থেকে একবারই নিতে পারবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।