Offbeat Destination-North Bengal: পুজোর ছুটিতে দিন কয়েকের জন্য বেড়াতে যাওয়ার প্ল্যান করেছেন? তাহলে এবার ঘুরে আসতে পারেন অপূর্ব এই অফবিট ডেস্টিনেশন থেকে। এখানকার নিরিবিলি-অপরূপ প্রাকৃতিক পরিবেশ এক লহমায় মনকে অপার এক শান্তি এনে দেবে। কর্মব্যস্ত জীবনকে দিন কয়েকের জন্য বাই-বাই বলুন। পছন্দের সঙ্গীদের নিয়ে অনিন্দ্যসুন্দর এই তল্লাট থেকে ঘুরে আসুন।
ঘুরে আসুন দার্জিলিঙের কাছে ছোট্ট পাহাড়ি গ্রাম মিমবস্তি বা মিম চা বাগান (Mim Tea Estate) থেকে। অপরূপ এই এলাকা অল্পদিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। এখানকার মায়াবী পরিবেশে অদ্ভুত এক মাদকতা রয়েছে। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে তিন কয়েকের অপার অনুভূতি নিতে পাহাড় ঢালের এই গ্রামের জুড়ি মেলা ভার।
বিস্তৃত চা বাগানের অপরূপ শোভা আর তারই ধার ঘেঁষে দাঁড়ানো গাছের ফাঁক বেয়ে দেখা যায় সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। নাম না জানা হরেক বাহারি ফুল গোটা গ্রামকে ঘিরে রেখেছে, সঙ্গে উপরি পাওনা পাখিদের কলকাকলি। এক কথায় দিন কয়েকের জন্য ফাটাফাটি একটি আনন্দের ষোলোআনা স্বাদ চেটেপুটে নিতে গেলে দার্জিলিঙের কাছের এই পাহাড়ি গ্রাম এক কথায় পারফেক্ট চয়েজ।
আরও পড়ুন- Road word in Station: বিধাননগর-সহ কয়েকটি স্টেশনের নামের পর কেন 'রোড' লেখা থাকে? জানুন আসল কারণ
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বিরাট আনন্দের খবর! গর্বের মাইলফলক স্পর্শ পাতালরেলের
কীভাবে যাবেন এই এলাকায়?
কলকাতার দিক থেকে গেলে আপনাকে নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে নামতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনি পৌঁছে যেতে পারবেন এই এলাকায়। নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে এই এলাকার দূরত্ব মোটামুটি কম-বেশি ৯০ কিলোমিটারের মতো।
আরও পড়ুন- Electricity Bill: এক ধাক্কায় হু-হু করে কমবে বিদ্যুতের বিল! শুধু করুন এই কাজটি
এখানে থাকবেন কোথায়?
থাকার জন্য এখানে পাহাড়ের ঢালে রয়েছে একাধিক সুদৃশ্য হোম-স্টে। স্থানীয়রাই সেগুলি পরিচালনা করেন। হোম স্টেগুলিতে থাকা-খাওয়ার খরচ একসঙ্গে ধরে নেওয়া হয়। দেড় হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে খরচ হতে পারে। তবে এর কম-বেশিও হতে পারে। পর্যটকদের সুবিধার্থে কয়েকটি হোম স্টের নাম ও ফোন নম্বর দেওয়া হল।
Hill View Home Stay- 9831311606
Takto Homestay- 076799 24690
Little Forest Homestay- 062940 81876